রাজবাড়ীর নিমতলা রেল ক্রসিং সামান্য বৃষ্টিতে দুঘর্টনার শিকার শতশত মোটরসাইকেল
০২ জুলাই ২০২৩, ০৪:২৮ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৩, ০৪:২৮ পিএম
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার নিমতলা রেল ক্রসিং। সামান্য বৃষ্টি হলেই মরণ ফাঁদে পরিনত হয়। ঈদুল আযহার আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন বৃষ্টিতে অন্তত ৩ শতাধিক মোটরসাইকেল দুঘর্টনা হয়েছে বলে এলাকাবাসীর ধারনা। দুঘর্টনা রোধে রাজবাড়ীর সড়ক ও জনপথ বিভাগ ইটের খোয়া ফেলার কাজ করছে।
রবিবার ( ২ জুলাই ) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত রাজবাড়ী-ফরিদপুর রেলওয়ে সড়কের সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের নিমতলা রেল ক্রসিংয়ে অবস্থান করে করে দেখাযায়, ঢাকা-খুলনা মহাসড়কের উপর দিয়ে যাওয়া রেল ক্রসিং। রেল লাইনের পাত একটি প্রায় ২ ইঞ্চি উচু হয়ে রয়েছে। ওই স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। মোটরসাইকেল নিয়ে পার হতে গেলে স্লিপ কেটে চাকা ঘুরে যাচ্ছে। রেল ক্রসিংয়ের ২ পাশেই স্পিড বেকার রয়েছে। রেল লাইনের সংকেতিক চিহৃ দেওয়া রয়েছে।
এসময় স্থানীয় বাসিন্ধা আলমগীর হোসেন, সোবহান, আনিস, সুমনসহ বেশ কয়েকজন বলেন, ঈদের আগের দিন থেকে মুসলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতেই রেল লাইন পিচ্ছিল হওয়ার কারণে ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন অন্তত ৩ শতাধিক মোটরসাইকেল দুঘর্টনার শিকার হয়েছে। বড় ধরণের কোন ক্ষতি না হলেও দুঘর্টনার শিকার বেশির ভাগের ছোটঘাট ক্ষতি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে শনিবার ও রবিবার ইটের খোয়া ফেলে খানাখন্দ ভরাট করা হয়েছে। তবে তাদের অভিযোগ এ খোয়া বৃষ্টি হলেই আবার উঠে মরণ ফাঁদের সৃষ্টি হবে। এখানে রেল কর্তপক্ষ ও সড়ক ও জনপথ স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে। তাহলে দুঘর্টনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।
বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদার বলেন, নিমতলা রেল ক্রসিংয়ে গত ৩ দিনে ৩ শতাধিক মোটরসাইকেল দুঘর্টনার শিকার হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ খানাখন্দ ভরাট করছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের রেল লাইনের পাত ঠিক না করা পর্যন্ত দুঘর্টনার শঙ্কা থাকছেই।
নিমতলা রেল ক্রসিংয়ের গেটম্যান টিপু সুলতান বলেন, মুলত বৃষ্টি হলে রেল লাইন পিচ্ছিল হয়ে মোটরসাইকেল দুঘর্টনার শিকার হয়। তবে বড় কোন গাড়ীর সমস্যা হয় না। সড়কের পাশে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। তারপরও মোটরসাইকেল চালকরা দ্রুত গতিতে চলার কারণে মোটরসাইকেলগুলো দুঘর্টনার শিকার হচ্ছে।
নিমতলা রেল ক্রসিংয়ে কাজ করা ঠিকাদার আরজু বলেন, রেল সড়কটি মুলত রেলওয়ে কর্তৃপক্ষের সংস্কার করার কথা। তারপরও দুঘর্টনার বিষয়টি জানার পর সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে এখানে গত ২ দিন ধরে খানাখন্দ ভরাট ও দুঘর্টনা রোধে কাজ করা হচ্ছে। মূলত দুঘর্টনা ঘটছে রেল সড়কের একটি পাত প্রায় ২ ইঞ্চি উচু ও হেলে গেছে। মোটরসাইকেল উঠতে গিয়ে বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে যাওয়ায় এ দুঘর্টনা ঘটছে। ওই পাতটি যতদিন সোজা করা না হয় ততদিন দুঘর্টনা ঘটবেই।
রাজবাড়ী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নওয়াজিস রহমান বিশ^াস বলেন, রেল ক্রসিংয়ের খানাখন্দ মেরামত কাজ করা হচ্ছে। তবে রেলের পাত ঠিক না করা পর্যন্ত দুঘর্টনার শঙ্কা থেকেই যাচ্ছে। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান বলেন, আমি সরেজমিন যাচ্ছি। দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা