কোমরে খেলনা পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দেওয়া সেই ছাত্রলীগ নেতা জিজ্ঞাসাবাদের জন্য থানায়
২৬ মার্চ ২০২৩, ০৯:২২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১২ পিএম

বোয়ালমারীতে কোমরে খেলনা পিস্তল গুঁজে ফেসবুকে ছবি আপলোড দেওয়া উপজেলা ছাত্রলীগের সেই নেতাকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নেওয়া হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকেলে তাকে পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।বিষয়টি থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সকালে কোমরের পিছন দিকে খেলনা পিস্তল গুঁজে নিজের ফেসবুক ওয়ালে ছবি আপলোড করেন ওই ছাত্রলীগ নেতা। পরে বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হলে তিনি ছবিটি ওয়াল থেকে তুলে নেন। শুভ্রদেব সিং বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সুধীর বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর রাজেন্দ্র স্নাতক সম্মান শ্রেণির ছাত্র।
জানা যায়, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং অরফে সুদেব সিং কোমরের পিছনে খেলনা পিস্তল গুঁজে একটি ছবি শনিবার (২৫.০৩.২৩) নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন। নিচে ক্যাপশনে লেখেন, “দিবেন যা, পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন”। ফেসবুকে ছবি ছাড়ার পর পরই এলাকায় হৈচৈ শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরই ভুল বুঝতে পেরে নিজের ফেসবুক ওয়াল থেকে ছবি তুলে নেন তিনি। এ বিষয়ে শুভ্রদেব সিং জানান, শতবছরের ঐতিহ্যবাহী কাটাগড় মেলা থেকে ভাইয়ের ছেলের জন্য একটি খেলনা পিস্তল কিনে আনেন তিনি। শখের বসে সেই খেলনা পিস্তলটি কোমরে গুঁজে ছবি তুলে পোস্ট করেছেন। এরপর নানাজন নান রকম কমেন্ট করায় ছবিটি তিনি তুলে নেন। এটি ভুল হয়েছে, এভাবে ছবি তুলে দেওয়া ঠিক হয়নি, আমরা তো মানুষ; ভুলতো মানুষই করে তিনি আরো বলেন।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, সে মেলা থেকে খেলনা পিস্তল কিনে শখের বসে ছবি আপলোড করেছিল। একটি বিরোধী চক্র ওই ছবি নিয়ে চক্রান্ত শুরু করে। তারপরও বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। তবে সে না বুঝে এটি করেছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল বলেন, বিষয়টি জানতে পেরেছি। শুনেছি সে মেলা থেকে একটি খেলনা পিস্তল কিনে কোমরে গুঁজে ছবি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ছবি ছাড়া ঠিক হয়নি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। যদি সংগঠন পরিপন্থী কোন কাজ হয় তাহলে অবশ্যই তার (শুভ্রদেব) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, শনিবার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়। সে কেন এমন একটি ছবি ফেসবুকে দিল? তার ধারণা কি ছিল? পিস্তলটি খেলনা না আসল ছিলো সেটাও দেখতে হবে। সঠিক তদন্ত এবং জিজ্ঞেসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তার বিষয়ে পুলিশ কাজ করছে। তবে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

স্কুলছাত্রকে হত্যার দায়ে কুমিল্লায় ৫ জনের মৃত্যুদণ্ড

গুজব ছড়িয়ে পুলিশের মনোবল নষ্ট করা যাবে না

নোবিপ্রবিতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া, পেশ ইমামকে শোকজ

ঝালাকাঠির বিষখালী নদী থেকে ৯টি বেন্দি জাল জব্দ

কুবি সাংবাদিক সমিতির কার্যালয় ভাঙচুর

টাঙ্গাইলে এডমিট কার্ড না দেয়ায় শিক্ষার্থীদের অবস্থান

মাদকবিরোধী অভিযানে কাউকে ছাড় দেয়া হবে না: র্যাব ডিজি

বাংলাদেশি কিশোরি আলিফা চীনের চিঠির জবাব দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং

যে কারণে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সানাই

ভারতে কেন বারবার ট্রেন লাইনচ্যুত হয়?

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, দুই যুবক নিহত

রাজধানীতে প্রতারণার মামলার সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার

রাজধানীতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

‘গড়তে হবে সকলের বাসযোগ্য পৃথিবী’, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হয়েই নির্দেশ বাঙ্গার

‘পৃথিবীর গভীরতর অসুখ’, ধ্বংসের কিনারায় সভ্যতা! সতর্ক করলেন বিজ্ঞানীরা ‘

একমাসে ৭৫ লাখ ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়্যাটসঅ্যাপ!

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার আসল কারণ কী? অবশেষে জানালেন ভারতের রেলমন্ত্রী

লোডশেডিংয়ে দেশের মানুষ কষ্ট পাচ্ছে : প্রধানমন্ত্রী

ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের গোলাবারুদ ডিপো ধ্বংস

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক