সরকারের অবস্থা খুবই খারাপ : শাহজাহান
২৬ মে ২০২৩, ০৬:২৮ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩, ০৬:২৮ পিএম
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে সুনামগঞ্জে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২৬ মে) সকালে এই কর্মসূচি পালন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, অনেকেই বলে ঈদের পরে আন্দোলন, আরও কতদিন পরে আন্দোলন। কিন্তু না, আন্দোলন চলছে। অপেক্ষা শুধু শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা দেওয়ার। নির্দলীয় সরকার গঠন করার। মোহাম্মদ শাহজাহান বলেন, সরকারের অবস্থা খুবই খারাপ। তার একটি উদাহরণ হলো, আমাদের রাজশাহীর এক নেতা রুপক অর্থে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কথা বলেছেন। এটা নিয়ে সারাদেশে সন্ত্রাসের মহড়া করল আওয়ামী লীগ। ওরা (আওয়ামী লীগ) ভয় দেখিয়ে নিস্তব্ধ করতে চায়। আমাদের মিছিল বন্ধ করতে চায়। আমি এখানে এসে যা দেখলাম, আমাদের কর্মীরা ভয় পান না।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্যের বাজারে আগুন ধরেছে। আগুনের তাপে পুড়ছে জনগণ। এ আগুন হলো সরকার পতনের আগুন। এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। তবে ব্যাংকের টাকা লুট করে ব্যাংক খালি করায় সফল।
এর আগে সমাবেশ উপলক্ষে সকাল থেকেই মিছিলের শহরে পরিণত হয় সুনামগঞ্জ শহর। নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ হয় পুরাতন বাস স্টেশনের সমাবেশস্থল। সকাল থেকেই শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। ১১টার পরে শুরু হয় বিক্ষোভ মিছিল। তার আগে পুরো জেলা থেকে বিভিন্ন ইউনিটের মিছিল এসে যোগ দেয় সমাবেশে। পরে বিশাল মিছিলটি নিয়ে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বক পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় কর্মসূচি।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও সহসভাপতি অ্যাডভোকেট শেরেনুর আলীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন প্রমুখ।
অন্যদিকে বেলা ১১টার দিকে রমিজ বিপণির দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা ও সাধারণ সম্পাদক পলিন বখতের নেতৃত্বে শান্তি সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল