সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহ্ আলম আছাদ
১৬ মার্চ ২০২৩, ০৬:০৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৮ পিএম
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিরাজদিখান উপজেলা শাখা’র ত্রি-বার্ষিক সম্মেলনের সম্ভাব্য তারিখ আগামী ২০ মার্চ। সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যেই ব্যপক প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃত্বে আসতে স্বেচ্ছাসেবক লীগের হাইকমান্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন অনেকেই।
পিছিয়ে নেই সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ আলম আছাদ। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হতে চান তিনি।
সার্বিক বিষয়ে কথা হয় শাহ্ আলম আছাদের সঙ্গে। তিনি বলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সৎ যোগ্য নেতৃত্ব এখন সময়ের দাবি। আমি দলে অনুপ্রবেশকারী নয়। ছাত্রজীবন থেকে সততার সঙ্গে রাজনীতি করে যোগ্যতার পরিচয় দিয়েছি। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক এবং কোন অপরাধের সাথেও কোনদিন জড়াইনি। এ কারণেই ২০১৬-২০২১ পর্যন্ত সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।
নিজের কাছে আপনি যোগ্য প্রার্থী কিনা; এমন প্রশ্নের জবাবে শাহ্ আলম আছাদ বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশবাসী ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের হাইকমান্ড যেমন ব্যক্তিত্ব খুঁজছেন; আমি মনে করি প্রতিটি ক্ষেত্রেই আমি যোগ্য। স্বাভাবিকভাবে সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হতেই পারি।
সাধারণ সম্পাদক মনোনীত হলে আপনার পরিকল্পনা কী; জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজাতে চাই। প্রকৃত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের প্রাধান্য দিতে চাই। দলকে সু-সংগঠিত করতে যা করা প্রয়োজন তার সর্বোচ্চটা করতে চাই। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত আওয়ামী লীগ পরিবারের সন্তান এমন ব্যক্তি হতে হবে। টাকা ও অস্ত্রের জোর যাদের আছে তারাই শুধু যোগ্য নয়। তাদের যোগ্যতা নির্ভর করবে আদর্শের প্রতি, নেত্রীর প্রতি, দলের প্রতি তাদের কতখানি শ্রদ্ধা আছে এ বিষয়ের উপর জোর দিয়ে নেতৃত্ব নির্বাচিত করতে চাই।
শাহ্ আলম আছাদ বলেন, প্রায় ২০ বছরেরও বেশি দীর্ঘায়িত রাজনৈতিক জীবন। একটা দিন একটা মুহুর্তও দলের সিদ্ধান্তের বাহিরে যাইনি। ১/১১ শেখ হাসিনার মুক্তির আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছি। নিজের জীবন বাজি রেখে জামায়াত-বিএনপি ও শিবিরের তান্ডবের বিরুদ্ধে রুখে দাড়িয়েছি। আওয়ামী লীগের দুঃস্বময়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রেখেছি। এখনও দলকে সু-সংগঠিত করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি।
জানা যায়, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি। পারিবারিক ভাবেই আওয়ামী লীগ। রাজানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে (২০০৫-২০১০) সালে প্রথম রাজনীতিতে পদবী পান। (২০১১-২০১৬) সাল
পর্যন্ত রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। (২০১৬-২০২১) সাল পর্যন্ত সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে ২২শে জানুয়ারী জাতীয় নির্বাচনে ভূয়া ভোটার ও নির্বাচন কমিশনার এম.এ আজিজের পদত্যাগের দাবিতে আন্দোলনে সক্রিয় অংশগ্রহন করেন ।২০০৬ সালে ২রা অক্টোবর লগি-বৈঠা আন্দোলনে সক্রিয় অংশগ্রহন করেন। ১/১১ এ বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও দেশরত্ন শেখ হাসিনার মুক্তির আন্দোলনে ছাত্রলীগে অংশগ্রহন করেন। ২৮শে মার্চ ২০২১ হেফাজত ইসলামের নেতাকর্মীদের দ্বারা নিজের ওপর হামলা ও বাড়ী ঘর ভাংচুর এবং নির্যাতন এর শিকাড় হন।
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকান্ডে রাখছেন অভাবনীয় ভূমিকা।
বর্তমানে তিনি তেঘরিয়া যুব সংঘ সাধারন সম্পাদক, তেঘরিয়া ছনটেক জামে মসজিদের কোষাদক্ষ ও পশ্চিম তেঘরিয়া কবরস্থানের • সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন কছেন।
সিরাজদিখান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু মুঠোফনে জানান, সিরাজদিখান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সম্ভাব্য তারিখ প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে আগামী ২০ মার্চ। সম্মেলন স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে হবে । তবে সেখানে কোন মাদক সেবী, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে শাস্তি পাওয়া এমন কোন নেতা সম্মেলনে অংশগ্রহণ করতে পারবে না।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে সকল অপকর্মের বিচার করতে হবে : কাইয়ুম চৌধুরী
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব এর জনসভা জনসমুদ্রে পরিণত
ভারতের সাথে চুক্তি সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর
খুনি হাসিনাকে ফিরিয়ে এনে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড বিচার নিশ্চিত করতে হবে-বাংলাদেশ ইসলামী দল
উগ্রবাদী সাদপন্থীদের বিচার নিশ্চিতকরণ এবং কার্যক্রম বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি
কালিয়াকৈর নিট এশিয়ায় টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকান্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় আগুন
প্রেসিডেন্টের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন
একনেকে দুই হাজার কোটি টাকায় ১০ প্রকল্প অনুমোদন
মার্কিন বিমানবাহী রণতরী হামলা হুথিদের, যুদ্ধবিমান ভূপাতিত
ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও রাজনীতি নিয়ে জাতীয় সেমিনার
লোহাগড়ায় কাঠ বোঝাই নসিমন উল্টে হেলপার নিহত
বাসার আল-আসাদ ও আসমা’র ডিভোর্সের সংবাদ প্রত্যাখ্যান রাশিয়ার
রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় মহানগরী জামায়াতের আমিরসহ আহত ৩
সাধারণ ক্ষমার বিনিময়ে দোষ স্বীকার করছেন আসাদের সৈন্যরা
ব্রাহ্মণবাড়িয়া বিদুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু
রাজশাহীতে ছাত্রীনিবাসে নি¤œমানের খাবার, গভীর রাতে রাস্তায় নেমে ছাত্রীদের বিক্ষোভ
কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত