বান্দরবানে নিহত সেনাসদস্য মাছুমের দাফন নোয়াখালীতে
১৮ মে ২০২৩, ০৩:০৩ পিএম | আপডেট: ১৮ মে ২০২৩, ০৩:০৩ পিএম
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল দলের ওপর কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আলতাফ হোসেন মাছুমের (২৪) দাফন তার গ্রামের বাড়ি নোয়াখালীতে সম্পন্ন হয়েছে। মাসুমের অকাল মৃত্যুতে গ্রামের বাড়িতে মা-বোন সহ আত্মীয়-স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
বৃহস্পতিবার দুপুর ২টায় নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামে বাড়ির কবরস্থানে তার দাপন সম্পন্ন হয়েছে। এরআগে দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সিএমএইচ থেকে গ্রামের বাড়িতে আসে নিহতের মৃতদেহ।
নিহত সেনা সদস্য আলতাফ হোসেন মাছুম ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে মাছুম বড় ছিলো। মা বোন আর মা মিলে তিনজনের সংসার ছিলো তার। এসএসসি পাসের পর ২৫জানুয়ারি ২০১৮সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন মাছুম।
জানা যায়, আলতাফ হোসেন মাছুমের বাবা আবুল কাশেম স্থানীয় রেইলগেইট এলাকায় ডেকোরেশনের ব্যবসা করতেন। ২০১৭ সালে অসুস্থ হয়ে মারা যান তিনি। পরের বছর ২০১৮সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন মাছুম। বাবা মারা যাওয়ার পর পরিবারের জীবিকা উপার্জনের একমাত্র অবলম্বন ছিলেন মাছুম। এক ভাই আর এক বোনের মধ্যে মাছুম বড়। তার ছোটবোন সানজিদা সুলতানা মিম গতবছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ভাই-বোন আর মা’কে নিয়ে ছিলো মাছুমের সংসার। সবশেষ গত রমজানের ঈদে ছুটিতে বাড়ি আসেন মাছুম। ছুটি চলাকালীন তার জেঠাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে ২৬ এপ্রিল বাড়ি থেকে নিজ কর্মস্থলে চলে যান তিনি। গত ৩ দিন আগে শেষ বার মোবাইলে কথা হয় তার মায়ের সাথে।
মাছুমের মামা জহির উদ্দিন শাহিন বলেন, সবসময় হোয়াটসঅ্যাপে ভয়েসের মাধ্যমে মাছুমের সাথে আমার কথা হতো। ভয়েস দেওয়ার পর সময়মতো রিফেলেও আসতো। কিন্তু গত মঙ্গলবার তাকে ভয়েস দেওয়ার পর থেকে আর কোন উত্তর পায়নি। পরে আমি আমার এক খালাতো ভাইয়ের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি আমি জানতে পারি। আমার ভগ্নিপতির মৃত্যুর পর আমার ভাগিনা সংসারের হাল ধরেছিলো। দেশের জন্য আজ সেও জীবন দিয়ে দিলে, এখন আমার বোন আর আমার ভাগ্নি একা হয়ে গেল।'
এলাকার লোকজন জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় চট্টগ্রাম সিএমএস থেকে তার মামা জসিম উদ্দিন ও স্বজন শিপন সহ সেনাসদস্যরা মাছুমের মৃতদেহ নোয়াখালীতে নিয়ে আসেন। দুপুর ২টায় জানাজা শেষে বাড়ির কবরস্থানে মৃতদেহ দাফন করা হয়।
উল্লেখ্য, আইএসপিআর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা উপজেলার সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়ি পাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা গাঁড়ার খবর আসে। এই সংবাদ পেয়ে সুংসুংপাড়া আর্মি ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল মঙ্গলবার (১৬ মে) সেখানে যায়। টহল দলটি জারুলছড়ি পাড়ার নিকটস্থ পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও অতর্কিত গুলির মুখে পড়ে। এতে দুই অফিসার ও দুই সৈনিক আহত হন। আহতদের দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম সিএমএইচ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আহত দুই সৈনিক মারা যায়। আহত কর্মকর্তারা বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক