জাতীয় মহাসড়কের মর্যাদা পেল বরিশাল-খুলনা সড়ক
২০ জুলাই ২০২৩, ১০:১১ এএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১০:১১ এএম
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর-খুলনা সড়কটি জাতীয় মহাসড়কের মর্জাদা লাভ করল। পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সড়ক পরিবহন উইং সম্প্রতি এ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর ফলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিাঞ্চরের দুটি বিভাগীয় সদরের মধ্যে সড়ক পরিবহন ব্যাবস্থা আগামীতে আরো উন্নত হবার পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের সাথেও এদুটি বিভাগের সড়ক পরিবহন ব্যবস্থা উন্নত হবে। ফলে আগামীতে দেশের ৩টি সমুদ্র বন্দর ছাড়াও প্রধান দুটি স্থল বন্দর সহ গোটা উপক’লভাগে একটি টেকসই ও উন্নত সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে ওঠার পথ প্রসস্ত হবে বলে অঅশা করছেন পরিবহন বিশেষজ্ঞগন।
ইতোপূর্বে বরিশাল বিভাগীয় সদর থেকে ঝালকাঠী-পিরোজপুর ও বাগেরহাট হয়ে খুলনার ১০৫ কিলোমিটার সড়কটি জেলা সংযোগ সড়কের মর্জাদায় ছিল। ফলে সড়কটির উন্নয়ন সহ রক্ষনাবেক্ষনে অর্থ বরাদ্বের ক্ষেত্রেও ছিল যথেষ্ঠ অবহেলিত। অথচ এ সড়কটির ওপর শুধু বরিশাল ও খুলনা বিভাগই নয়, চট্টগ্রাম অঞ্চলের সাথেও লক্ষ্মীপুর-ভোলা হয়ে মোংলা এবং খুলনা ছাড়াও বেনাপোল ও ভোমড়া বনদরের সড়ক পরিবহন নির্ভরশীল।
এমনকি ইতোপূর্বে বরিশাল ও খুলনার মধ্যে মাত্র ১০৫ কিলোমিটারের এ সড়কে ৫টি নদীতে ফেরির সাহায্যে যানবাহন পারাপার করতে হত। ২০০০ সালের পর থেকে এসব নদীতেই সেতু নির্মানের ফলে সে বিড়ম্বনা দুর হলেও এ সড়কটি জাতীয় মহাসড়কের মর্জাদা লাভ না করায় অর্থ বরাদ্ব থেকে শুরু করে কাঙ্খিত উন্নয়ন বঞ্চিত ছিল। অথচ এ সড়কটির ওপরই সুদুর চট্টগ্রাম থেকে বরিশাল হয়ে মোংলা,খুলনা,ভোমড়া ও বেনাপোলের সরাসরি সড়ক যোগাযোগ নির্ভরশীল।
ইতোপূর্বে এ সড়কের গাবখানে চীনা অনুদানে ‘বাংলাদেশ-চীন ৫ম মৈত্রী সেতু’,পিরোজপুরের দেশীয় নিজস্ব তহবিলে ‘বলেশ^র সেত’ু, বাগেরহাটের ‘দড়াটানা সেত’ু এবং জাপানী ঋনে খুলনার ‘হজরত খান জাহান আলী (রঃ) সেতু’ নির্মানের পরে সর্বশেষ গত সেপ্টেম্বরে পিরোজপুরের কঁচা নদীর ওপর চীনা অনুদানে নির্মিত ‘বাংলাদেশ-চীন ৮ম মৈত্রী সেতু’ চালুর ফলে দুটি বিভাগে মধ্যে ফেরি বিহীন সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে।
কিন্তু এতদিন জেলা সংযোগ সড়ক হিসেবে সড়ক ও সেতু মন্ত্রনালয়ের তালিকাভ’ক্ত থাকায় মূল সড়কের কাঙ্খিত উন্নয়ন হয়নি। তবে সদ্য জাতীয় মহাসড়কের মর্জাদা লাভকারী বরিশাল-খুলনা মহাসড়কটির পিরোজপুর বাইপাস ও ঝালকাঠীর ‘সুতালরী বেলী সেত’ুটি পরিবর্তন বা পুণঃ নির্মান জরুরী হয়ে পড়েছে। এছাড়াও মহাসড়কটির রাজাপুর-বেকুঠিয়া অংশে বেশ কয়েকটি সরু বেলী সেতুও নিরাপদ সড়ক পরিবহনে বড় অন্তরায়।
এ ব্যাপারে সড়ক অধিদপ্তরের বরিশাল সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম আজাদ রহমানের সাথে আলাপ করা হলে তিনি জানান, বরিশালÑখুলনা সড়কটি জাতীয় মহাসড়কের মর্জাদা লাভ করায় এর প্রয়োজনীয় উন্নয়ন এখন তড়ান্বিত হবে। পাশাপাশি রাজাপুর-বেকুঠিয়ায় অংশের সরু বেলী সেতু পরিবর্তনের কাজও শুরু হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি পিরোজপুর বাইপাস সড়কের বিষয়ে ইতোমধ্যে একটি সম্ভাব্যতা সমিক্ষা সম্পন্নের কাথা জানিয়ে তিনি বলেন, এ লক্ষে মন্ত্রনালয়ে প্রস্তাবনা পেস করার উদ্যোগ গ্রহন করা হচ্ছে। অপরদিকে মহাসড়কটির সুতালরী বেলী সেতুটির পরিবর্তে সেখানে পিসি গার্ডার ব্রীজ নির্মানের লক্ষ্যে একটি একক প্রকল্পের আওতায় নকশা প্রনয়ন কাজও শুরু হচ্ছে বলে জানান তিনি। অদুর ভবিষতেই বরিশাল-খুলনা মহাসড়কটি একটি মানসম্পন্ন সড়ক যোগাযোগ মাধ্যমে উন্নীত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে চট্টগ্রাম থেকে বরিশাল পর্যন্ত সড়ক যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে বরিশাল থেকে ভোলা হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত জাতীয় মহাসড়কটির মান উন্নয়ন কাজও এগিয়ে চলেছে। প্রায় সাড়ে ৫শ কোটি টাকা ব্যায়ে প্রসস্ত করণ সহ টেকসই ও মানসম্পন্ন মহাসড়কে রূপান্তর কার্যক্রমও চলমান রয়েছে। ফলে অদুর ভবিষ্যতেই দেশের ৩টি সমুদ্র বন্দর ও তিনটি উপক’লীয় বিভাগের মধ্যে একটি টেকসই ও সংক্ষিপ্ত সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত হতে যাচ্ছে বলে সড়ক অধিদপ্তরের দায়িত্বশীল সূত্রে বলা হয়েছে। এমনকি চট্টগ্রাম-বরিশাল মহাসড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ অনেকটাই হ্রাস করবে। বরিশাল-চট্টগ্রাম মহাসড়ক নির্বিঘœ হলে চট্টগ্রাম অঞ্চলের সাথে বরিশাল বিভাগ ছাড়াও খুলনা,মোংলা, বেনাপোল ও ভোমড়া’র দুরত্ব প্রায় অর্ধেক হ্রাস করবে।
এদিকে পরিকল্পনা কমিশন একই সাথে বরিশালের বাকেরগঞ্জ-পাদ্রীশিবপুর-কাঠালতলী-সুবিদখালী-বরগুনা জেলা সংযোগ সড়ক এবং বরিশাল থেকে চরখালী হয়ে তুষখালী-মঠবাড়ীয়া-পাথরঘাটা জেলা সড়ক দুটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করেছে। এসব আঞ্চলিক মহাসড়ক বরিশাল সহ নদ-নদী বহুল দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আগামীতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করছেন সড়ক অধিদপ্তরের দায়িত্বশীল মহল।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা
লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের সভাপতি ইব্রাহিম, সম্পাদক জহির
কোহলিকে নিষিদ্ধ করা উচিত: হার্মিসন
শেরপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
চাঁদপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
ছাত্রের মৃত্যু ঘিরে চীনে সহিংস বিক্ষোভ