ঘন ঘন লোডশেডিং অতিষ্ঠ জনজীবন, ৭ ঘন্টা পর বিদ্যুতের দেখা
২০ জুন ২০২৩, ০৯:০১ পিএম | আপডেট: ২১ জুন ২০২৩, ১২:০১ এএম
চলমান তাপপ্রবাহের কারণে দিন ও রাতে গরমের অনুভূতি আলাদা করার উপায় নেই। গভীর রাত পর্যন্ত থাকছে গরমের তেজ। গত কয়েক দিন সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে মধ্যরাতের পর। এই পরিস্থিতি বিশেষ করে ঢাকার বাইরে সাভারের আশুলিয়ায় বেশি।
মঙ্গলবার আশুলিয়ার জিরানী, গোহাইলবাড়ী ও এর আশপাশ এলাকায় ৭ঘন্টা পর মিলছে বিদ্যুতের দেখা।
লোডশেডিংয়ে অতিষ্ঠ বাসিন্দারা বলেন, রাতে ঘুমাতে গেলেই বিদ্যুৎ চলে যায়। এক থেকে দেড় ঘণ্টা পরে আসে। ঘুম কিছুটা গভীর হওয়ার আগে আবার বিদ্যুৎ চলে যায়। এরপর আধা ঘণ্টা কিংবা এক ঘন্টা বিদ্যুৎ থাকে না। গত কয়েকদিন ধরে এমন চলছে। ঘুমাতে পারছে না কেউ। বাচ্চাদের সকালে স্কুলে যেতে কষ্ট হচ্ছে। আর দিনের বেলায় ঘন্টায় ঘন্টায় যাচ্ছে বিদি্যুৎ।
মঙ্গলবার সকাল ৮টায় জিরানী, গোহাইলবাড়ী ও এর আশপাশ এলাকায় লোডশেডিং হয়, আসে সোয়া তিনটার দিকে।
বিদ্যুতের এমন ভেল্কিবাজিতে শিক্ষার্থীরা পড়াশোনা করতেও পারছেন না। দিনে বিদ্যুৎ থাকে না ভ্যাপসা গরমে ঘরে টেকাও যায়না। শুধু তাই নয়, ব্যাপক লোডশেডিং এর কারণে কল কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। হাট বাজারে ক্রেতার সংখ্যাও কমে গেছে। ঘনঘন লোডশেডিং এবং প্রচন্ড দাবদাহের কারণে পারতপক্ষে মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না।
জিরানীর গোহাইলবাড়ি এলাকার বাসিন্দা হাফিজুর রহমানসহ অনেকেই জানান, আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে বিদ্যুৎ গেছে আসছে বিকাল সোয়া তিনটার দিকে। আবার রাতেও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। এই ভেপসা গরমে অতিষ্ঠ হয়ে পরেছে জনজীবন।
জিরানী এলাকার পোশাক শ্রমিক সুলতান আহম্মেদ বলেন, ঘন ঘন লোড শেডিংএ আমরা অতিষ্ঠ। অফিসে বিদ্যুৎ না থাকলে কাজ বন্ধ। বাড়িতেও গরমে টেকা দায়। মাঝে মাঝে হঠাৎ স্বস্থির বৃষ্টি নামলেও বৃষ্টি থেমে যাওয়ার পর শুরু হয় ভেপসা গরম। আবার এরমধ্যে থাকে না বিদ্যুৎ। সবমিলিয়ে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে পরেছে বলেন এই পোশাক কর্মী।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিরানী সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মো: আ: বাতেন বলেন, হঠাৎ কবিরপুর গ্রীডে প্রব্লেম হওয়ার কারনে সকাল থেকে জিরানীসহ আশপাশ এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এরকম কখন হয়নি। এজন্য আমরা দুঃখিত।
এদিকে অনেক শিল্পমালিকরাও বলেছেন, বিদ্যুতের কারনে একবার কারখানা বন্ধ হলে পুরো কাঁচামাল নষ্ট হয়ে যায়। নতুন করে ফ্যাক্টরি চালু করতে আরও ৩-৪ ঘণ্টা সময় লাগে। এ অবস্থায় ঈদের আগে ব্যবসা-বাণিজ্য চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো বিদেশে পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না। ফলে রপ্তানি অর্ডার বাতিলের শঙ্কা দেখা দিয়েছে।
শিল্প কারখানার একাধিক কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, বড় বড় শিল্প কারখানাগুলো বিদ্যুৎ না থাকলে জেনারেটর চালিয়ে উৎপাদন অব্যাহত রাখে। কিন্তু ছোট ছোট কারখানাগুলোর পক্ষে বাড়তি টাকা খরচ করে জেনারেট চালানো সম্ভব নয়, তাই উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হচ্ছে না তাদের।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম (কারিগরি) প্রকৌশলী মোহাম্মদ আব্দুল জলিল মিয়া বলেন, আমাদের এখন বিদ্যুতের কোন ঘাটতি নাই। যা প্রয়োজন তাই আছে। তবে জিরানী এলাকায় সকাল থেকে টানা ৭ঘন্টা বিদ্যুৎ না থাকার প্রসঙ্গে তিনি বলেন, কবীরপুর গ্রীড থেকে নয়ারহাট পর্যন্ত ৩৩ কেবির লাইনের একটি ক্লাম পুড়ে যায় সেটি ঠিক করার মুহুর্তে হঠাৎ ঝড় শুরু হলে তার ছিড়ে পরে যা মেরামতে কিছুটা সময় লেগেছে। এজন্য ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। তবে এখন আর কোন সমস্যা নেই বলেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩টি, জমা ৩৮৬ কোটি
সবার ঐক্যমতে দ্রুতই হবে ডাকসু নির্বাচন : ঢাবি ভিসি
ডলার বেচাকেনায় ব্যবধান ১ টাকার বেশি নয়
আবুবকর সরকার সভাপতি তুহিন হোসেন সাধারণ সম্পাদক
পীর ইয়ামেনী মসজিদের ইমাম মাওলানা এমদাদুলের ইন্তেকাল
খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না
সংস্কার ও নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন
পান্থকুঞ্জে গাছ রক্ষা আন্দোলনকারীদের প্রতিবাদ সমাবেশ
রেলপথে দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা
ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানালো এসিইডিবি
রাজনীতিতে অশুভ বিভাজনের পদধ্বনির আভাস পাওয়া যাচ্ছে
২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দিন-দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি
হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
সংস্কার এবং নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
পাঠ্যবইয়ে হান্নান-সেজানের সাহসিকতার গল্প
সিলেট সীমান্তে ১ বছরে ৭ বাংলাদেশিকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল হাফ ম্যারাথন