চবি শিক্ষককে মামলায় ‘ফাঁসানো’ সেই ওসি ক্লোজড
২৩ জুন ২০২৩, ০৪:০৯ পিএম | আপডেট: ২৩ জুন ২০২৩, ০৪:০৯ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তারেক চৌধুরীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠা আনোয়ারা থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক অফিস আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সুদীপ্ত সরকার। এর আগে গত ১১ জুন গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ঘটনায় জড়িত না হয়েও জামিন অযোগ্য মামলায় চবি শিক্ষককে আসামি করার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
পরবর্তীতে ২০ জুন এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে বিষয়টি নিয়ে দ্রুত প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) হস্তক্ষেপ কামনা করা হয়।
শিক্ষক সমিতির বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকার গ্রামে চবি শিক্ষক তারেকের বাড়িতে ২৭ মে তারিখ রাত ৮টার দিকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এসময় দুষ্কৃতকারীরা বর্বরোচিতভাবে তার বসত ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণালংকার লুটপাট করে। উক্ত সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী মধ্যযুগীয় কায়দায় ঘরে অবস্থানরত তার পরিবারের নারী ও শিশু সদস্যসহ চারজনকে আহত করেছে৷
'অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, আনোয়ারা থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা হামলাকারীদের সঙ্গে যোগসাজশে তাদের পক্ষ হয়েই চবি শিক্ষক মো. তারেকসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেই মিথ্যা মামলা রুজু করেছেন। যা ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়েছে। অথচ ঘটনার সময় তারেক চৌধুরী চট্টগ্রাম শহরেই অবস্থান করছিলেন। এ ঘটনার পর থেকে ঘটনার শিকার হওয়া শিক্ষক ও তার পরিবার আতঙ্ক ও অনিশ্চয়তায় দিনাতিপাত করছেন।'
বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার তিন দিন পর, ৩০ মে হামলাকারীদের পক্ষাবলম্বন করে আনোয়ারা থানা পুলিশ ওই শিক্ষক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৭, ৩২৫ ও ৩২৬ ধারার মতো জামিন অযোগ্য গুরুতর অপরাধে অভিযুক্ত করে মিথ্যা মামলা রুজু করে। এটিকে চবি শিক্ষক সমিতি উদ্দেশ্যপ্রণোদিত ও আইনের শাসনের পরিপন্থি বলে মনে করছে। চবি শিক্ষক ও তার পরিবারকে এভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনায় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করছে। ওই শিক্ষক ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার এবং শিক্ষকের বাড়িতে হওয়া সন্ত্রাসী হামলার দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে শিক্ষক পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের হস্তক্ষেপ কামনা করে শিক্ষক সমিতি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
চৌগাছায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
তদন্তের স্বার্থে কিছু আলামত বিদেশে পাঠানো হবে : প্রেস উইং
কুলাউড়ায় ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক
সন্তানের মধ্যে দুইজনকে হারিয়ে দিশেহারা শাহজাহান
রমজানে কোনো পণ্যের সংকট থাকবে না: ভোক্তার ডিজি
কুষ্টিয়ায় ভুয়া প্রসাধনী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
বিএনপিতে কোন বিভেদ রাখা যাবে না: কাজী সালিমুল হক
রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না
পাকিস্তানের হৃদয় ভেঙে রোমাঞ্চকর জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ. আফ্রিকা
ফিরে দেখা ২০২৪: তারুণ্যের জয়োৎসব এবং বিসিবির নতুন পথচলা
চোর, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সংসদে পাঠাবেন না: ধর্ম উপদেষ্টা
প্রশিক্ষণার্থী চিকিৎসকরা ফিরছেন স্বাস্থ্যসেবায়
পড়াশোনার জন্য সন্তানকে তার সাধ্যের অতিরিক্ত চাপ দেয়া যাবে না: ইবি ভিসি
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম
খুবিতে গণিত বিষয়ক সেমিনার
গফরগাঁওয়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত
মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ট্রান্সজেন্ডার: গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত
বিপিএলের টিকেটের দাম ও যেভাবে পাওয়া যাবে
সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় আসবে: আনিসুর রহমান