শিক্ষা সিলেবাসে নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করা হয়েছে পীর সাহেব চরমোনাই
১৮ মার্চ ২০২৩, ০৬:৫৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৪ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, শিক্ষা সিলেবাসে ইসলাম ও মুসলমানদের ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র পাকাপোক্ত করা হয়েছে। তিনি বলেন, ধর্মীয় শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হয় না। অতএব, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
আজ শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর একেএম ইউনুস, বাংলাদেশ ইসলামী শিক্ষা উন্নয়ন জাতীয় কমিটি এর মহাসচিব মো. আব্দুর রহমান, জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সদস্য সচিব জসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি মো. সাইদুল হাসান সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম,জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, অধ্যাপক আরিফ বিল্লাহ, মু. হুমায়ূন কবির, দিদারুল মাওলা, জয়েন্ট সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুর, সহকারি সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার আহসানুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, অধ্যাপক ডা. কামরুজ্জামান, প্রিন্সিপাল ওমর ফারুক, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর আবু জাফর মোহাম্মদ সালেহ, মহিউদ্দিন মোল্লা, প্রভাষক আমজাদ হোসাইন আজমী, একে আজাদ, মুফতী মহিউদ্দিন আকবর, আব্দুল হান্নান, প্রভাষক রেজাউল করীম, প্রভাষক রাশেদ আনোয়ার, মনিরুল ইসলাম, আহসান হাবীব সহ সারাদেশ থেকে আগত জেলা, মহানগর শাখা নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই আরও বলেন, জাতীয়করণের দাবিতে শিক্ষকরা আজ ফুটপাতে নির্ঘুম রাত কাটাচ্ছেন। বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের যে বাড়ি ভাড়া এবং বাসা ভাড়া দেয়া হয় তা তাদের মর্যাদা ও শ্রমের সঙ্গে বেমানান। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণই এর সুষ্ঠু সমাধান।
সম্মেলন শেষে অধ্যাপক নাসির উদ্দিন খানকে সভাপতি, মাওলানা এবিএম জাকারিয়াকে সিনিয়র সহ সভাপতি ও প্রভাষক আব্দুস সবুরকে সেক্রেটারী জেনারেল করে জাতীয় শিক্ষক ফোরামের ২০২৩-২৪ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন, শুধু শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা কখনো পরিপূর্ণ মানুষ হতে পারে না। শিক্ষার পাশাপাশি দীক্ষারও প্রয়োজন। ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করলে শিক্ষার্থীরা শিক্ষা ও দীক্ষা দুটোই পাবে। অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, রাষ্ট্র ও সমাজ যদি দূষিত হয় তখন শিক্ষকদের বসে থাকলে চলবে না। জালেমদের হাত থেকে জাতিকে রক্ষায় পীর সাহেব চরমোনাই খানকা ছেড়ে ময়দানে আসতে বাধ্য হয়েছেন। আমাদেরকেও তার পাশে থেকে দাবি আদায়ে সচেষ্ট থাকতে হবে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা চলছে। ইসলামী শিক্ষা ও সংস্কৃতি আছে বলে এদেশে এখনো ইসলাম টিকে আছে। ভালো রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর এ কে এম ইউনুস বলেন, শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে যোগ্য, দক্ষ আলেমদের তথা ইসলামিক স্কলারদের সম্পৃক্ত করতে হবে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের ন্যায্য দাবিগুলো সরকারের মেনে নেয়া উচিত।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
মানসিক সুস্থতায় কর্মবিরতি