কক্সবাজারে১৪ লাখ ইয়াবার চালান জব্দের মামলা রায় ঘোষণাঃ ৪জনের যাবজ্জীবন কারাদণ্ড

Daily Inqilab কক্সবাজার ব্যুরো

১৬ মার্চ ২০২৩, ১১:২৭ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৮:১৪ এএম

কক্সবাজার উপকূল থেকে পুলিশের হাতে ১৪ লাখ ইয়াবার চালান জব্দের মামলার রায় দিয়েছেন আদালত।

কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ওই মাদক মামলার রায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।এ সময় এক আসামিকে বেকসুর খালাসও দেওয়া হয়েছে।

রায়ে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নুনিয়াছড়া এলাকার জহুরুল ইসলাম ও তাঁর শ্বশুর আবুল কালাম এবং একই এলাকার বাসিন্দা নুরুল আমিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁদের ৫ লাখ টাকা করে জরিমানার সাজা দেওয়া হয়। আবুল কালামের ছেলে শেখ আবদুল্লাহকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার রায় প্রদানের সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন