মাছ চুরির ঘটনা প্রকাশ করায় দুলাল চন্দ্র দাসকে গলাকেটে হত্যা
১১ জুন ২০২৩, ০৬:২৪ পিএম | আপডেট: ১১ জুন ২০২৩, ০৬:২৪ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জে মাছ ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসকে (৫০) গলাকেটে হত্যার ১২ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ। গ্রেফতার আবদুর রব আবুল (৪০) ও পলাতক বাদশার মাছ চুরির ঘটনা প্রকাশ করে দেওয়ায় তারা তাকে নৃশংসভাবে হত্যা করেছে বলে দাবি পুলিশের।
রোববার (১১জুন) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় আটকের পর আসামি আবদুর রব আবুল পুলিশকে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। তার দেখানো মতে অপর আসামি বাদশার বাড়ির পাশের খাল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো ক্ষুর ও চাপাতিসহ আবুলের রক্ষমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার আবদুর রব আবুল বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলমপুর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। অপর পলাতক আসামি বাদশাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে শনিবার (১০ জুন) সকালে টঙ্গীরপাড়া গ্রাম থেকে চেয়ারে বসা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার দুলাল চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার প্রকাশ্য কোনো শত্রু ছিল না। ঘটনার এক ঘন্টার মধ্যে সন্দেহবশত আবুলকে আটক করা হয়। পরে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
আসামি আবুলের বরাত দিয়ে পুলিশ সুপার আরও বলেন, ৪-৫ দিন আগে জনৈক রব মিয়ার পুকুরে আবুলও বাদশা মাছ চুরি করে। যা দেখেছিল দুলাল। তাকে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছিল আসামিরা। কিন্তু দুলাল তা প্রকাশ করে দেন। এ ছাড়া দুলালের বাড়ির উপর দিয়ে আসামিরা শ্মশানে গিয়ে মাদক সেবন করতো। এ নিয়ে বাধা দিলে তারা দুলালের উপর আগে থেকে ক্ষিপ্ত ছিলো।
সেই ক্ষোভ থেকে আসামিরা দুলাল চন্দ্র দাসকে হত্যার পরিকল্পনা করে। শুক্রবার (৯ জুন) রাতের খাবার খেয়ে দুলাল মাছ পাহারা দিতে ঘেরের পাশে গেলে ২টা থেকে ৪টার মধ্যে আসামিরা তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। পরে ভোররাতে দুলালের চাচাতো ভাই রতন চন্দ্র দাস মরদেহ দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বকুল রানী দাস বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। রোববার দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামি আবদুর রব আবুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস্) মো. ইব্রাহিম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শাহেদ উপস্থিত ছিলেন।
নোয়াখালী আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম বিকেলে জানান, আসামি আবদুর রব আবুল হত্যাকাণ্ডে নিজের দোষ স্বীকার করে বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব