পাংশায় চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র হাসিবুল হত্যা মামলার আসামী গ্রেপ্তার
০৮ জুন ২০২৩, ০৩:১১ পিএম | আপডেট: ০৮ জুন ২০২৩, ০৩:১১ পিএম
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র হাসিবুল বিশ্বাস হত্যার ২৪ ঘন্টার মধ্যেই হত্যাকারীকে গ্রেপ্তার ও ছিনতাইকৃত অটোভ্যান উদ্ধার করেছে। হাসিবুল বিশ্বাস (১৩) পাংশা থানাধীন যশাই ইউনিয়নের সমসপুর দাখিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। মাঝে মধ্যে সে তার পিতার ব্যাটারি চালিত অটো ভ্যান নিয়ে ভাড়া মারতো।
গত ৬ জুন দুপুর ৩ টার দিকে হাসিবুল বিশ্বাস তার পিতার ব্যাটারি চালিত অটো ভ্যান নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। অন্যান্য দিন সন্ধ্যার পরপরই ভ্যানসহ বাসায় ফিরলেও ওইদিন সন্ধ্যা পার হয়ে গেলেও ভ্যানসহ বাড়ী না ফেরায় তার পিতা-মাতাসহ পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ে। ওইদিন রাতে হাসিবুল বিশ্বাস (১৩) বাড়ীতে ফিরে না আসলে তার পিতা-মাতাসহ আত্মীয়-স্বজনদের বাড়ীসহ স্থানীয় এলাকায় অনেক খোঁজাঁখুজি করে। ভ্যানসহ তার কোন খোঁজ-খবর পাওয়া যায় না। পরদিন পাংশা থানার বাবুপাড়া ইউনিয়নের তামিলী দূর্গাপুর গ্রামের ঘাসের ক্ষেতে একজন অজ্ঞাতনামা কিশোরের মৃত দেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে তারা লাশ সনাক্ত করেন।
তখন তার পরিবারের সদস্যগণ পাংশা থানার বাবুপাড়া ইউনিয়নের তামিলী দূর্গাপুর গ্রামের জহিরুল ইসলামের নেপিয়ার ঘাসের ক্ষেতের মধ্যে গত ৭ জুন সময় সকাল সাড়ে ৬ টায় উপস্থিত হয়ে দেখতে পান গলায় লাল রংয়ের গামছা পেঁচানো ও মুখের ভিতরে গামছা গোঁজা অবস্থায় একটি ছেলের লাশ পড়ে রয়েছে। তার পিতা মৃতদেহটি হাসিবুল বিশ্বাস (১৩) বলে সনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের পিতা হামিদুল রহমান বাদী হয়ে পাংশা মডেল থানায় এজাহার দায়ের করলে পাংশা মডেল থানার মামলা নং-০৪, তারিখ-০৭/০৬/২০২৩, ধারা-৩০২/২০১/৩৯৪/৩৪ পেনাল কোড দায়ের হয়।
পরবর্তীতে রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামানের সার্বিক তত্ত¡াবধানে এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই তারিকুল ইসলাম, এসআই দিপঙ্কর কুন্ডু, এসআই আল-মামুন সঙ্গীয় ফোর্সসহ রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার আসামী পাংশা উপজেলার জয়গ্রামের মোঃ আঃ খালেক প্রামানিকের ছেলে মোঃ তারেক (২০) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ কালে সে হাসিবুল বিশ্বাসের অটোভ্যানটি ছিনিয়ে নেওয়ার জন্য গত ৬ জুন বিকালে ঘটনাস্থলে শ্বাসরোধ করে হত্যা করে এবং অটোভ্যানটি নিয়ে চলে যায়।
আসামীকে জিজ্ঞাসাবাদকালে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত রাতে অভিযান পরিচালনা করে হাসিবুল বিশ্বাসের নিকট থেকে ছিনিয়ে নেওয়া অটোভ্যানটি কুমারখালী থানার হল বাজার নামক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পাংশা মডেল থানা পুলিশ এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ
মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন নিভেছে
মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন : মাহফুজ আলম
জয়া ও তার কুকুর একই অসুখে ভুগছে
বিদ্যুতের বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় দিলো আদানি
যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপে গাজাবাসীর মলিন প্রত্যাবর্তন
ভাঙ্গা - পুখুরিয়া মধুমতি এক্সপ্রেস ট্রেন আটঁকিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ পুরো রেললাইন মিছিলের নগরী