সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র প্রদান, খুলনায় প্রতারক গ্রেফতার
১৭ মার্চ ২০২৩, ০৭:৩০ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৪:০৭ এএম

সেনাবাহিনীতে চাকুরি দেয়ার কথা বলে প্রতারণা ও ভুয়া নিয়োগপত্র দেয়ার অভিযোগে খুলনায় র্যাব সদস্যরা এক প্রতারককে গ্রেফতার করেছে। প্রতারকের নাম আবু দাউদ মোল্লা (৫৫)। সে নগরীর দৌলতপুর এলাকার বাসিন্দা। বৃহষ্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব-৬ জানিয়েছে, সেনাবাহিনীতে চাকুরি দেয়ার কথা বলে আবু দাউদ মোল্লা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। ইতিমধ্যে সে সেনাবাহিনীর বেশ কিছু ভূয়া নিয়োগপত্র ভুক্তভোগীদের প্রদান করেছে। বৃহষ্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নগরীর দৌলতপুর থানাধীন পাবলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণা ও অর্থ আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ শুক্রবার তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
এই বিভাগের আরও





আরও পড়ুন