ঝালকাঠিতে ওয়ার্ড আ.লীগের কার্যালয়সহ তিনটি দোকান পুড়ে ছাই

Daily Inqilab ঝালকাঠি জেলা সংবাদদাতা

১৬ মার্চ ২০২৩, ০৪:০৩ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০২:২৬ পিএম

ঝালকাঠিতে অগ্নিকা-ে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়সহ তিনটি দোকান পুড়ে গেছে। সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বীরকাঠি বাজারে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বীরকাঠি বাজারের মো. রুবেল তালুকদারের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে পাশের আফসার সিকদার ও লাভলু তালুকদারের চায়ের দোকান এবং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি সদস্য মো. হাবিবুর রহমান জানান, একটি মুদি দোকান ও দুইটি চায়ের দোকানসহ আওয়ামী লীগ কার্যালয়ের প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,‘ আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে আশেপাশের দোকানগুলো রক্ষা পায়।


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন