খুলনায় বিএনপি কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ, আহত ১২, আটক ৫
০১ এপ্রিল ২০২৩, ০৭:২৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৭ পিএম

বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে খুলনায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের ছোড়া টিয়ারশেল ও রাবার বুলেটে ১২ নেতাকর্মী আহত হয়েছেন । ঘটনাস্থ্য থেকে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে দলীয় কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের পর পুলিশ নগরীর কেডিঘোষ রোডের বিএনপির অফিস ঘেরাও করে রাখে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ শতাধিক নেতাকর্মী আটকা পড়েন। এদিকে, এ ঘটনার পর বিকেল ৪টার দিকে প্রেস ব্রিফিং করেছে বিএনপি। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
প্রেসব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, ১০ দফা দাবিতে শনিবার দুপুর ২টায় নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয় চত্বরে বিএনপির অবস্থান কর্মসূচি ছি। খুলনা থানার সামনে দিয়ে একটি খন্ড মিছিল এই কর্মসূচিতে আসার সময় পুলিশ তাদের বিনা কারণে বাঁধা দেয় এবং লাঠিচার্জ করে। তখন পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশের হামলায় বিএনপির ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে বিএনপির ৫ জনকে আটক করেছে পুলিশ। কর্মসূচির আগের রাতে খুলনায় পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মো. মিজানুর রহমান মিল্টন জানান, সংঘর্ষের ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েত, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক চৌধুরি হাসানুর রশিদ মিরাজ, নগর ছাত্রদলের আহ্বায়ক ইশতিয়াক হোসেন ইস্তি ও রূপসা উপজেলা ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদসহ ১২ জন আহত হয়েছে। এরা সবাই পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন। সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, আজকে (শনিবার) বিএনপি’র একটি প্রোগ্রাম ছিল। আমরা এখানে অবস্থান করছিলাম যাতে শান্তিশৃঙ্খলায় বিঘ্ন না ঘটে। কিন্তু হঠাৎ করে বিএনপির দু’টি মিছিল দুইদিক থেকে এসে শ্লোগান দিতে থাকে। এদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা হঠাৎ করে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারা শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষার জন্য টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করতে বাধ্য হই। তাদের ইটপাটকেলের আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কর্মসূচির নামে কাউকেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত

পরিত্যক্ত গ্যাসকূপ থেকে মিলছে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

আমাকে চিটাগাং ভার্সিটির সবাই ভয় পায় : চবি ছাত্রলীগ সভাপতি

বন্ধ হয়নি ইজিবাইক

মুদ্রাস্ফীতিতে অর্থনৈতিকভাবে সবার কষ্ট হচ্ছে : প্রধানমন্ত্রী

বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ এখনো নেভেনি : ওবায়দুল কাদের

ভয়-ডরহীন বিএনপি

সবুজ, পরিচ্ছন্ন প্রযুক্তিতে বাংলাদেশের অংশীদার হবে ডেনমার্ক

রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই

আল্লাহ চাইলেই সকল দম্ভ চূর্ণবিচূর্ণ করে দিতে পারেন

সদস্যদের ‘হেপাটাইটিস-বি’ টিকা দেওয়ার উদ্যোগ ডিআরইউ’র

প্রফেসর ইউনূস ‘কর’ ফাঁকি দেননি

জামালপুরে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে চারজন নিহত

বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন আছে বলে মনে করি না

আরো বৃদ্ধি পাবে তাপমাত্রা

হারিকেনের প্রমোশন

নিরপেক্ষ সরকারের দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

সংসদে আরপিও সংশোধন নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করবে

মুহম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গজয়-৪

রাসূলের আদর্শেই গড়ে উঠে উন্নত সমাজ-২