গারো পাহাড়ে চোরাই কাঠের ছবি তুলতে গিয়ে ২ সাংবাদিক লাঞ্ছিত
০৫ মে ২০২৩, ০২:১৩ পিএম | আপডেট: ০৫ মে ২০২৩, ০২:১৩ পিএম
শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ে চোরাই কাঠের ছবি তুলতে গিয়ে ২ সাংবাদিক অবৈধ কাঠচোরদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জানা যায় এই ঘটনার নেপথ্যেই রয়েছেন অসাধু বন কর্মকর্তাগণ। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরনদুধনই গ্রামে। লাঞ্চিত ২ সাংবাদিক হলেন- গ্লোবাল টেলিভিশনের শেরপুর প্রতিনিধি মুহাম্মদ আবু হেলাল ও মানবকণ্ঠের ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি জিয়াউল হক জিয়া। জানা গেছে, কাঠ চোর সিন্ডিকেট ও অসৎ বন কর্মকতাদের জোগশাজসে গারো পাহাড়ের শাল-গজারীসহ সামাজিক বনায়নের উডলট বাগানের গাছ কেটে নির্বিচার পাচার করা হচ্ছে এমন খবরের প্রেক্ষিতে ওই ২ সাংবাদিক পেশাগত দায়ীত্ব পালনে ঘটনাস্থলে গিয়ে অবৈধ কাঠের ছবি তোলার সময় সিন্ডিকেট সদস্যরা সাংবাদিকদের লাঞ্চিত করে। এ সব কাঠ সিন্ডিকেট সদস্যের কাছে নামমাত্র মূল্যে বন বিভাগ বিক্রয় দেখিয়ে কাঠ পাচারে সহযোগীতার অভিযোগ উঠেছে। এ ভাবেই সৃজিত বাগানের অংশিদার নামধারি কাঠচোর সিন্ডিকেট ব্যবসায়ীরা অবৈধ কাঠ শেরপুর জেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে বলে জনশ্রæতি রয়েছে। জানা গেছে এসব কাঠ ক্রয়-বিক্রয়ের জন্য গারো পাহাড়ের ঘেষ গান্দিগাঁও,বাকাকুড়া গুরুচরনদুধনই,পনবরসহ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক অসাধু ব্যবসায়ী চোরাই কাঠ ব্যবসায়ীর সিন্ডিকেট গড়ে উঠেছে এবং অবাধে ক্রয়-বিক্রয় করে আসছে অবৈধ কাঠ। সে সব অবৈধ কাঠের মজুদ করার ছবি তোলতে গিয়েইই ঘটে বিপত্তি বলে সাংবাদিকমহল মণে করছেন। সে জন্যই সোমবার বিকেলে গুরুচরনদুধনই গ্রামের আবুল কাশেমের বাড়িতে রাখা প্রায় ২০০ সি এফ টি চোরাই কাঠের ছবি তুলতে গিয়েই ওই ২ সাংবাদিক লাঞ্চিত হয় অবৈধ কাঠচোর চক্রের হাতে। এসময় আবুল কাশেমসহ তার পেটুয়া বাহিনী ওই সাংবাদিকদের প্রথমে ছবি তোলতে বাঁধা দিলে সাংবাদিকরা রাংটিয়া রেঞ্জ অফিসার মকরুল ইসলাম আকন্দকে বিষয়টি অবহিত করেন। সে ১ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌছে রেঞ্জ অফিসার কাঠ চোরদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো উস্কানি দিয়ে সাংবাদিকদের লাঞ্ছিত করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অবস্থা বেগতিক দেখে সাংবাদিকরা ঘটনাটি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো: ফারুক আল মাসুদকে অবহিত করলে তিনি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই সাংবাদিকদের উদ্ধার করেন বলে ও জানা যায়।
এ ব্যাপারে সাংবাদিক জিয়াউল হক জিয়া ৪ জনের নামে এবং ৭০/৮০ জন অজ্ঞাতনামা আসামি করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপরদিকে রাংটিয়া ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলামের কুপরামর্শে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের জন্য কাঠচোর সিন্ডিকেট সদস্যদের দিয়ে ৪ সাংবাদিকের নামে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে। অপর দিকে রেঞ্জ অফিসার মকরুল ইসলাম আকন্দ সাংবাদিকদের নামে মিথ্যা বন মামলা দায়ের করে হয়রানীর হুমকি দিচ্ছেন বলে ভূক্তভোগি সাংবাদিকগণ জানিয়েছেন। রেঞ্জ অফিসারের মিথ্যা বন মামলায় ওই সাংবাদিকদের এবং এ ব্যাপারে যে সব সাংবাদিক সংবাদ পরিবেশন করবেন তাঁদেরকেও মিথ্যা বন মামলায় হয়রানি করা হবে বলে হুমকি দিয়ে আসছেন। ঘটনা জানার জন্য রেঞ্জ অফিসারকে বার বার মোবাইলে কল দিলে ও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা যায়নি। বাধ্য হয়ে শেরপুরের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে রাংটিয়া রেঞ্জ অফিসার মকরুল ইসলাম আকন্দের সঙ্গে যোগাযোগ করতে বলে গা বাঁচিয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হওয়া দুর্নীতির বিচার হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
মানবজমিন সম্পাদক মতিউর রহমানকে সম্মাননা জানালো সোনারগাঁও প্রেসক্লাব
ভারতে আরও কমলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ
বগুড়ার কাহালুতে ট্রাক চাপায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
প্রচারের নেশা! তুষারঝড়ের মধ্যে বিকিনি পড়ে শুট তরুণীর
বাংলাদেশি কমিউনিটির চার জন পেলেন এথনিক প্রেস কাউন্সিল এওয়ার্ড
লিভ টুগেদার ইস্যুতে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার লিগ্যাল নোটিশ অভিনেত্রীকে
ওলামায়ে কেরামকে গায়েবি মামলা দিয়ে হেনস্তা করেছে- ডঃ মাও সামিউল হক ফারুকী
কুলাউড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাই
রোববার থেকে নগর ভবনে দাপ্তরিক কাজ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয় : উপদেষ্টা আসিফ মাহমুদ
গণহত্যার টপ কমান্ডারদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে: চিফ প্রসিকিউটর
কনস্টাস কাণ্ডে কোহলির দোষ দেখছেন অস্ট্রেলিয়ার বোর্ড প্রধান
চরমোনাই মাদরাসা ছিল মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প: মাসুম বিল্লাহ
বগুড়ায় বালু ব্যবসায়ী হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ
মাগুরার শ্রীপুরে জোড়া শিশুর জন্ম
রিক্সা ভ্যানে চলন্ত ট্রাকের ধাক্কায় বাবা মেয়ে সহ নিহত ৩
পদ্মা নদীর ভয়ঙ্কর আগ্রাসনে হুমকির মুখে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়ক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: চালকসহ গ্রেপ্তার ২
গোপালগঞ্জ আড়াই শ’ বেডের আরএমও জেল -হাজতে
বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রয়োজনে আবারও মাঠে নামতে হবে: ধর্ম উপদেষ্টা