বিপ্লব উদ্যানের নামফলক কালি দিয়ে মুছে দেয়া এবং নেতাকর্মীদের গ্রেফতার ও মামলার ঘটনায় বিএনপির প্রতিবাদ
১৫ জুন ২০২৩, ১১:৩১ পিএম | আপডেট: ১৬ জুন ২০২৩, ১২:০৯ এএম
বুধবার চট্টগ্রামের কাজীর দেউড়ি মোড়ে তারুণ্যের সমাবেশে আসার পথে চট্টগ্রাম কলেজের সামনে ও জামালখান মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের আহত করে উল্টো বিএনপি নেতা এরশাদ উল্লাহ, মোশাররফ হোসেন ও এমদাদুল হক বাদশা সহ পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে কোতোয়ালি ও চকবাজার থানায় মামলা দায়ের এবং শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ষোলশহরস্থ বিপ্লব উদ্যানের নাম ফলক কালি দিয়ে মুছে দেয়া ও সাবেক ছাত্রদল নেতা নওশাদ আল জাসেদুর রহমান ও মাহবুব সিদ্দিকী সহ ২৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।
বৃহস্পতিবার (১৫ জুন) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের অগণতান্ত্রিক কর্মকান্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করে আসছে। চট্টগ্রামে আওয়ামী লীগের শত উস্কানীর মূখেও বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালন করে। গত বুধবারের তারুণ্যের সমাবেশ কর্মসূচি করার কথা ছিল গত ১১ জুন। কিন্তু যুবলীগ একই দিন পাল্টা কর্মসূচি ঘোষণা করায় আমাদের কর্মসূচি পিছিয়ে ১৪ জুন করার সিদ্ধান্ত নিই। এরপরও যুবলীগ আমাদের সমাবেশের দিন শান্তি সমাবেশের নামে নগরীর বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে। সম্প্রতি মহানগর যুবলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপ জামাল খান মোড়ে নিজেদের মধ্যে মারামারি করে। এই মারামারি থেকেই বিভিন্ন স্থাপনা ভাংচুর করা হয়। পাশাপাশি চট্টগ্রাম কলেজের সামনে বিএনপির অঙ্গসংগঠনের মিছিল আসার সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করে। পরে শান্তিপূর্ণ সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়িতে ফিরে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের নিরহ ৫ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ বুধবার রাতে চাঁন্দগাও বাসা থেকে সাবেক ছাত্রদল নেতা নওশাদ ও তার প্রবাসী ভাই সহ আটজনকে গ্রেফতার করে। এভাবে বুধবার সারারাত বিভিন্ন নেতাকর্মীর বাসায় পুলিশ অভিযান চালিয়ে তল্লাশীর নামে হয়রানি করে এবং ২৫ জনকে গ্রেফতার করে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সিসিটিভি ফুটেজে তাদের কারো ছবি নাই। এটা বিএনপি'র শান্তিপূর্ণ আন্দোলনকে বাধাগ্রস্থ করার জন্য পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। আমরা এই গ্রেফতার, মামলা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকেই শহীদ জিয়াউর রহমান ও বিএনপি পরিবার নিয়ে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে এসেছে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শহীদ জিয়াকে দেওয়া বীর উত্তম খেতাব কেড়ে নিতে এবং কাজীর দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘরের নাম মুছে ফেলার জন্য অপচেষ্টা চালিয়েছে। শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করেছে। এখন আবার নতুন করে আওয়ামীলীগের সন্ত্রাসীরা শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের সূচনালগ্নের স্মৃতিবিজড়িত ষোলশহরস্থ বিপ্লব উদ্যানের নামফলক কালী দিয়ে মুছে দিয়েছে। মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর অতর্কিত হামলায় এক অনিশ্চয়তার মধ্যে শহীদ জিয়া এই ষোলশহর বিপ্লব উদ্যান থেকেই পাক বাহীনির বিরুদ্ধে "উই রিভোল্ট" বলে বিদ্রোহের সূচনা করেছিলেন। অষ্টম ইষ্টবেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে প্রতিরোধের মশাল জালিয়েছিলেন। এই চট্টগ্রামের মাটিতে জিয়াউর রহমান শাহাদাৎ বরণ করেছেন এবং সার্কিট হাউসে মিশে আছে শহীদ জিয়ার রক্ত। জিয়াউর রহমানকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে চট্টগ্রামবাসী তার কঠোর জবাব দিবে।
নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানের নাম ফলক মুছে দেয়ার এই ধরনের কাপুরষিত ঘটনার তীব্র নিন্দা জানান।পাশাপাশি মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করে বিএনপির শান্তিপূর্ণ মিছিলের ওপরে হামলাকারী সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অবন্তী-ক্রোনী গার্মেন্টস শ্রমিকদের বেতনে আদায়ে কমিটি গঠন
আসাদুজ্জামান খানের বিরুদ্ধে দুদকের মামলা
বগুড়ায় বাস মিনিবাস কোচ মালিক সমিতির কোটি কোটি টাকা লোপাটের চাঞ্চল্যকর তথ্য
কিশোরগঞ্জের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার
রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনী প্রয়োজন
দুর্গা ও লক্ষী পুজায় সাতদিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরে
বিতর্কিত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা
অর্থ আত্মসাতের দায়ে নোয়াখালী মেডিকেলের সাবেক অধ্যক্ষসহ দুজনের নামে দুদকের মামলা
নামমাত্র জামানতে রূপালী ব্যাংকের ৩০৮ কোটি লুট
পিএসসিতে ৪ সদস্য নিয়োগ
বিএনপি নেতার নামে টিসিবি কার্ড সাবেক মেয়র-সচিবসহ তিন জনের নামে মামলা
সভাপতি মোজাফ্ফর সম্পাদক রনি, টংগিবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন।
একটু সময় লাগলেও দ্রব্যমূল্য কমে যাবে : অর্থ উপদেষ্টা
রাষ্ট্র সংস্কারে ১০ প্রস্তাব জামায়াতের
যশোরে ফ্লেক্সিলোডের দোকানে মিলল ১১ বোতল বিদেশি মদ, আটক ২
ইংল্যান্ডের বর্ষসেরা পালমার
ঢাকার খাল দখলমুক্ত করতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে- এ এফ হাসান আরিফ
রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন মির্জা ফখরুল
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
হ্যারিকেন মিল্টনের ভেতর বিমান নিয়ে প্রবেশ করলেন বিজ্ঞানীরা