বগুড়ায় ডাকঘরে অফিসে সহায়ককে হত্যা, ভল্ট কাটার চেষ্টা
২৪ এপ্রিল ২০২৩, ০৭:৫২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১২ পিএম

বগুড়ার প্রধান ডাকঘরে হানা দিয়ে অফিস সহায়ককে হত্যার পর ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে তারা ভল্টের কিছু অংশ কাটলেও টাকা কিংবা মূল্যবান কিছু নিতে পারেনি।
শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত জেলার প্রধান ডাকঘরে গতকাল রোববার রাতের কোনো এক সময় খুন এবং ডাকাতি চেষ্টার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত প্রশান্ত কুমার আচার্য্যের (৪৩) বাড়ি শাজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামে। ওই রাতে তিনি নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন।
এদিকে, আজ সোমবার সকালে লাশ উদ্ধার এবং ডাকাতি চেষ্টার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই মিন্টু নামের এক নৈশপ্রহরীকে খুঁজছে পুলিশ। রোববার রাতে প্রশান্তের সঙ্গে তার ডিউটিতে থাকার কথা ছিল। কিন্তু তিনি রাতে ডিউটিতে ছিলেন না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
এ ছাড়া ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহত প্রশান্তের ছোট ভাই গোবিন্দ আচার্য্যকে হেফাজতে নিয়েছে পুলিশ। গোবিন্দ ডাকঘরের অভ্যন্তরে একটি দোকান পরিচালনা করেন। সোমবার সকাল ৯টার দিকে তিনি ডাকঘরে পৌঁছে তার ভাইকে ডাকতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখেন বলে দাবি করেন। পরে তিনি পুলিশে খবর দেন।
সরেজমিন দেখা গেছে, ডাকঘরের পূর্ব পাশের বারান্দার মেঝেতে পাতানো নিজের বিছানায় প্রশান্তের লাশ পড়ে আছে। তার মাথায় আঘাতের চিহ্ন ছাড়াও কাপড়ের ছেড়া অংশ দিয়ে ডান হাত বাঁধা ছিল। দুর্বৃত্তরা ভেতরে ঢুকে ট্রেজারি শাখার বিভিন্ন ফাইলপত্র তছনছ করেছে। তারা ইলেকট্রিক ড্রিল মেশিন দিয়ে ভল্টের দরজায় ৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ৪ ইঞ্চি প্রস্থ করে কেটেছে। কাটা ওই অংশ দিয়ে তারা ভল্টের পুরো দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়।
ঘটনা জানার পর পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সেখান থেকে বিভিন্ন আলামতও সংগ্রহ করেন। একাধিক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নিহত অফিস সহায়ক প্রশান্তের সহযোগিতায় ভেতরে প্রবেশ করে। শুরুতে দেয়াল টপকে ডাকঘর চত্বরে প্রবেশ করলেও ভবনের ভেতরে ঢুকতে তাদের কোনো দরজা কাটতে বা তালা ভাঙতে হয়নি। এ ছাড়াও প্রশান্ত যেখানে বিছানা করে শুয়ে ছিলেন সেখানকার কলাপসিবল গেটে তালা দেওয়া ছিল। দুর্বৃত্তরা যেসব ইলেকট্রিক সামগ্রী ব্যবহার করে ভল্ট কাটার চেষ্টা চালায় তার আলামত দেখে পুলিশের ধারণা আগে থেকেই তারা রেকি করে গেছে।
তা ছাড়া ডাকঘরের সিসি ক্যামেরাগুলো আগে থেকেই নিষ্ক্রিয় করা ছিল। তবে একটি ক্যামেরায় একজন দুর্বৃত্তকে মুখোশ পরা অবস্থায় ডাকঘরের ভেতরে ঘোরাফেরা করতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুর্বৃত্তদের ফেলে যাওয়া কিছু সরঞ্জামও উদ্ধার করেছে।
বগুড়ার প্রধান ডাকঘরের পোস্টমাস্টার রাকিব বিশ্বাস জানান, ডাকঘরে কর্মরত তিনজন মুসলিম নৈশপ্রহরী জাহিদুল, বকুল ও সাইফুল ঈদের ছুটিতে ছিলেন। এ কারণে অফিস সহায়ক প্রশান্ত এবং তার সঙ্গে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারী মিন্টু দায়িত্বে ছিলেন। তবে রোববার রাতে মিন্টু ডিউটিতে যোগ দেননি এবং তার ফোনও বন্ধ রয়েছে।
পোস্টমাস্টার আরও বলেন, সামান্য কিছু টাকা-পয়সা খোয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হিসাব মিলিয়ে বিস্তারিত জানাতে সময় লাগবে।
এদিকে নিরাপত্তা এবং ঘটনা অনুসন্ধান করতে পোস্ট মাস্টার ছাড়া অন্য কাউকে ডাকঘরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। এ কারণে ঈদের ছুটির পর সোমবার দুপুর পর্যন্ত ডাকঘরের কার্যক্রম শুরু করা যায়নি।
বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে পুলিশ সুপার বলেন, ঘটনাটি ডাকাতির চেষ্টা। পুলিশের একাধিক দল জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

প্রশংসনীয় কর্মের স্বীকৃতিতে 'আইজি ব্যাজ' অর্জন করলেন এসএমপি কমিশনার রেজাউল

দৌলতপুরে বিদ্যুতের সাব-স্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে চোরের মৃত্যু

গোয়ালন্দে আ.লীগের তিন নেতা গ্রেফতার

ভারতের বিরুদ্ধে বেলুচিস্তানের রাস্তায় বিক্ষোভ করেছে পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বীরা

কেরানীগঞ্জে যথাযথ মর্যদায় মহান মে দিবস পালিত

লুটেরা এবং খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ না লেখার আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

নাফ নদ থেকে চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

রাজস্থানে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ

চট্টগ্রামের আনোয়ারায় আগুনে পুড়ে ছাই হলো স্বপ্ন- নিঃস্ব সাবেক দফাদার জহুর লাল শীল

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও ৩৫ ফিলিস্তিনি

ঠাকুরগাঁওয়ে রাতের আকাশে রহস্যময় আলো

কসবায় উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

কেন কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ?

বগুড়ায় মব সৃষ্টি করে সন্ত্রাসী হামলা ,আহত সাংবাদিক হাসপাতালে

শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি -ড. সরওয়ার ছিদ্দিকী

রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের এবাদত খানায় কার্পেট ও সাউন্ড সিস্টেম প্রদান

আমেরিকায় মহাকাশ বিষয়ক প্রতিযোগিতায় বিশ্বসেরা ঝিনাইদহ ক্যাডেট কলেজ

শেখ হাসিনা ওসামা বিন লাদেনের খালাতো বোন: রিজভী

ড.ইউনুসকে যে অনুরোধ করলেন প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব

‘ট্রাম্প...তোমাকে ভয় পাই না’, মুক্তির পরে হুঙ্কার ফিলিস্তিনি ছাত্রনেতার