প্রতারক জিনের বাদশা গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার
১১ মে ২০২৩, ০৭:৪২ পিএম | আপডেট: ১২ মে ২০২৩, ১২:০২ এএম
গাইবান্ধার সুন্দরগঞ্জের এক গৃহবধূকে ৭টি গুপ্তধনের হাড়ি দেয়ার প্রলোভন দিয়ে জায়নামাজ, কোরআন শরীফসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার মামলায় পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ থেকে সাদ্দাম আলী (২৯) নামে এক প্রতারক জিনের বাদশাকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গ্রেপ্তার করেছে। সাদ্দাম আলী গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামের মোঃ মুক্তার হোসেনের ছেলে। প্রতারণার শিকার গৃহবধূ মোছাঃ আকলিমা বেগম (৩৩) সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াহদ গ্রামের সোনালেরপাড়ার মোঃ বানিজ মিয়া স্ত্রী।
থানা ও মামলা সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল ২০২৩ ইং হতে শুরু করে বিভিন্ন তারিখ ও সময়ে অজ্ঞাতনামা আসামী জিনের বাদশা তার বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে গৃহবধূ আকলিমাকে গভীর রাতে ফোন করে “মা” বলে ডাকে এবং বগুড়া জেলার মহাস্থানগড় পবিত্র শাহ্ সুলতান (রঃ)’র মাজার থেকে বলছে বলে পরিচয় দেয়। মোবাইলে আকলিমার মন আকৃষ্ট করার জন্য বলে মা তুমি অনেক পূণ্যের কাজ করেছো, তুমি অনেক ভাগ্যবর্তী। মা তুমি সতী নারী হিসেবে মা ফাতেমা (রাঃ) এর সাথে বেহেশতে যাবে”। তোমাকে আল্লাহ পছন্দ করে ৭টি গুপ্তধনের হাড়ি দিয়েছে। এজন্য তোমাকে কিছু শর্ত মানতে হবে।
প্রথম শর্ত হচ্ছে একটি জায়নামাজ অথবা পবিত্র কোরআন শরীফ কেনা বাবদ ৬৬০ টাকা দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো গুপ্তধন পেতে হলে গুপ্তধন যোগানো একটি পাঠাকে রক্ত দিয়ে সন্তষ্ট করতে হবে। তৃতীয় শর্ত হলো গুপ্তধনের ৭টি হাড়িতে ৭টি সাপ পাহারা দিচ্ছে, এই সাপকে মক্কা থেকে দুধ এনে খাইয়ে সন্তোষ্ট করলে গুপ্তধন পাওয়া যাবে।
মোবাইল ফোনে বিভিন্ন ধর্মীয় কথা বার্তা বলে গৃহবধূর অন্তরে বিশ্বাস স্থাপন করে প্রতারক জিনের বাদশা। এই কথা বিশ্বাস করে গৃহবধূ বিভিন্ন সময় বিভিন্ন বিকাশ নম্বরে এক লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করে প্রতারক জিনের বাদশাকে।
এরপর চতুর্থ শর্ত মোতাবেক গত ১৫ এপ্রিল বিকেলে একটি স্বর্নের চেইন ও দুই জোড়া হাতের বালাসহ মোট দুই ভরি ওজনের স্বর্ন সুন্দরগঞ্জ উপজেলাধীন মজুমদারহাট স্কুলে ৩ জন অজ্ঞাতনামা প্রতারকের হাতে তুলে দেয় গৃহবধূ। যার মূল্য এক লক্ষ ৯০ হাজার টাকা। পক্ষান্তেরে গৃহবধূকে সিমেন্ট ও পিতলের তৈরী সোনালী রংয়ের একটি পুতুল দিয়ে স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায় তারা। জিনের বাদশার কথায় গৃহবধূর মনে বিশ্বাস জন্মায় যে, কাউকে না জানিয়ে খাটের নীচে পুতে রাখলে তাদের কথামতো উক্ত পুতুল মাটির নিচ থেকে তুললে ৮১ টুকরা স্বর্ণ হবে। এভাবে প্রতারক জিনের বাদশাচক্র গৃহবধূর সরলতার সুযোগে তাহার নিকট হতে দফায় দফায় ৩ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়া নেয়।
এঘটনায় প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গৃহবধূ প্রদত্ত বিকাশের সেন্ড মানি নাম্বার, প্রতারকের বিকাশের ক্যাশ আউট নম্বর এবং প্রতারকের মোবাইল নম্বরের সিডিআর এর তথ্য বিশ্লেষনের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের সনাক্তপূর্বক তাদের গতিবিধির উপর নজরদারীর মাধ্যমে অবস্থান নির্ণয় করে ১১মে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে গোবিন্দগঞ্জ এলাকা থেকে জিনের বাদশা সাদ্দাম আলীকে গ্রেপ্তার করে। এসময় ১২ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন এবং বিভিন্ন নম্বরের ১৯টি সিমকার্ড জব্দ করে পুলিশ। এরপর স্বর্ণ স্বাদৃশ্য সিমেন্ট ও পিতলের তৈরি গৃহবধূর শয়ন ঘরের খাটের মাটির নীচ থেকে উদ্ধার করে।
থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে। ধৃত আসামি তার অপরাধের কথা স্বীকার করেছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
নওগাঁয় ৩ জনকে পিটিয়ে জখম, আহতদের উদ্ধার করলো পুলিশ
মাদারীপুরে গুড়ি বৃষ্টি আর হিমেল বাতাসে জনজীবন স্থবির
দুমকীতে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাঁধা
দুবাই মেডিকেল ইউনিভার্সিটিতে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর অ্যাওয়ার্ড লাভ
'বরবাদ' সিনেমা শতকোটির গন্ডি পেরিয়ে যাবে! কি বললেন শাকিব?
রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় মা ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত
দোয়ারাবাজারে ভারতেীয় সীমান্তে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স
রাজশাহীতে নেসকোর ভৌতিক বিল বন্ধসহ নানারকম হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ
শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
যুবদলের উদ্যোগে ৩১ দফা অবহিতকরণে আলোচনা সভা
এমাজউদ্দীন আহমদের গ্রহণযোগ্যতা ছিল সর্বজনীন
বাংলাদেশে সা'দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা
ভারত বাধা পেরিয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ
দোয়ারাবাজারে ভ্যানের ধাক্কায় শিশু নিহত
গারো পাহাড়ের পানি হাতায় ঘুরতে এসে ভোগা নদীতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু
সিলেট-তামাবিল চার লেন উন্নতিকরণে অনিয়ম-দূর্নীতির অভিযোগ
১০ বছর আগে উধাও মালয়েশিয়া বিমানের নতুন করে খোঁজ শুরু
৯/১১-র ধাঁচে রাশিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের, বন্ধ বিমানবন্দর
আজ ঐতিহ্যবাদী লেখক হোসেন মাহমুদের ৫ম মৃত্যুবার্ষিকী
দ. আফ্রিকাকে প্রথমবার হোয়াইটওয়াশের অভিযানে পাকিস্তান