ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

সালথায় অভিনব কায়দায় পরিবারের সবাই অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুট আটক-২

Daily Inqilab ফরিদপুর জেলা সংবাদদাতা

২০ মে ২০২৩, ০৮:৩৬ পিএম | আপডেট: ২১ মে ২০২৩, ১২:০২ এএম

ফরিদপুরের সালথায় জ্বীন ছাড়ানোর কথা বলে চেতনাশক ওষুধ খাইয়ে একটি পরিবারের সকলকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালকার লুটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শনিবার (২০মে) রাতে সালথা থানার অফিসার ইনচার্জ গনমাধ্যমকে নিশিচ করছেন।

ঘটনার সময় স্থানীয়রা অভিযুক্ত দুই প্রতারককে আটক করে গ্রামবাসী পুলিশে দেয়। পুলিশ ওই দুই প্রতারকে কোর্টে চালান করলে তারা এখন কারাগারে। তবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এখনো অসুস্থ হয়ে বাড়িতে কাতরাচ্ছে। উপজেলার রামকান্তপুর ইউনিয়নের তেলি সালথা গ্রামের প্যারালাইসিস রোগে আক্রান্ত আব্দুল কুদ্দুস মাতুব্বরের (৭৫) বাড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার সুস্থ হয়ে ভুক্তভোগী আলমগীর মাতুব্বর প্রতারকদের অভিনব কায়দায় তার নগদ টাকা ও স্বর্ণালকার লুটের ঘটনার ভয়াবহ বর্ণনা দেন। তিনি বলেন, কয়েক বছর ধরে আমার বাবা আব্দুল কুদ্দুস মাতুব্বর প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে ভুগছেন। তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েও ভাল করতে পারিনি। একপর্যায় পরিবার পক্ষ থেকে তাকে কবিরাজী চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে পার্শ্ববর্তী মোড়হাট গ্রামের আফসার শেখ নামে এক ব্যক্তি আমাদের বাড়িতে এসে বলে, আমার পরিচিত ২ জন কবিরাজ (ফকির) আছে, তারা প্যারালাইসিস ভাল করতে পারে। তারা বর্তমানে তেলি সালথা গ্রামের প্যারালাইসিস রোগী সিদ্দিক মোল্যার চিকিৎসা করছে।

ওই দুই কবিরাজ হলেন, মাগুরা জেলার শ্রীপুর থানার বড়তলা গ্রামের মৃত নুরুল শেখের ছেলে মো. রবিউল ওরফে রবি শেখ (৪৭) ও ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার গহেশপুর গ্রামের মৃত ছবেদ জোয়াদ্দরের ছেলে আমিনুল জোয়াদ্দার (২৪)। পরে আফসারের কথামতো গত মঙ্গলবার (১৬ মে) কবিরাজ রবি আমিনুলকে খবর দিয়ে আমাদের বাড়িতে আনি। তারা (কবিরাজরা) এসে আমাদের বলেন, আপনাদের বাড়ির সকলকে জ্বীনের আসর করেছে। তাই আপনার বাবার রোগ ভাল হচ্ছে না। আগে সকলের জ্বীন ছাড়াতে হবে।

জ্বীন ছাড়ানোর পর আপনার বাবা ভাল হয়ে যাবে। জ্বীন আমরাই ছাড়াতে পারি। এই জন্য বাড়িতে আসর বসিয়ে সকলকে তবারক খাওয়াতে হবে। গভীর রাতে আসর বসানোর জন্য আমাদের পরামর্শ দেন কবিরাজরা। আর তবারক তৈরির জন্য চিনি, দুধ, কলা ও আলা চাল এনে রাখতে বলেন। তবে আমার বাবাকে ভাল না করা পর্যন্ত তারা কোনো টাকা-পয়সা নিবেন না বলে জানান। তাদের কথামতো রাতে আমাদের বাড়িতে আসর বসানোর ব্যবস্থা করি। ঘটনার রাতে আফসারসহ ওই দুই কবিরাজ এসে প্রথমে আমাদের তিনটি বসতঘরের মাঝে ৯টি মোমবাতি জ্বালিয়ে রাখে এবং দুধ, কলা, চিনি ও চাল দিয়ে তারা নিজেরাই তবারক তৈরি করেন।

পরে রাত ৩টার দিকে ঘরের ভেতরে পরিবারের সকলকে নিয়ে কবিরাজরা জ্বীন ছাড়ানোর আসর বসায়। এ সময় তাদের তৈরি তবারক পরিবারের সকলকে খাওয়ানো হয়। তবরাক খাওয়ার পরপরই সবারই ঘুম ঘুম ভাব আসে। একপর্যায় সবাই যার যার মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। তবে আমার ভাবি শারমিন বেগম তবারক খেয়ে কমি করায় সে বেশি অসুস্থ না হলেও তিনিও ঘুমিয়ে পড়েন।

আলমগীর আরো বলেন, এই সুযোগে কবিরাজরা আমার ঘরের আলমারী ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণের গহনা ও দুটি মোবাইল ফোন লুটে নিয়ে যায়। পরে বড় ভাইয়ের ঘরে ঢুকে ভাবির গলার চেন ধরে টানাটানি করলে তিনি ঘুম থেকে ওঠে পড়েন। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয় এগিয়ে এলেও আমরা সবাই অচেতন অবস্থায় ঘুমিয়ে ছিলাম। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে সালথা বাজার থেকে আফসার ও কবিরাজ রবিউল শেখকে আটক করে মারধর দিয়ে পুলিশে দেয়। তবে আরেক কবিরাজ আমিনুল পালিয়ে যায়।

তিনি বলেন, এ ঘটনায় আমি, আমার স্ত্রী সালেহা বেগম, মা নবিরুন বেগম, ভাই কবির মাতুব্বর, ভাবি শারমিনসহ আমাদের ছেলে-মেয়েরা সবাই এখনো পুরোপুরি অসুস্থ হয়নি। সবাই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছি। এদিকে আমরা অসুস্থ ও অচেতন থাকা অবস্থায় আমার চাচা মান্নান মাতুব্বর বাদী হয়ে প্রতারকদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় লুট হওয়া টাকা ও স্বর্ণালকার কম উল্লেখ্য করা হয়েছে। মামলায় নগদ ৫৩ হাজার টাকা, ১ ভরি ৩ আনা ওজনের সোনার গহনা উল্লেখ্য করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, তারা মূলত চোর। তেলি সালথা গ্রামের দুই জনকে প্যারালাইসিস রোগি আছে। তাদেরকে স্থানীয় একজনের মাপধ্যমে বলেছে ১৫ দিন ঝাড়-ফুক দিলে আগের মত চলাফেরা করতে পারবে। ২ দিন ঝাড়-ফুক দিয়ে ভুক্তভোগী পরিবারকে বলেছে জ্বীনের আসর আছে সবাইকে দুধ দিয়ে তৈরি তবারক খাওয়াতে হবে। একপর্যায় তবারকের সাথে চেতনাশক মিশিয়ে সকলকে খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালকার নেওয়ার সময় স্থানীয়দের কাছে ধরা পরলে পুলিশ চুরি হওয়া সবকিছু জব্দ করে। পরে অভিযুক্ত প্রতারকদের বিরুদ্ধে মামলা হয়। শুক্রবার ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালত পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ড. ইউনূস-জো বাইডেন বৈঠক হবে নিউইয়র্কে

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর ৩০ টুকরা লাশ

খলিস্তানপন্থীদের সঙ্গে বৈঠকে মার্কিন কর্তারা, সফরের আগেই অস্বস্তিতে মোদি

খলিস্তানপন্থীদের সঙ্গে বৈঠকে মার্কিন কর্তারা, সফরের আগেই অস্বস্তিতে মোদি

আওয়ামী দুর্বৃত্তায়ন ও দুর্নীতি র আতুঁড়ঘর ‘পল্লী সঞ্চয় ব্যাংক’

আওয়ামী দুর্বৃত্তায়ন ও দুর্নীতি র আতুঁড়ঘর ‘পল্লী সঞ্চয় ব্যাংক’

বড় ব্যবধানে হেরে এএফসি বাছাই শুরু যুবাদের

বড় ব্যবধানে হেরে এএফসি বাছাই শুরু যুবাদের

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

বজ্রপাতে এক দিনে ৯ জনের মৃত্যু

বজ্রপাতে এক দিনে ৯ জনের মৃত্যু

রফিকের রেকর্ড ভাঙলেন সাকিব

রফিকের রেকর্ড ভাঙলেন সাকিব

লেবাননে ভয়ঙ্কর পেজার বিস্ফোরণ, নেপথ্যে হাত ভারতীয় বংশোদ্ভূতের!

লেবাননে ভয়ঙ্কর পেজার বিস্ফোরণ, নেপথ্যে হাত ভারতীয় বংশোদ্ভূতের!

ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত,আহত   ১

ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত,আহত ১

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

শেষ মিনিটের গোলে পয়েন্ট হারাল মায়ামি

শেষ মিনিটের গোলে পয়েন্ট হারাল মায়ামি

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান