নির্বাচনের আগে আ.লীগ সন্ত্রাসীদের তালিকা করতে হবে-ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
০১ এপ্রিল ২০২৩, ০৫:০৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৫ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘আওয়ামী লীগের প্রতিটি উন্নয়ন কাজে দূর্ণীতি রয়েছে। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে পুলিশ বাহিনী না থাকলে আওয়ামী লীগ ভোট কেন্দ্রের কাছেও যেতে পারতো না। ২০১৮ সালে নৈরাজ্য করা আওয়ামী লীগের সন্ত্রাসীদের তালিকা করে আগামী ভোটের আগে প্রশাসনকে দিতে হবে।’
শনিবার বিকেল ৩টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিদ্যুৎ, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, লাগামহীন মূল্যবৃদ্ধি ও খালেদা জিয়া সহ সকল কারাবন্দীদের মুক্তি সহ ১০দফা দাবি বাস্তবায়নের দাবিতে নোয়াখালী জেলা বিএনপির অবস্থান কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে নিজের বক্তব্যে এসব কথা বলেন মাহবুব উদ্দিন খোকন।
তিনি আরও বলেন, আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী অতীতে যেসব ভুল করেছে তার আর করবে না। সারাদেশের মানুষের মধ্যে একটি প্রশ্ন রয়েছে, যে জনগনের প্রতিপক্ষ কে আওয়ামী লীগ নাকি আইন শৃঙ্খলা বাহিনী, সবাই বলে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু আমরা বলবো প্রতিপক্ষ আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ ভোট চুরি করতে গেলে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে যায়।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বক্তরা, বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সমালোচনা করেন। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির জন্যও তারা সরকারকে দায়ি করেন, তারা বলেন সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। একইসাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি ও তারেক রহমানের নেতৃত্বে সকল নেতাকর্মীকে সুসংগঠিত হওয়ার আহবান জানান।
এরআগে দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন দলের নেতাকর্মীরা। এদিকে কর্মসূচীকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্তক অবস্থানে ছিলো প্রশাসন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত

পরিত্যক্ত গ্যাসকূপ থেকে মিলছে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

আমাকে চিটাগাং ভার্সিটির সবাই ভয় পায় : চবি ছাত্রলীগ সভাপতি

বন্ধ হয়নি ইজিবাইক

মুদ্রাস্ফীতিতে অর্থনৈতিকভাবে সবার কষ্ট হচ্ছে : প্রধানমন্ত্রী

বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ এখনো নেভেনি : ওবায়দুল কাদের

ভয়-ডরহীন বিএনপি

সবুজ, পরিচ্ছন্ন প্রযুক্তিতে বাংলাদেশের অংশীদার হবে ডেনমার্ক

রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই

আল্লাহ চাইলেই সকল দম্ভ চূর্ণবিচূর্ণ করে দিতে পারেন

সদস্যদের ‘হেপাটাইটিস-বি’ টিকা দেওয়ার উদ্যোগ ডিআরইউ’র

প্রফেসর ইউনূস ‘কর’ ফাঁকি দেননি

জামালপুরে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে চারজন নিহত

বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন আছে বলে মনে করি না

আরো বৃদ্ধি পাবে তাপমাত্রা

হারিকেনের প্রমোশন

নিরপেক্ষ সরকারের দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

সংসদে আরপিও সংশোধন নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করবে

মুহম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গজয়-৪

রাসূলের আদর্শেই গড়ে উঠে উন্নত সমাজ-২