ঈদের দিন সড়কে ঝরল ১২ প্রাণ
২৩ এপ্রিল ২০২৩, ১০:১৬ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:৩১ পিএম
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে সড়ক দুর্ঘটনার কারণে ঈদের এ আনন্দ ম্লান হয়ে গেল ১২টি পরিবারের। পবিত্র ঈদুল ফিতরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের ৯ জেলায় ১২টি তরতাজা প্রাণ ঝরে যাওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় অন্তত আরও ১৬ জন আহত হয়েছেন।
নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ কিশোর নিহত হয়েছে। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন। বিকেলে উপজেলার খারনৈ ইউনিয়নের বউ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই উপজেলার পূর্ব জিগাতলা গ্রামের মো. আবু বকর (১৪) ও মো. মাসুম মিয়া (১৫) নামে দুই কিশোর নিহত হয়। পরবর্তীতে একই উপজেলার বামনগাঁও গ্রামের মো. সুমন মিয়া (১৫) নামে আরেক কিশোর হাসপাতালে মারা যায়।
এ ঘটনা নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি জানান, দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিল। উপজেলার সীমান্তে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
বগুড়া নন্দীগ্রামে ঈদের দিন ঘুরতে বের হয়ে আলাদা দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় শিশুসহ আহত হন আরও চারজন। বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কাথম বেড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: উপজেলার দামগাড়া গ্রামের নান্টু মিয়ার ছেলে ইমরান হোসেন (২৮), কাথম গ্রামের ইয়াকুব আলীর ছেলে বুলবুল (৩০) ও গাইবান্ধার সদর উপজেলার গোলাম হোসেনের ছেলে আবিদার হোসেন (২৪)।
এ ছাড়া নিহত ইমরানের স্ত্রী, ভাতিজা ও নিহত আবিদারের বন্ধু আহত হয়েছেন। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক আবুল হাসনাত সময় সংবাদকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল : নগরীতে বাসচাপায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ফায়েজ (৩৩) ও দুদক কর্মকর্তা মো. এমদাদুল হক (৩৫) নিহত হয়েছেন। বিকেল ৪টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের নগরীর রুপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসআই ফায়েজ ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি ডিএমপির বিশেষ শাখায় কর্মরত ছিলেন। অপর আরোহী মো. এমদাদুল হক নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে। তিনি হবিগঞ্জের দুদক কার্যালয়ের কর্মকর্তা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানী: ঢাকার রামপুরা টিভি সেন্টারের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে রামপুরায় বিটিভি ভবনের সামনে মেহেদী হাসানের মোটরসাইকেল ম্যানহোলের গর্তে পড়ে যায়। তখনই পেছন থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
যশোর: জেলার বাঘারপাড়ায় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণের প্রাণহানি হয়েছে। সকালে উপজেলার ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন (১৯) বাঘারাপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের ফরিদুল কবিরের ছেলে। তিনি বাঘারপাড়া ডিগ্রি কলেজ থেকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে আল আমিন ঈদের নামাজ আদায়ের পর মোটরসাইকেলে বড় ভাইকে নিয়ে উপজেলার ছাতিয়ানতলা বাজারে যান। সেখানে তাকে নামিয়ে তিনি যশোর-নড়াইল সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। বেলা ১১টার দিকে ছাতিয়ানতলা এলাকার ইটভাটার সামনে একটি ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে দুপুর ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশীষ রায় তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তুহিন বাওয়ালী বলেন, ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজছাত্র মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় জোবায়ের মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় দুজন আরোহী গুরুতর আহত হন। বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন প্রাণিসম্পদ অধিদফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের মোল্লা পার্শ্ববর্তী সদরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত্যু শহীদ মোল্লার ছেলে। আহতরা হলেন, একই গ্রামের শহীদ শরীফের ছেলে সিফাত শরীফ (২২)ও অপর বন্ধু রনি কাজী (২১)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
মেহেরপুর: জেলার গাংনীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া আক্তার ইতি (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাদিয়া বাওট গ্রামের ভ্যানচালক জিনারুল ইসলামের মেয়ে। সে বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সাদিয়া বাড়ির পাশে সড়ক পার হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে যাওয়া একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। তাৎক্ষণিক পথচারীরা শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
মাদারীপুরের শিবচরের দ্বিতীয়াখণ্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হন।
এ ছাড়াও ঝিনাইদহের শৈলকুপায় মাহেন্দ্র, মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার গাড়াগঞ্জ কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে গাড়াগঞ্জ স্ট্যান্ড থেকে একটি মাহেন্দ্র যাত্রী নিয়ে শৈলকুপায় যাচ্ছিল। পথে কলেজ মোড় এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেল মাহেন্দ্রকে বাঁদিক থেকে ধাক্কা দেয়। ফলে শৈলকুপা থেকে গাড়াগঞ্জগামী একটি ভ্যানের সঙ্গে মাহেন্দ্রটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক, ভ্যানচালক ও মাহেন্দ্রযাত্রীসহ ছয়জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
এসবির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে গোলাম রসুলকে
পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার
বাংলাদেশের সীমান্তে ১৬০টি জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
মোক্ষম চাল রাশিয়ার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬