উঠতি ও কিশোর মাস্তানদের নানা কর্মকান্ডের সাথে দখলবাজীতে

বরিশাল নগরীর পার্কগুলোতে সুস্থ সামাজিক পরিবেশ বিপন্ন

Daily Inqilab বরিশাল ব্যুরো

১৬ মে ২০২৩, ০৪:০৯ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ০৪:০৯ পিএম

বরিশাল নগরীর চিত্ত বিনোদনের অতি সিমিত সুযোগও ক্রমশ বেদখলের পাশাপাশি নিয়ন্ত্রন চলে গেছে বখাটে ও কিশোর মাস্তানদের হাতে। নগর ভবনের সেচ্ছা অন্ধত্বে নগরীর শিশু পার্ক সহ সবগুলো চিত্ত বিনোদনের আসপাশ সহ অভ্যন্তরভাগও ক্রমশ নানা ধরনের দোকানপাটে ভরে যাচ্ছে। সাথে আইন-শৃংখলা বাহিনীর সুষ্ঠু নজরদারীর অভাবে সংগঠিত এবং অসংগঠিত উঠতি ও কিশোর মাস্তানের দল বেশীরভাগ চিত্ত বিনোদনের স্থানগুলোর অঘোষিত দখল নিয়েছে। ফলে নগরীর প্রায় সব চিত্ত বিনোদনের স্থানগুলোরই সুষ্ঠু পরিবেশ বিপন্ন। মাস্তানদের লাগাতর আড্ডাবাজি সহ নানা সমাজ বিরোধী কর্মকান্ডে নগরীর চিত্ত বিনোদনের স্থানগুলো এখন আর সমাজের শান্তি প্রিয় মানুষের মানষিক প্রশান্তির স্থান নেই। ফলে প্রায় বিনোদোন সুবিধাবিহীন এনগর জীবনে একটু শ্রান্তির স্থানগুলোও নারী ও শিশুদের স্বস্তি দিতে পারছে না। বিষয়টি নিয়ে বিব্রত নারী ও শিশু সহ অভিভাবক মহলও।
প্রায় ৬০ বর্গ কিলোমিটারের এ মহানগরীতে বঙ্গবন্ধু উদ্যান, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধিনতা পার্ক, ৩০ গোডাউন সংলগ্ন শতায়ু অঙ্গন এবং অতি সম্প্রতি চালু হওয়া বীর মুক্তিযোদ্ধা শাহনারা বেগম পার্কে সুস্থ সামাজিক পরিবেশের সাথে নারী এবং শিশুদের নির্বিঘেœ বিচরন ও বিনোদনের পরিবেশ ক্রমশ বিলুপ্ত হচ্ছে। এমনকি যান্ত্রিক এবং কোলাহলপূর্ণ নগর জীবনের ক্লান্তি থেকে একটু শ্রান্তি পেতে এসব পার্কে এসে শিশু ও নারীরা প্রায়শই চরম বিরক্তি সহ বিব্রতকর বিড়ম্বনার শিকার হচ্ছেন।
সিটি মেয়রের মায়ের নামে নগরীর মধ্যে দিয়ে চলমান জাতীয় মহাসড়কের ওপর গড়ে তোলা বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগম পার্কটিতে নগরীর বিভিন্ন এলাকার নারী ও শিশুরা শ্রান্তি বিনোদনে এলেও এখানের পরিবেশ বিপন্ন। একদিকে একটি জাতীয় মহাসড়কের ওপর এ পার্কটিতে প্রবেস যেমনি যথেষ্ঠ ঝুকিপূর্ণ, তেমনি এখানে উঠতি মাস্তান ও কিশোর মাস্তানদের বেপরোয়া কর্মকান্ড আগত নারী ও শিশুদের নিরাপত্তা বিঘিœত করায় যথেষ্ঠ বিব্রতকর অবস্থায় ফেলছে। এমনকি পার্কটির পাশে বিশাল লেকটির চার ধারেই এখন অবৈধ পথ খাবারের দোকানের ভীড়ে গোটা এলাকার পরিবেশ বিপন্ন। এসব পথ খাবারের অনেক দোকানে মধ্যরাত পর্যন্ত কি কেনাবেচা হয়, তা নিয়ে এলাকাবাসীরও প্রশ্ন রয়েছে। দিনরাত এখানে বখাটে ছাড়াও বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিরামহীন আড্ডাবাজি অনেক সময় বেলেল্লাপনাকেও হার মানাচ্ছে। অভিওযোগ রয়েছে, এক প্রভাবশালী কাউন্সিলরের নাকে কতিপয় মাস্তান নিয়িমিত চাঁদাবাজী করে এখানে ভাসমান দোকন বসিয়ে পুরো লেক ও সন্নিহিত পার্কের পরিবেশ বিপন্ন করছে।
সরেজমিনে দেখা গেছে, এ পার্কে আগতদের প্রায় সবাই এখানের পরিবেশ নিয়ে অসন্তুষ্ট ও ক্ষুদ্ধ। এ পার্কটির অভ্যন্তরের মত পশ্চিম ও দক্ষিণÑপশ্চিম পাশের রাস্তাটিও কিশোর মাস্তানদের অবাধ বিচরন ক্ষেত্র বলে লক্ষ্য করা গেছে। এমনকি এ পার্কের আসেপাশের রাস্তা ও পথ খাবারের খুপরি দোকানে মাদক বেচা কেনারও অভিযোগ রয়েছে।
এক সময়ে খেলাধুলা এবং প্রাত ভ্রমন ও সান্ধ্য ভ্রমনের জন্য এ নগরীতে বঙ্গবন্ধু উদ্যানের যে নির্ভরতা ছিল, তা ইতোমধ্যে নির্লজ্জ আড্ডাবাজ ও পথ খাবারের দোকানের ভিড়ে বিড়ম্বনাস্থলের রূপ নিয়েছে। উপরন্তু এ উদ্যানটিতে সরকারী নানা মেলা ও অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে মূল মাঠ সহ ওয়াকওয়ের অবস্থাও বিপন্ন। বিগত বর্ষা মৌসুমে বৃক্ষমেলা করতে মাঠটির উত্তর ও পশ্চিম-উত্তর অংশে বালু ভরাট করায় ওয়াকওয়ের চেয়ে মাঠের উচ্চতা বেড়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই মাঠের পানিতে ওয়াকওয়ে ডুবে যাচ্ছে।
এখন মাঠের বালুতে ওয়াকওয়ে ঢেকে থাকছে। ফলে সুস্থ থাকতে এখানে হাটতে আসা মানুষগুলো ধুলা বালুর কারণে স্বাস্থ্য ঝুকিতে পড়ছেন। এরসাথে আড্ডাবাজ এবং সংগঠিত ও অসংগঠিত কিশোর মাস্তান বাহিনীর স্বরব উপস্থিতি একটু শ্রান্তি খুজতে আসা নারী-পুরুষ ও শিশুদের স্বস্তি কেড়ে নিচ্ছে। এমনকি নিয়মিত বাতি না জ¦লায় সন্ধ্যার পরে অন্ধকারচ্ছন্ন পরিবেশে এ উদ্যানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। কাগজেপত্রে বঙ্গবন্ধু উদ্যান ধুমপান মূক্ত এলাকা হলেও এখন বিড়ি-সিগোরেটের সাথে গাঁজার গন্ধেও নারী ও শিশুদের প্রাণ ওষ্ঠাগত।
উপরন্তু এ উদ্যানে স্কুল-কলেজ ও বিশ^বিদ্যালয়ের ছাত্রÑছাত্রীদের অনেক রাত অবধি আড্ডাবাজি সহ অবাধ মেলামেশা সুস্থ সামাজিক পরিবেশকে বিপন্ন করছে। কিন্তু তা দেখার কেউ নেই। বছর তিনেক আগে একবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে এখান থেকে বিপুল সংখ্যক ছাত্রÑছাত্রীকে আটক করে মুচলেকবার বিনিময়ে ছেড়ে দিলেও সময়ের ব্যাবধানে পরিবেশের আরো অবনতি ঘটেছে। গনপূর্ত অধিদপ্তরের জমিতে গড়ে তোলা এ পার্কটি বিজলী বাতি ও পরিস্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব সিটি করপোরেশনের হলেও এর অঘোষিত নিয়ন্ত্রন জেলা প্রশাসনের হাতে। কিন্তু এ উদ্যানের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সরকারী কোন প্রতিষ্ঠানের দায় আছে বলে এখন আর কেউ মনে করেন না।
বৃটিস যুগে তৎকালীন জেলা ম্যাজিষ্ট্রেট মিঃ বেল এর নামে প্রতিষ্ঠিত ‘বেল পার্ক’টি ১৯৭৩ সালে ‘বঙ্গবন্ধু উদ্যান’ নামে নামকরন সহ ঐ বছরই মার্চে বরিশাল সফরকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আনুষ্ঠানিক স্মৃতি ফলক স্থাপন করেছিলেন।
নগরীর পাশে বহমান কির্তনখোলা নদীর পাড়ে বিআইডব্লিউটিএ’র অধুনালুপ্ত মেরিন ওয়ার্কসপের জমিতে ‘মুক্তিযোদ্ধা পার্ক’টি নগরবাসীর চিত্ত বিনোদনের অন্যতম একটি স্থান হিসেবে গড়ে তোলা হলেও কিশোর মাস্তান বাহিনীর উৎপাতে সেখানের সুস্থ পরিবেশও বিপন্ন। একই পরিস্থিতি সিএসডি গোডাউন সংলগ্ন কির্তনখোলা নদী তীরের বধ্যভ’মি সহ ‘শতায়ু অঙ্গন’ এলাকায়ও। নদীর পাড়ে কোলাহল মূক্ত একটু প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে এখানে নারী-পুরুষ ও শিশুরা ভির কলেও কোন স্বস্তি নেই। এখানেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিশোর ও উঠতি মাস্তানদের উৎপাতে সুস্থ সামাজিক পরিবেশ বিপন্ন। সাথে অবৈধ দোকানের ভিড়ে পা ফেলা দায়। এসব শ্রান্তি বিনোদনের স্থান গড়ে তুলতে সরকারী কোষাগার থেকে বিপুল অর্থ ব্যায় হলেও তার রক্ষণাবেক্ষনে নগরভবনের তেমন কোন সমন্বিত উদ্যোগ নেই।
নগরীর আমতলা মোড়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এর জমিতে গড়ে তোলা স্বাধিনতা পার্কটির অবস্থাও একই। এখানেও দিন রাত কিশোর ও উঠতি মাস্তানদের অবাধ কর্মকান্ডে বন্দী সুস্থ সামাজিক পরিবেশ। ফলে এ পার্কে সকাল-সন্ধা যারা হাটতে বা ঘুরতে আসেন, তাদেরকে প্রায়সই যথেষ্ঠ বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অথচ এ পার্কটি গড়ে তুলতেও সরকারী কোষাগার থেকে নগর ভবন কয়েক কোটি টাকা ব্যায় করেছে।
এ ব্যাপারে বরিশাল মহানগর পুলিশ কমিশনার সাইফুল ইসলামের সাথে আলাপ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানাকে বারবারই সতর্ক করা হচ্ছে। পুলিশী টহল চলছে বলে জানিয়ে এ ব্যপারে আরো মনযোগী হবার নির্দেশ প্রদানের কথাও জানান পুলিশ কমিশনার। ১৬-৩-২০২৩.
===========================================
ছবির ক্যাপাশন।। ইনকিলাব/ বরিশাল মহানগরীর সবগুলো শিশু পার্ক সহ শ্রান্তি বিনোদনের স্থানগুলোর পরিবেশ ইতোমধ্যে দখলবাজি আর কিশোর মাস্তানদের অনৈতিক কর্মকান্ডে বিপন্ন।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা কাজ করবে- অ্যাডিশনাল আইজি

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা কাজ করবে- অ্যাডিশনাল আইজি

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ, আবারও এগিয়ে মিলানোভিচ

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ, আবারও এগিয়ে মিলানোভিচ

ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার

ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার

পোপ ফ্রান্সিসকে বাইডেনের প্রেসিডেনশিয়াল মেডাল প্রদান

পোপ ফ্রান্সিসকে বাইডেনের প্রেসিডেনশিয়াল মেডাল প্রদান

লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ

ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!

ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!

৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত

সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত

কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম

জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম

বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে

মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে

নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা

হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা

সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির

সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির