বগুড়ায় বিএনপি, পুলিশ আওয়ামী লীগের ত্রিমুখি সংঘর্ষ
১৮ জুলাই ২০২৩, ০৩:২২ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৩, ০৬:২৪ পিএম
বগুড়ায় বিএনপির পদযাত্রা কর্মসূচীতে বাধা দেয়ায় পুলিশ ও আওয়ামীলীগের সাথে বিএনপির ত্রিমুখি সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় স্কুল ছাত্রী , বিএনপি নেতা কর্মি ও পুলিশ সদস্য সহ ছে। এসময় পুলিশের টিয়ারশেল , রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় বিএনপির কমপক্ষে অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। অপরদিকে বিএনপি নেতাকর্মীদের মারপিট ও ইঁটপাটকেলে পুলিশের ৬ সদস্য আহত হয়েছে। সংঘর্ষের পর পুলিশ বিএনপি কর্মী সন্দেহে ১১-১২ জনকে আটক করেছে বলে দাবী করেছে বিএনপি। তবে পুলিশ কোন গ্রেফতারের কথা অস্বিকার করেছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের উত্তরের প্রবেশ পথ মাটিডালী মোড় থেকে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে নেতাকমীর্রা নবাবাড়ী রোডস্থ দলীয় কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করে। মিছিলটি প্রায় ৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপির সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল , শহর সভাপতি হামিদুল হক চৌধুরী সহ নেতৃবৃন্দ অংশ নেন।
অপরদিকে শহরের দক্ষিণ প্রবেশ পথ বনানী মোড় থেকে জেলা সাধারন সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে প্রায় ১৫ হাজার নেতাকর্মী দলীয় কার্যালয় মুখে পদযাত্রা করেন। মিছিলটি দুুপুর ১২টার দিকে জিরো পয়েন্ট সাতমাথার সামান্য দূরে ইয়াকুবিয়া স্কুল মোড়ে পৌঁছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় নেতাকর্মীরা সরাসরি সাতমাথার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় বিএনপি নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
তখন পুলিশ বেপরোয়াভাবে লাঠিচার্জ ও টিয়ারশেল, রাবার বুলেট সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিএনপির ৫০-৬০ জন নেতাকর্মী গুলিবিদ্ধ সহ শতাধিক আহত হন। একই সাথে মারপিটে ও ইটপাটকেলের আঘাতে ৬জন পুলিশ আহত হয়েছে বলে দাবী করেছে জেলা পুলিশ। এসময় পুলিশের টিয়ার সেলের ধোঁয়ায় ঘটনাস্থল সংলগ্ন ইয়াকুবিয়া স্কুলের ৫০জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ভয়ে আতংকে তারা চিৎকার করে বিলাপ করতে থাকে। ছাত্রীদের মধ্যে যারা গুরুতর তাদেরকে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনারর পর বেলা ১টার দিকে শহরের নবাব বাড়ী রোডস্থ পুলিশ প্লাজার সামনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের দ্বিতীয় দফা সংঘর্ষ হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশও টিয়ারশেল , রাবার বুলেট ও সাউন্ড গ্রেনড ছোড়ে । এতে বিএনপি নেতাকর্মীরা সদর পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে গেটের কাঁচ ভেঙ্গে যায়। এ সময় পুলিশের এপিসি কার থেকে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি শান্ত হয়। দুদফায় সংঘর্ষকালে পুলিশর সাথে আওয়ামীলীগের নেতাকর্মীরাও হামলায় অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আজগর হেনা বলেছেন, পুলিশ হঠাৎ করে কেন শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দিয়ে অশান্তি সৃষ্টি করলো তা বোধগম্য নয়। এ ঘটনায় ৫০-৬০জন গুলিবিদ্ধসহ মোট শতাধিক আহত হয়েছে। এ ছাড়া বেশকিছু নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।
তবে বিএনপির াভিযোগ াস্বিকার করে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা করা হয়েছে। এজন্য আমরা কিছু ব্যবস্থা নিয়েছি। শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে তার ধারণা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
উথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ
নেতাকর্মীদের রেখে লক্ষণ সেনের মত পালিয়ে গেছে স্বৈরাচার- সিলেটে ব্যারিস্টার সালাম
অভিনেতা অপূর্বকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার
পুঠিয়ার শিবপুরে স্বামী-স্ত্রী ও শেলিকাসহ একই পরিবারের ৩জন নিহত
বরিশালে সড়ক ও জনপথ অধিদপ্তরের অংশীজন সখভায় প্রধান প্রকৌশলী
দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতিতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস
সংস্কারোত্তর পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন দিতে হবে
‘শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে’
‘রাষ্ট্রের সকল স্তরে ইসলামী সংস্কৃতির অনুশীলন নিশ্চিত করতে হবে’
মেট্রোকে থামিয়ে ফাইনালে রংপুর
৪৩ বছর পর কুয়েতে ভারতের প্রধানমন্ত্রী
আমরা আল্লাহর উপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারতে: দুলু
মন্ত্রিসভায় বড় রদবদল, কানাডায় কি ক্ষমতা ধরে রাখতে পারবেন ট্রুডো?
পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ
ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা!
মাহফুজকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া উচিত? যা বললেন ড. জাহেদ
৬ বছরের মধ্যেই চীনের হাতে হাজার পরমাণু বোমা! উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে পুলিশ, এ জন্য আমরা লজ্জিত: আইজিপি
ব্রাহ্মণপাড়ায় পাঁচ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ সোহাগের
কসবায় পাহাড় কাটার অপরাধে ২ জনের অর্থদণ্ড