সউদী প্রবাসী পরিবারকে লাগাতার হয়রানির অভিযোগ!

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৩ জুন ২০২৩, ১০:৫২ পিএম | আপডেট: ১৪ জুন ২০২৩, ১২:০১ এএম

লন্ডনের এক বিএনপি নেতার নির্দেশে এবং বরিশালের পুলিশের ডিআইজির সহযোগিতায় শ্লীলতাহানি চক্রের এক তরুণী সালমা আক্তার বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার অভিযোগ ও সাধারণ মানুষের নামে মামলা করে হয়রানি করছে। সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর ও বরিশালের পুলিশের ডিআইজির কারণে এই নারীর বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করছেন না।

পিরোজপুর মঠবাড়িয়ায় আইন ও প্রশাসনকে বিভ্রান্ত করার অভিযোগ তরুণীর বিরুদ্ধে। বিপাকে তদন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। বরিশালের পুলিশের ডিআইজির সহযোগিতায় সাধারণ মানুষের নামে মামলা করে হয়রানি করছেন শ্লীলতাহানি চক্রের তরুণী সালমা আক্তার, বাদ যাচ্ছে না পুলিশ। আইনের অপব্যবহার ও প্রশাসনকে বার বার বিভ্রান্ত করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সালমা আক্তার নামে এক তরুণী ও তার পরিবারের বিরুদ্ধে সউদী প্রবাসী এবং তার পরিবারকে লাগাতার হয়রানির অভিযোগ উঠেছে।

নিরীহ এই পরিবারকে হয়রানি করতে একের পর এক মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে ব্যর্থ হয়ে এখন খোদ তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের বিপাকে ফেলেছেন এই তরুণী। এ ঘটনায় উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামের রতন তালুকদারের ছোট মেয়ে সালমা আক্তার (৩০) সহ আরো তিনজনকে অভিযুক্ত করে অর্থ আত্মসাৎ ও হয়রানির অভিযোগে মোকাম মঠবাড়িয়া উপজেলা বিজ্ঞসিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন এই ভুক্তভোগী পরিবার৷

তাছাড়াও পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ও সালমা আক্তারের বিরুদ্ধে আরো একটি অভিযোগ দায়ের করেছেন হয়রানির শিকার ঐ সউদী প্রবাসীর পরিবার। এ ব্যাপারে অনুসন্ধানে নেমে অগ্রযাত্রার হাতে এসেছে বেশ কিছু তথ্য। মামলার বিবরণী, বিভিন্ন নথি পর্যালোচনা, ও ভুক্তভোগী এবং তদন্তকারীদের মতে, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের সউদী প্রবাসী নাসির উদ্দিনের সাথে মোবাইল ফোনে কথা বলার সুত্র ধরে নাসিরকে ফাঁসাতে শুরু করেন সালমা আক্তার। বিভিন্ন ভাবে ৪ বছরে প্রবাসে থাকা নাসিরের ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় সালমা আক্তার ও তার পরিবার৷ 

সালমা আক্তার সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে ব্যর্থ হয় এবং তদন্তে ভুল প্রমাণ হওয়ায় এখন খোদ তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের বিপাকে ফেলেছেন এই প্রতারক চক্রের তরুণী এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

এক বিশেষ অনুসন্ধানে দেখা যায়, এই প্রতারক চক্রের সদস্য প্রতারক সালমা আক্তার  লন্ডন প্রবাসী এক বিএনপি নেতার নির্দেশে এই কাজ গুলো পরিচালনা করে যাচ্ছে। সালমা আক্তারকে বরিশাল পুলিশের ডিআইজি সহযোগিতা করছেন বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে।  আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই তরুণীর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরও ডিআইজির কারণে তরুণীর বিরুদ্ধে আইনি কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তৎকালীন মঠবাড়িয়া থানার ওসি সহ আরো ২জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। এই অগ্রযাত্রার অনুসন্ধানে বেরিয়ে এসেছে কতিপয় ব্ল্যাকমেইল সিন্ডিকেটের যোগসাজশে এখন পুলিশকেই হয়রানির মিশনে নেমেছেন এই প্রতারক সালমা আক্তার৷ বিশেষ অনুসন্ধানে সালমা আক্তারের সহযোগী হিসাবে আল-আমিন নামে এক ভুয়া সাংবাদিকের যোগসাজশের প্রমাণ পাওয়া যায়। অনুসন্ধানে হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, নিজেকে নিবন্ধনবিহীন ভুয়া  `দৈনিক সোনার’ বাংলাদেশ এর সম্পাদক দাবীকারি আল-আমিনকে ঐ তরুণীর সাথে কথা বলছেন এবং মঠবাড়িয়া থানার সাবেক ওসিকে হয়রানির পরিকল্পনা করছেন।এতেই সব কিছু স্পষ্ট হয়। ঐ একই ভিডিওতে মঠবাড়িয়া থানার সাবেক ওসির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনার কথা বলতেও শোনা যায়।

একাধিক মামলার আসামী চিহ্নিত চাঁদাবাজ আল-আমিন বর্তমানে সাতক্ষীরার পাটকেল ঘাটা থানায় হওয়া একটি চাঁদাবাজি মামলায় কারাগারে রয়েছেন। অন্যদিকে সালমা আক্তার তার কথামতো কাজ না করায় কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানিসহ বিভিন্ন অভিযোগ করে যাচ্ছেন পুলিশের বিভিন্ন দপ্তরে। নাম প্রকাশে অনিচ্ছুক সালমা আক্তারের অভিযোগের তদন্তে যুক্ত পুলিশের এক কর্মকর্তা জানান, প্রবাসীর পরিবারকে হয়রানি করতে রীতিমতো তাকে হুমকি ধামকি দেয় সালমা৷ না হলে আইজিপি অফিসে অভিযোগ দিয়ে তাদের চাকরির ক্ষতি করবে বলেও প্রকাশ্যে হুমকি প্রদান করেন এই প্রতারক তরুণী। কিন্ত সালমা আক্তারের অন্যায় আবদার মেনে না নিয়ে আইনের পথে অবিচল থাকায় বিভিন্ন দপ্তরে ঐ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে বেড়াচ্ছে এই তরুণী। আবার অন্যদিকে সালমা আক্তারের লাগাতার হয়রানিতে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী প্রবাসী নাসির উদ্দিন মোকাম মঠবাড়িয়া উপজেলা বিজ্ঞসিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন৷

জামায়াত-বিএনপি অধ্যুষিত অঞ্চলে দ্বায়িত্বপালনকারী কর্মকর্তাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। ওই অঞ্চলের জামায়াত ও বিএনপি নেতারা সাহসী এসব কর্মকর্তাদের কখনো মামলা, কখনো স্পর্শকাতর অভিযোগ আনছেন। আর এসব অভিযোগ দেখে পুলিশের ভেতর ঘাপটি মেরে থাকা কর্মকর্তারা অভিযোগ আসা কর্মকর্তাদের কোনরূপ তদন্ত না করেই তাদের বরখাস্ত বা বদলি করছেন। পরবর্তীতে তদন্তে তারা অভিযোগ থেকে মুক্তও হচ্ছেন। কিন্তু তার আগেই বদলি বা বরখাস্ত করে সামাজিকভাবে হেয়প্রতিপন্নের শিকার হচ্ছেন। এ নিয়ে পুলিশের ভেতরে ক্ষোভের সঞ্চার হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, এক শ্রেণীর উচ্চপদস্থ কর্মকর্তারা জামায়াত বিএনপির সঙ্গে আঁতাত করে সুকৌশলে এ কাজগুলো করছেন। এতে করে পুলিশের ভাবমূর্তি যেমন ক্ষুন্ন হচ্ছে তেমনি ক্ষোভের সঞ্চারও হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে জামায়াত বিএনপির এই চক্র দেশের বিভিন্ন জায়গায় ততই মাথা চাঁড়া দিচ্ছে। মূলত আগামী জাতীয় নির্বাচনকে টার্গেট করেই এই চক্রান্তের অংশ হিসাবে সাহসী এসব কর্মকর্তার নামে ভূয়া ও বিভ্রান্তিকর অভিযোগ করছেন একটি মহল।এই অভিযোগের প্রেক্ষিতে কখনও কখনও ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হচ্ছে। কিন্তু তবে শেষমেশ এসব অভিযোগের কোনো সুরাহা হচ্ছে না।

এ পরিস্থিতিতে পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তারা বলছেন, ঘটনার সত্যতা পাওয়ার আগেই কিছু উচ্চপদস্থ কর্মকর্তা সরাসরি অ্যাকশনে যাচ্ছেন। অথচ পরবর্তীতে সেটি ভূয়া প্রমানিত হচ্ছে। জানা যায়, সম্প্রতি এমনই এক মামলায় ফেঁসেছেন মঠবাড়িয়ার সাবেক এক পুলিশ কর্মকর্তা। পরবর্তীতে তিনি সাতক্ষীরা জেলার একটি থানায় বদলি হন। তবে পিছু ছাড়েননি ওই নারী। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে ওই নারী পুলিশের বিভিন্ন স্তরে অভিযোগ দেন। অভিযোগের জেরে ওই কর্মকর্তাকে সাময়িক অব্যাহতি দেয় পুলিশ। তবে তদন্তের কোনো প্রমাণ মেলেনি। একারণে মানহানি হয় এই পুলিশ কর্মকর্তার। এছাড়াও বিরোধী পক্ষের সঙ্গে আঁতাতের অভিযোগও আনা হয় এই কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযোগকারী মোসা. সালমা বেগম (২৯) নামে ওই নারী পিরোজপুরের মঠবাড়িয়ার দাউদখালীর মৃত মো. রতনের মেয়ে। অনুসন্ধান বলছে, এই নারী পেশাদার প্রতারক ও ব্ল্যাকমেইলার। দেশে স্বামী রেখেও তিনি এক প্রবাসীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ওই প্রবাসী দেশে ফিরলে তিনি তাকে বিয়ের চাপ দেন। বিয়ের পরে অর্থ হাতিয়ে নেওয়া শেষে তিনি এই স্বামীকে তালাক দিয়ে থানায় মামলা করেন। ওই মামলার তদন্তের কর্মকর্তার দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তার নামেও তিনি অভিযোগ করেন।

 


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজন ধারালো অস্ত্রাঘাতে হত্যা;আহত ৫
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আরও

আরও পড়ুন

চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজন ধারালো অস্ত্রাঘাতে হত্যা;আহত ৫

চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজন ধারালো অস্ত্রাঘাতে হত্যা;আহত ৫

চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ,দমন-পীড়ন ও গ্রেফতার

চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ,দমন-পীড়ন ও গ্রেফতার

গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা

নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা

ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু

ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০

আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়

আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়

পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!

আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!

ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ

ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ

তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী

তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী

গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ

গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস

৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়

বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়

ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড

ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

আমার খাবার কি ফর্টিফায়েড?

আমার খাবার কি ফর্টিফায়েড?

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে