শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন

স্বতন্ত্র প্রার্থী জায়েদা এগিয়ে

Daily Inqilab মো. হেদায়েত উল্লাহ, টঙ্গী থেকে

২৫ মে ২০২৩, ০৯:২৩ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩, ১২:১৬ এএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বেলা চারটায়। বিকাল ৫টায় ভোট গণনা শুরু হয়েছে। সকল কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় খুব দ্রæত কেন্দ্রভিত্তিক ভোট গণনা শেষ হয়ে যায়। কিন্তু গাজীপুর বঙ্গতাজ অডিটরিয়ামের রিটার্ণিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে ফলাফল প্রকাশ গভীর রাত পর্যন্ত বিলম্বিত হয়। রাত ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সর্বমোট ৪৮০ কেন্দ্রের মধ্যে রিটার্ণিং অফিস থেকে ১৩৩ কেন্দ্রের আনুষ্ঠানিক বেসরকারি ফলাফল জানা গেছে। তার মধ্যে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র অ্যাড. জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) প্রতীকে ৬৮,৮০০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। প্রতিদ্বন্দী প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অ্যাড. আজমত উল্লা খান উক্ত কেন্দ্রগুলির ফলাফলে (নৌকা) প্রতীকে ৫৮,০২৫ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তবে রিটার্ণিং অফিসে জমা পড়েছে এমন ৪২৬ কেন্দ্রের ফলাফলে মেয়র পদে জায়েদা খাতুন ’টেবিল ঘড়ি’ প্রতীকে ১,৮৭,৭০০ ভোট এবং অ্যাড. আজমত উল্লা খান নৌকা প্রতীকে ১,৭৪,৫০০ ভোট পেয়েছেন বলে জানা গেছে। সম্পূর্ণ ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে রাত আনুমানিক ৩টা বাজতে পারে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দীতাকারী অন্য প্রার্থীরা হলেন, হাতি প্রতীকে স্বতন্ত্র সরকার শাহনূর ইসলাম রনি, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ, মাছ প্রতীকে গণফ্রন্টের আতিকুল ইসলাম ও ঘোড়া প্রতীকে স্বতন্ত্র মো. হারুন-অর-রশীদ।
গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাঁদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ও ১৮ জন হিজড়া। রয়েছে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড। এর মধ্যে সর্বমোট ৫০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
মোট ভোটকেন্দ্র ছিলো ৪৮০টি এবং মোট ভোটকক্ষ ছিলো ৩ হাজার ৪৯৭টি। ভোট শুরু হওয়ার পর সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, দুপুর ২টা পর্যন্ত ভোটারদের উপস্থিতি ভালো ছিলো। প্রথমবারের মতো ইভিএম-এ ভোট দেয়ার জন্য তাঁদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও ছিল বেশ। প্রার্থীরাও ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিতে পারছে বলে সন্তোষ প্রকাশ করেছেন। তবে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের পক্ষে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও সরকার শাহনুর ইসলাম অভিযোগ করে জানান, তাদের এজেন্টদের সাদা পোশাকে পুলিশ প্রশাসন ও সরকারি দলের লোকজন ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে আসতে দেয়নি। কেন্দ্রগুলো ঘুরেও তাদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রতিটি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্ট দেখা গেলেও অনেক স্থানে অন্য প্রার্থীদের এজেন্টদের পাওয়া যায়নি।
কেন্দ্রের ভেতর বাইরে ভোটের পরিবেশ সুষ্ঠু হলেও বয়স্ক ভোটারদের ইভিএম-এ ভোট দিতে দেরি হওয়ায় ভোট গ্রহণ ধীরগতিতে এগোয়। এর ফলে অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা দেয়। ভোট গ্রহণও দেরি হয়। ভোট শুরুর চার ঘণ্টা পর গাজীপুরের ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাড়ে ১২ শতাংশ ভোট গ্রহণ হয় বলে জানান ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা। তবে অনেকে দ্রæত ভোট দিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। ৫৪ নং ওয়ার্ডের সফিউদ্দি স্কুল কেন্দ্রে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানান ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা।
২ জন আটক :
গাজীপুরের বাসনের ১০১ নম্বর সোনারবান মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্র থেকে রিয়াদুল ইসলাম রিয়াজ এবং গাজীপুর সিটির বি বøকের ১০৩ নম্বর উম্মুল কুরা হিফজ মাদরাসা কেন্দ্র থেকে মো. আবু তাহেরকে ভোট গ্রহণের সময় অবৈধভাবে গোপন বুথে প্রবেশের দায়ে আটকের নির্দেশ দেওয়া হয়।
সিসিটিভি ক্যামেরায় এই অনিয়ম চোখে পড়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের। তাঁরা বিষয়টি দেখার পর দুজনের বিরুদ্ধে ব্যবস্থা দেওয়ার নির্দেশ দেন। এরপর একজনকে আটক এবং অন্যজনকে তিন দিনের জেল দেওয়া হয়েছে।
ধাওয়া পাল্টা ধাওয়, আহত ১:
দুপুর সাড়ে ১২টায় গাজীপুরের সালনায় নাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সির প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাত পরিচয়ের একজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম এবং করাত প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. শাহীন আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই কাউন্সিলরই আওয়ামী লীগপন্থী। ইভিএমের বোতাম চাপ দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জনা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে বেলা ১টার দিকে কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রার্থীদের ভোট প্রদান ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ:
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান সকাল ৯টার দিকে নিজ ওয়ার্ড ৫৭ নম্বরের টঙ্গী দারুস সালাম মাদরাসা ভোটকেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আজকের জয় নৌকারই হবে। গাজীপুরকে একটি দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গঠনে মানুষের যে প্রত্যয়, তা নৌকার জয়ের মাধ্যমে নিশ্চিত হবে।’ তিনি আরো বলেন, নির্বাচনে যে ফলাফলই আসুক না কেন, তিনি সেটা মেনে নেবেন। জনগণের রায়ই তাঁর কাছে মূল বিষয়।
সকাল ১০টায় স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ও জাহাঙ্গীর আলম সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন এবং তাঁর ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন। তবে অনেক কেন্দ্রে টেবিল ঘড়ির কোন এজেন্ট না থাকার বিয়য়ে জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আগে থেকেই পুলিশ ও আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা টেবিল ঘড়ির এজেন্টদের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখান। অনেককে পুলিশ পরিচয়ে ধরে নিয়ে গেছে।
জায়েদা খাতুনের নির্বাচন কার্যক্রমের প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বলেন, বিকেল চারটা পর্যন্তই যেন ভোট গ্রহণ সুষ্ঠু হয়। কোনোভাবেই যেন সিসিটিভি ক্যামেরা ও ইভিএম মেশিন টেম্পারিং করা না হয়।
কেন্দ্র থেকে হাতি প্রতীকের এজেন্টদের তাড়িয়ে দেয়ার অভিযোগ:
স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনির প্রধান নির্বাচন সমন্বয়কারী মো. মাহবুবুর রহমান শাহীন রিটার্ণিং কর্মকর্তা বরাবর লিখিত এক অভিযোগে জানান, হাতি প্রতীকের পক্ষের পোলিং এজেন্টগণ স্ব স্ব কেন্দ্রে দায়িত্ব পালন করতে গেলে কেন্দ্রের বাহিরে নৌকা প্রতীকের ভ্যাজ ধারণ করে অবস্থানরত সরকার দলীয় লোকজন ভয়ভীতি ও হুমকি দিয়ে হাতি প্রতীকের এজেন্টদেরকে কেন্দ্র এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। এমনকি বিভিন্ন কেন্দ্রের ভেতর দায়িত্বরত অবস্থায়ও হাতি প্রতীকের পোলিং এজেন্টদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র নং ১৬৪, ওয়ার্ড নং-২৩) থেকে হাতি প্রতীকের নারী পুলিং এজেন্ট শ্রাবনীকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন এবং চরম লাঞ্চিত (জুতা পেটা) করে কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেয় আওয়ামী লীগ দলীয় লোকজন। ২১ নম্বর ওয়ার্ডের ১৪৬ নম্বর কেন্দ্র বিপ্রবর্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে হাতি প্রতীকের পোলিং এজেন্ট হানিফকে, ১৫১ নম্বর কেন্দ্র জোলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে হাতি প্রতীকের পোলিং এজেন্ট সাকিবকে এবং ১৫২ নম্বর কেন্দ্র মিরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে হাতি প্রতীকের পোলিং এজেন্ট আলী হোসেনকে মারধর, ভয় ভীতি ও হত্যার হুমকি দিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।
বুথে প্রবেশ করে ভোটারের পরিবর্তে অন্য লোক মেয়রের ভোট দিয়ে দেয়ার অভিযোগ:
গাজীপুর ২৩ নম্বর ওয়ার্ডের ভাওরাইদ হাজী রোকন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোপন বুথে ঢুকে ভোটারের বদলে অন্য ব্যক্তিরা ইভিএমে বোতাম চেপে মেয়রের ভোট দিয়ে দিয়ে দেয়ার অভিযোগ করেছে সেখানকার তিনজন মহিলা ভোটার। অভিযোগকারি ভোটাররা হলেন, তসলিমা আক্তার, মোছা. বিলকিস ও শেফালী বেগম।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রুদ্ধশ্বাস ফাইনাল শেষ বলে জিতে ধোনিকে রাজকীয় বিদায় দিল চেন্নাই

রুদ্ধশ্বাস ফাইনাল শেষ বলে জিতে ধোনিকে রাজকীয় বিদায় দিল চেন্নাই

১৫ বছর পর বন্ধ হলো বেইজিং এলজিবিটি সেন্টার

১৫ বছর পর বন্ধ হলো বেইজিং এলজিবিটি সেন্টার

সাগরে চীনকে প্রতিরোধে ফিলিপিন্স কৌশলের মূল খেলোয়াড় ভিয়েতনাম

সাগরে চীনকে প্রতিরোধে ফিলিপিন্স কৌশলের মূল খেলোয়াড় ভিয়েতনাম

পঙ্গপালের আক্রমণে বিশাল ক্ষতিতে আফগান কৃষকরা

পঙ্গপালের আক্রমণে বিশাল ক্ষতিতে আফগান কৃষকরা

‘পাকিস্তানে আজ নৈরাজ্য, বেকারত্ব সাধারণ ব্যাপার’

‘পাকিস্তানে আজ নৈরাজ্য, বেকারত্ব সাধারণ ব্যাপার’

চলতি অর্থবছরে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি ০.২৯ শতাংশ

চলতি অর্থবছরে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি ০.২৯ শতাংশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ

কানাডায় ছুরিকাঘাতে শিখ নারী খুন

কানাডায় ছুরিকাঘাতে শিখ নারী খুন

মশা নিয়ন্ত্রণে ব্যর্থ

মশা নিয়ন্ত্রণে ব্যর্থ

সংঘাত নয় শান্তিপূর্ণ সমাধান চাই : প্রধানমন্ত্রী

সংঘাত নয় শান্তিপূর্ণ সমাধান চাই : প্রধানমন্ত্রী

মার্কিন ভিসা নীতিতে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে

মার্কিন ভিসা নীতিতে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে

কিসের জাদুতে আমেরিকা থেকে রেমিট্যান্স বাড়ছে

কিসের জাদুতে আমেরিকা থেকে রেমিট্যান্স বাড়ছে

মার্কিন ভিসা নীতি বিএনপির ওপরই বড় চাপ সৃষ্টি করেছে

মার্কিন ভিসা নীতি বিএনপির ওপরই বড় চাপ সৃষ্টি করেছে

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘ বিশেষ প্রতিবেদক শ্যুটারের উদ্বেগ

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘ বিশেষ প্রতিবেদক শ্যুটারের উদ্বেগ

বাজেটের পর জ্বালানির দাম সমন্বয়

বাজেটের পর জ্বালানির দাম সমন্বয়

টিভিতে দেখুন

টিভিতে দেখুন

মেয়র তাপসকে গ্রেফতার দাবি

মেয়র তাপসকে গ্রেফতার দাবি

বাফুফেকে পদত্যাগপত্র পাঠালেন ছোটন

বাফুফেকে পদত্যাগপত্র পাঠালেন ছোটন

নেইমারহীন ব্রাজিলে নতুনের ছড়াছড়ি

নেইমারহীন ব্রাজিলে নতুনের ছড়াছড়ি

লেস্টারের অবনমন টিকে রইল এভারটন

লেস্টারের অবনমন টিকে রইল এভারটন