কালকিনিতে ক্ষতিপূরণের দাবীতে দালালের বাড়ি ঘেরাও
৩০ মার্চ ২০২৩, ০২:০৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৫ পিএম

লিবিয়া থেকে ইতালি নেয়ার কথা বলে ৩প্রবাসিকে জিম্মিকরে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপন নেয়ার অভিযোগ উঠেছে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার উত্তর রাজদি গ্রামের শাজাহান ফকিরের ছেলে লিবিয়া প্রবাসি সাইদুল ফকিরের বিরুদ্ধে। আর প্রতারনার শিকার হওয়া প্রবাসিদের পরিবারের লোকজন আজ(বৃহস্পতিবার) সকালে ক্ষতিপূরণের দাবীতে দালাল সাইদুল ফকিরের গ্রামের বাড়ি ঘেরাও করেছে। তবে সাইদুল ফকিরের এক আত্মীয় এসে ক্ষতিপূরণ দেয়া হবে বলে আশ্বাস দিলে ঘেরাও কর্মসূচী স্থগিত করে ক্ষতিগ্রস্ত পরিবার। সাইদুল ফকিরের মা হাসিনা বেগমের দাবী ভূক্তভোগী ঐ ৩প্রবাসির সাথে তার ছেলে সাইদুলও দালাল ধরে লিবিয়া থেকে ইতালি যেতে গেলে সবাই বিদেশী একটি চক্রের হাতে পড়ে এবং সবাই ঐ চক্রকে মুক্তিপন দিয়ে মুক্ত হয়।’গ্রামবাসী ও ভূক্তভোগী পরিবার জানায়, গত বছরের সেপ্টেম্বরে কালকিনি পৌর এলাকার উত্তর রাজদি গ্রামের শাজাহান ফকিরের ছেলে লিবিয়া প্রবাসি সাইদুল ফকিরের সাথে লিবিয়া বসে পরিচয় ঘটে কালকিনি পৌর এলাকার কাশিমপুর গ্রামের আজাহার ঘরামির ছেলে লিবিয়া প্রবাসি রবিন ঘরামি(২২), কালকিনি উপজেলার লক্ষীপুর এলাকার চরলক্ষীপুর গ্রামের ইকবাল সরদারের ছেলে লিবিয়া প্রবাসি মোঃ আসলাম সরদার(২৩) ও ফরিদপুরের সিকদার কান্দা গ্রামের রহম মৃধার ছেলে লিবিয়া প্রবাসি সোহাগ মৃধা(২৫)’র। তখন সাইদুল ফকির তাদের ৪লক্ষ ৫০হাজার টাকায় লিবিয়া থেকে ইতালি নিয়ে যাওয়ার জন্য প্রলোভন দেখায়। আর সে’মতে ঐ ৩প্রবাসির পরিবার বাংলাদেশে থাকা সাইদুলের মা হাসিনা বেগম, ভাই সাইফুল ফকির ও স্ত্রী ইয়াছমিন বেগমের কাছে টাকা পরিশোধ করে। কিন্তু বিধি বাম লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় পথিমধ্যে একটি চক্রের হাতে জিম্মি হয় তারা। আর মুক্তিপন হিসেবে পত্যেকের জন্য দেয়া লাগে আরো ১১লক্ষ করে টাকা। গ্রামবাসী সোবহান সরদার, আলামিন সরদার, খলিল সরদার, রাশেদ ঘরামি, জসিম বয়াতি, আঃ হালিম, দেলোয়ার চৌকিদার, নুরমোহাম্মদ, শাহাদাত সরদার, ইলিয়াছ ঘরামি, আবুল চৌকিদার সহ ২০/২৫জন জানায়, মুক্তিপনের টাকা দিতে জিম্মি হওয়া পরিবারের ভিটেমাটি পর্যন্ত বিক্রি করতে হয়েছে। এখন তারা মানবেতর জীবন যাপন করছে। আর এজন্য নিরুপায় হয়ে ক্ষতিপূরণের দাবীতে তারা দালাল সাইদুল ফকিরের বাড়ি ঘেরাও করছে।’এব্যাপারে সাইদুল ফকিরের মা হাসিনা বেগম স্থানীয় সাংবাদিকদের বলেন ‘ রবিন ঘরামি, আসলাম সরদার ও সোহাগ মৃধার সাথে আমার ছেলে সাইদুলও দালাল ধরে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় বিদেশী একটি চক্রের হাতে পড়ে এবং সবাই ঐ চক্রকে মুক্তিপন দিয়ে মুক্ত হয়। তাদের মতো আমাদেরও ১১লক্ষ টাকার বেশি গেছে সাইদুলকে মুক্ত করতে। তারা আমাদের কাছে এসে হুমকী ধামকী দেয় কিন্তু আমরাতো কারো কাছে বলতেও পারছিনা।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

বিদায়ী ম্যাচ গোলে রাঙালেন বেনজেমা,গোলরক্ষক বীরত্বে হার এড়াল রিয়াল

বাংলাদেশে প্রথমবারের মতো প্রজেক্ট ম্যানেজমেন্ট রিজিওনাল কনফারেন্স (পিএমআরসি) অনুষ্ঠিত

এডিস মশা কামড় দেয়ার সময় চিনবেনা কে মেয়র-কাউন্সিলর ইমাম-খতিব: ডিএনসিসি মেয়র

প্রাচীন ধর্ম সনাতকে শুধু শ্রদ্ধা নয় এ সম্পর্কে জানতে হবে, ইসকনের অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য তরুণ শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

সাংহাই উৎসবে লড়বে যেসব ইরানি ছবি

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মেধাস্বত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : শাহরিয়ার

১০-১৫ দিনের মধ্যে বর্তমান বিদ্যুৎ ঘাটতি মেটানোর চেষ্টা চলছে : নসরুল

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে আজমত উল্লা খান

আগামীকাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি দেয়া হবে

বাজেট সম্পর্কে আলোচনায় ডিব্রিফিং সেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : স্পিকার

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য : প্রধানমন্ত্রী

দুর্বিষহ জনজীবন

পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে : প্রধানমন্ত্রী

গত অর্থবছরে বিমান লাভ করেছে ৪৩৬ কোটি টাকা : বিমান প্রতিমন্ত্রী

মির্জা ফখরুলের সঙ্গে ইওয়ামা কিমিনোরি ও জিএম কাদেরের সঙ্গে পিটার হাসের বৈঠক

নালিতাবাড়ীতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রধানমন্ত্রী যখন মনে করবেন নির্বাচনকালীন ছোট সরকার গঠন করবেন : আইনমন্ত্রী

লোডশেডিং আরো দুই সপ্তাহ

সাগরে ভারতীয় জেলেদের মাছ ধরা ঠেকাবে