নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনে সোনার বাংলা ট্রেন দুর্ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন, উদ্ধার কাজ চলছে
১৭ এপ্রিল ২০২৩, ০৩:৩৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৯ পিএম

নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনে চট্রগ্রাম থেকে ঢাকাগামী ৭৮৭ আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন এবং কনটেইনারবাহি ট্রেনের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় চট্রগ্রাম বিভাগীয় রেল এবং কুমিল্লা জেলা প্রশাসক পৃথক দু‘টি তদন্ত কমিটি গঠন করেছেন। চট্রগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোঃ ইমরানকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি এবং কুমিল্লা জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। উভয় তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ট্রেন দুর্ঘটনার পর হাসানপুর রেল স্টেশনের দায়িত্বরত সহকারি স্টেশন মাস্টার আরশুল আজিম গা ঢাকা দেন।এদিকে, রোববার রাত ১০ টা এবং সোমবার সকালে লাকসাম এবং আখাউড়া থেকে দু‘টি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে দু‘টি ট্রেনের লাইনচ্যুত ১১টি বগি উদ্ধার কাজ শুরু করেন। সোমবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত দু‘টি ট্রেনের একটি ইঞ্জিনসহ ১১বগির মধ্যে লাইনচ্যুত ৬টি বগি উদ্ধার করা হয়। এসময় একটি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনায় প্রায় অর্ধাশতাধিক যাত্রী কমবেশী আহত হলেও কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। লোকজনের ভিড় এবং দুর্ঘটনার আশংকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘন্টা চট্রগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে রাত ৯টার পর থেকে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। চট্রগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোঃ আবিদুর রহমান দুর্ঘটার কারণ এবং ক্ষয়-ক্ষতির বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট ছাড়া কোন কিছু মন্তব্য করতে রাজি হননি। সোমবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, ধুমড়ে-মুচড়ে যাওয়া সোনারবাংলা ট্রেনের বগিগুলো ট্রেন লাইনসহ পাশ^বর্তী খালি মাঠে পড়ে রয়েছে। উদ্ধারকারী দু‘টি রিলিফ ট্রেন লাইনচ্যুত বগিগুলোর উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এসময় দু‘টি রেল লাইনের প্রায় ৬শ মিটার ট্রেন লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ট্রেনগুলো দেখতে শত-শত উৎসুক জনতা ভিড় করেন। ক্ষতিগ্রস্ত বগিগুলো উদ্ধার এবং রেললাইন স্বাভাবিক করতে রেলের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। জানা যায়, হাসানপুর রেলস্টেশনে রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্রগ্রাম থেকে ঢাকাগামী দ্রæতগতির আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন স্টেশনে দাঁড়ানো কনটেইনারবাহি ট্রেনের উপর সজোরের ধাক্কা দেয়। এতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিসহ ৮টি বগি এবং কনটেইনারবাহি ট্রেনের পিছনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এসময় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের বগিগুলো বিকট শব্দে ট্রেন লাইনসহ ধুমড়ে-মুচড়ে পাশের খালি মাঠে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তঃত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। স্থানীয় লোকজন এসে ট্রেনে থাকা যাত্রীদের উদ্ধার করে পাশ^বর্তী ঢালুয়া বাজারের কয়েকটি ওষুধের ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহতদের মধ্যে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ লাকসাম এবং কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। রোববার রাত ৮টার দিকে লাকসাম থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হান মেহেবুব, লাকসাম জিআরপি পুলিশ,নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করেন।
চট্রগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বলেন, রবিবার সন্ধ্যায় হাসানপুরে একটি রেল দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা তদন্তে চট্রগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোঃ ইমরানকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩দিনের মধ্যে তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট প্রদান করবে। তিনি আরো জানান, ঢাকা-থেকে চট্রগ্রামগামী ৭৮৭ সোনারবাংল এক্সপ্রেস ট্রেনটি হাসানপুর রেলস্টেশনের ৪ নং রেলপথে দাঁড়ানো কনটেইনারবাহী ট্রেনকে সজোরো ধাক্কা দেয়। এতে সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৮টি বগি এবং কনটেইনারবাহি ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এসময় অনেক লোকের সমাগম এবং দুর্ঘটনার আশংকায় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টাকা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। রাত ১০টা থেকে উদ্ধারকাজ শুরু করা হয়। ৪টি লাইনের মধ্যে একটি লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক রাখা হয়। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে দুটি ট্রেনের ১১টি বগির মধ্যে ৬টি বগি উদ্ধার করা হয়েছে। আশা করি সোমবার সন্ধ্যার মধ্যে অন্য ৫টি বগি উদ্ধার এবং রেল লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। তিনি আরো জানান, যেভাবে ভয়াবহ দুর্ঘটনায় ট্রেনের বগি ধুমড়ে-মুচড়ে যায়। যাত্রীদের ওই পরিমাণ ক্ষতি হয়নি। তার কারণ হিসেবে তিনি বলেন, সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পর খাবার বগি ছিল। এর পরে যাত্রীদের বগি ছিল। এতে করে ইঞ্জিন এবং খাবার বগির উপর বেশি চাপ থাকার কারণে যাত্রীদের বগির চাপ কম থাকায় যাত্রীরা কম আহত হয়েছে। তিনি দুর্ঘটনার কারণ এবং ক্ষয়-ক্ষতির বিষয়ে বলেন, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া ছাড়া এমূহুর্তে কিছু বলা যাবে না।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ছাত্রদলের কর্মী হত্যায় জবি ছাত্রদলের মানববন্ধন

রোহিতের ব্যাটে রান, মুম্বাইয়ের হ্যাটট্রিক

বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল : ধর্ম উপদেষ্টা

নিয়ম ভেঙে প্রকৌশলী’র কক্ষে এসি বিলাস

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বকশীগঞ্জ ছাত্রদলের মানববন্ধন

শেরপুর শ্রীবরদীতে কাঁচারাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

দৌলতপুর যমুনা নদীতে প্রকাশ্যে চাঁদাবাজি আটক ৪

আদালতে হাজিরা দিতে গিয়ে বগুড়ার আদমদিঘীর আ’লীগের ৭ নেতা-কর্মী জেলে

রুট ইনিশিয়েটিভের সুবিধা পাবেন না ১০ হাজার যাত্রী

ছাত্র হত্যা মামলায় কৃষক লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে মেকানিক নিহত, আহত ট্রাক চালকের সহকারী

সিংগাইরে বক্স কালভার্ট ব্রীজ নির্মাণের পর ডাইভারশন অপসারণ না করায় কৃষকের ভোগান্তি

প্রাইম-এশিয়া ইউনিভার্সিটিতে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে আনোয়ারায় ছাত্রদলের বিক্ষোভ

শৈলকুপায় কলেজ মাঠে স্থাপনা নির্মাণ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
প্রেমিক সংকটে দীঘি, জানালেন হতাশা

ভোলায় ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফারিদের স্নাতক ডিগ্রির সমমান দাবিতে অবস্থান কর্মসূচি পালন

সুন্দরবনের ১০ কিমি ইসিএ এলাকার মধ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ করছে সরকার

কাগজ-কলমে এতিম দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

স্ত্রীসহ ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নার্সিংয়ের আন্দোলনকারীরা ফ্যাসিস্ট! সরকার এসব বারবার প্রশ্রয় দিচ্ছে কেন? জনমনে ক্ষোভ