ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

বান্দরবানে কেএনএফের এক শীর্ষ নেতা কে আটক করেছে সেনাবাহিনী

Daily Inqilab বান্দরবন থেকে স্টাফ রিপোর্টার

১৯ মে ২০২৩, ০৯:৪৮ পিএম | আপডেট: ২০ মে ২০২৩, ১২:০৫ এএম

বান্দরবানে লোঙ্গা খুমী (৪০) নামে কেএনএফের এক শীর্ষ নেতা কে আটক করেছে সেনাবাহিনী। আজ ১৯ মে ২০২৩ বিকেলে সেনাবাহিনীর একটি চৌকস টহল দল গোপন অভিযান পরিচালনা করে জেলার রুমা বাজার থেকে তাকে আটক করে। লোঙ্গা খুমীর পিতা- ঙাচা খুমী, মাতা- আংলোচে খুমী, সা- খোলাইনপাড়া, রুমা, বান্দরবান।, বর্তমান সাং, রুমা গির্জা পাড়া, রুমা, বান্দরবান। পরে কেএনএফ এর এই শীর্ষ নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে ।

আটককৃত ব্যক্তি সাংবাদিকতার আড়ালে
মুখোশধারী একজন কেএনএফ শীর্ষ নেতা বলে জানা যায়। তিনি দীর্ঘদিন যাবত সেনাবাহিনীর নজরদারিতে ছিলেন। তার সরাসরি সম্পৃক্ততা বিষয়ক কেএনএফ এর একটি গোপন অফিসিয়াল নথি সম্প্রতি সেনাবাহিনীর হাতে আসলে সেই সুত্র ধরে তাকে আটক করা হয় বলে জানা যায়। উক্ত গোপন নথিতে কেএনএফ এর শীর্ষ নেতৃত্বের একটি অফিসিয়াল তালিকা রয়েছে যার সর্বপ্রথমে প্রেসিডেন্ট হিসেবে নাথান বম এর নাম এবং পরবর্তীতে অন্যান্য নেতাদের মধ্যে কেএনএফ এর এ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি হিসেবে লোঙ্গা খুমী এর নাম উল্লেখ রয়েছে।

লোঙ্গা খুমী বাংলাদেশের একটি স্বনামধন্য জাতীয় দৈনিক পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি উক্ত পত্রিকার উর্দ্ধতন কর্তৃপক্ষের অগোচরে পত্রিকাটিকে কেএনএফ এর হীন স্বার্থে ব্যবহার করতে শুরু করেছিলেন বলে বিভিন্ন গোয়েন্দা মাধ্যম নিশ্চিত করেছে। গোয়েন্দা সূত্র আরও নিশ্চিত করে যে, মিডিয়া জগতে কেএনএফ এর হীন পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যেই তিনি গত প্রায় দুই বছর পূর্বে উক্ত পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগ দেন। উক্ত পত্রিকার উর্দ্ধতন কর্তৃপক্ষ লোঙ্গা খুমী এর এই হীন পরিকল্পনা জানতে পেরে বিস্মিত হন ও দুঃখ প্রকাশ করেন।
লোঙ্গা খুমীর বিরুদ্ধে সাংবাদিকতার আড়ালে অবৈধ বালু ও পাথর উত্তোলন, চাঁদাবাজি সহ ও বিভিন্ন নিরীহ নাগরিকদের হয়রানি করার অভিযোগও রয়েছে। তিনি রুমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে নিয়োজিত ছিলেন। বিএনপির ব্যানারে তিনি গত ২০১৬ সালে রুমা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করেন কিন্তু তার অপকর্মের কারনে জনগন তাকে প্রত্যাখ্যান করে। তার বিভিন্ন অপকর্মের কারণে বর্তমানে তাকে বিএনপির কোন পদেও রাখা হয়নি বলে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক শীর্ষ নেতা জানান।

লোঙ্গা খুমী গত ২০০৮ সালে কুকি-চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেএনডিও) এর সহ-সভাপতি হিসেবে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তিনি কেএনএফ এর এ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়ে অদ্যাবধি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি নাথানের প্রতিবেশী ও ঘনিষ্টজন হিসেবে এলাকায় পরিচিত। লোঙ্গা খুমী বম সম্প্রদায়ের মেয়েকে বিবাহ করে নাথান বমের আরও আস্থাভাজন হয়ে উঠেছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর তথাকথিত দাবী আদায়ের আন্দোলনের নামে অত্রাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাগ্যের পরিবর্তন না হলেও নাথান বম ও লোঙ্গা খুমীর নিজেদের ভাগ্যের যথেষ্ট পরিবর্তন হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। নেতৃত্বকে পুঁজি করে উভয়েই তাদের স্ত্রীর জন্য রুমা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরীর ব্যবস্থা করে নিয়েছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন। রাষ্ট্রের এত সুবিধা ভোগ করা সত্ত্বেও সর্বদা রাষ্ট্রের বিরুদ্ধে তার অবস্থান রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে মনে করে এলাকাবাসী তার উচিৎ বিচার দাবী করছে।
বান্দরবানে সম্প্রতি কেএনএফ ও জঙ্গিদের বিরুদ্ধে রাষ্ট্রের পরিচালিত যৌথ অভিযানের শুরু থেকেই লোঙ্গা খুমী অভিযানের বিরোধিতা করে আসছিলেন। এ বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ‍্যমে কেএনএফ এর পক্ষে ও রাষ্ট্রের বিপক্ষে তাকে সোচ্চার থাকতে দেখা যায়। এর মাধ্যমে তিনি প্রত্যক্ষভাবে অন্যান্যদের কেএনএফ এ সক্রিয়ভাবে অংশগ্রহনে উদ্বুদ্ধ করছিলেন বলে সংশ্লিষ্টরা মনে করেন।
রুমাতে অবস্থান করে যৌথ বাহিনীর আভিযানিক গতিবিধির উপর নজরদারি করা ও সে সকল তথ্য কেএনএফ এর সশস্ত্র কমান্ডারদের নিকট প্রেরন করার অভিযোগ রয়েছে লোঙ্গা খুমীর বিরুদ্ধে। এমনকি, সেনাবাহিনীকে সহয়তাকারী অত্রাঞ্চলের দেশপ্রেমিক নাগরিকদের তথ্যও তিনি কেএনএফ এর সশস্ত্র কমান্ডারদের নিকট প্রেরন করতেন বলে জানা যায়। এছাড়া সেনাবাহিনীর কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করতে তিনি বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য কেএনএফ এর অফিসিয়াল ফেসবুক আইডি Vate Kuki তে প্রকাশের জন্য প্রেরন করতেন। একাধিক গোয়েন্দা সংস্থা তার এসকল অপকর্মের তথ্য নিশ্চিত করেছেন। রুমার মুয়ালপী পাড়ায় ও রোয়াংছড়ির কাটা পাহাড় এলাকায় সম্প্রতি সেনাবাহিনীর টহল দলের উপর কেএনএফ সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষনে তার প্রত্যক্ষ সহযোগিতা ছিল বলে জানা যায়। তিনি উক্ত টহল দূটির গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা কেএনএফ সন্ত্রাসীদেরকে প্রেরন করেছিলেন বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য, তার তথ্যের ভিত্তিতেই উক্ত এলাকা দূ’টিতে সেনাবাহিনীর টহল দলের উপর কেএনএফ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে সেনাবাহিনীর কয়েকজন দেশপ্রেমিক সদস্য হতাহত হন।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল