ফ্রি- সার্ভিসে বাড়ী গেলো শিক্ষার্থীরা
২০ এপ্রিল ২০২৩, ০৫:২৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৫ পিএম

উপকূলীয় জেলা চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে যাত্রী সেবা চালু করেছে হিউম্যান-২৪ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের চট্টগ্রামের হালিশহর থেকে বাস যোগে সীতাকূন্ডের কুমিরা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সার্ভিস বোট যোগে তাদের সন্দ্বীপের গুপ্তছড়া পাঠানো হয়।
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নৌ-পারাপারের এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. এম শফিকুল আলম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শোয়েব উদ্দিন হায়দারের সভাপতিত্বে কুমিরা ঘাটে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন হিউম্যান ২৪ এর প্রধান সমন্বয়কারী সাংবাদিক সালেহ নোমান, হিউম্যান ২৪ এর উদ্যোক্তা কাজী জিয়া উদ্দিন সোহেল।
সন্দ্বীপ ইয়ুথ ক্লাবের প্রেসিডেন্ট মাহবুবুল মাওলার সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সন্দ্বীপ এডুকেশন সোসাইটির সাবেক সেক্রেটারী মোহাম্মদ আমজাদ হোসেন, অধ্যাপক শাহীন ইব্রাহিম, সমাজকর্মী ও বিশিষ্ট অনলাইন এক্টিভিষ্ট খাদেমুল ইসলাম, কুমিরা-গুপ্তছড়া ঘাটের ইজারাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা আজিজুর রহমান।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভাগের শিক্ষার্থী কাজী রহমতুল ইসলাম।
প্রধান অতিথির বক্তেব্যে ড. এম শফিকুল আলম বলেন, উপকূলীয় দূর্গম এলাকা হওয়ার কারণে সন্দ্বীপের যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। ঈদে শিক্ষার্থীদের জন্য ফ্রি সার্ভিস চালুর মাধ্যমে এই ভোগান্তি নিরসনের একটি যুগান্তকারী পদক্ষেপ নেয়া হলো।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে যখন তারা দেশ ও সমাজের দায়িত্ব নিবে তখন যেন এভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকে।
সাংবাদিক সালেহ নোমান বলেন, সন্দ্বীপে যাতাযাত ব্যবস্থার উন্নতির জন্য যে আরো অনেক কিছু করা প্রয়োজন, শিক্ষার্থীদের জন্য এই সার্ভিস চালুর মাধ্যমে তার প্রতি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলো। শিক্ষার্থীরা যাতে তাদের অধিকারের প্রতি সচেতন হয় সেই জন্যও এই সার্ভিস ভালো ভূমিকা রাখতে পারবে।
শিক্ষার্থীদের নিয়ে সার্ভিস বোট গুপ্তছড়া ঘাটে পৌছালে সেখানে তাদের স্বাগত জানান, মোহাম্মদ ওমর ফয়সাল,খোদবক্স সাইফুল ও মিজানুর রহমান টিটু।
শিক্ষার্থীরা এই ধরনের সার্ভিসের জন্য হিউম্যান ২৪ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়াও এই অনুষ্ঠানে সহায়তা প্রদানকারী ব্যবসায়ী আফতাব খান অমি এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মিজানুর রহমান ভূইয়া মিলটনকে ধন্যবাদ দেয় শিক্ষার্থীরা।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহেদ এম রহমান বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু আছে। সন্দ্বীপ নৌরুটেও হাফভাড়া চালু করা প্রয়োজন কারন এখানে যাতায়াত ভাড়া অত্যাধিক।
উদ্যোক্তারা জানিয়েছেন, নিবন্ধন হওয়া শিক্ষার্থীদের ২০ ও ২১ এই দুইদিন চট্টগ্রামের হালিশহর থেকে কুমিরা হয়ে সন্দ্বীপ পৌছানোর বিশেষ এই কর্মসূচি নেয়া হয়েছে। শুক্রবার সকাল নয়টায়ও একইভাবে শিক্ষার্থীদের নিয়ে বাস হালিশহর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখতে হবে: মাওলানা বোরহান উদ্দিন

বীরগঞ্জে মহান মে দিবস পালিত

ইসলামপুরে আন্তর্জাতিক মে দিবস পালিত

মতলব উত্তরে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠিত

শিবালয়ে মহান মে দিবস পালিত

গাছের সাথে এ কেমন শত্রুতা!

তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ভিড়

আবু সাঈদের জীবন দান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দার্শনিক ঘটনা: ফরহাদ মজহার

কালীগঞ্জে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

কালীগঞ্জে বন্ধন জেনারেল হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প

গফরগাঁওয়ে রেল স্টেশনে টিকেট কাউন্টারে ভিতর ও বাহিরে পানি, যাত্রীদের দুর্ভোগ চরমে

রাতেই বরিশাল-ঢাকা নৌপথে যাত্রা শুরু করছে দেশের বৃহত্তম নৌযান এমভি এম খান-৭

শ্রমজীবী মানুষ আজও চরম বৈষম্যের শিকার: কাইয়ুম চৌধুরী

গাজীপুরে কারাগারে মসজিদের খতিব রহিজ উদ্দিনের মৃত্যুর বিষয়ে পুলিশের বিবৃতি

করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

ডিমলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে পরীক্ষার্থীর উপর হামলা, সহপাটিসহ আহত ১০

সিলেটে আউটসোর্সিং বাতিল না হলে জুন থেকে আন্দোলনের ডাক

আবারও সুখবর দিলেন মেহজাবীন

‘নিজেদের মধ্যকার মতানৈক্যকে দূরে রেখে দ্বীনের সার্থে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি’

সিংড়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়েজনে শ্রমিক দিবস পালিত