মহাসড়ক সমুহের সক্ষমতার অভাবসহ অনিয়ম অব্যবস্থায় বরিশাল অঞ্চলে দুর্ঘটনার সাথে বাড়ছে হতাহতের সংখ্যাও
২৭ জুলাই ২০২৩, ০৯:১১ এএম | আপডেট: ২৭ জুলাই ২০২৩, ০৯:১১ এএম

পরিবহন ক্ষমতার অতিরিক্ত যানবাহনের পাশাপাশি বেপরোয়া গতি এবং মানসম্মত যান ও চালকদের বিবেকহীন বেআইনী পরিচালন ব্যবস্থার কারণে বরিশাল অঞ্চলের সড়ক, মহাসড়কে ভয়াবহ দূর্ঘটনার সাথে দীর্ঘতর হচ্ছে হতাহতের মিছিল। পদ্মা সেতু চালু হবার পরে পরিবহন সংস্থাগুলো ‘ কে কত আগে যাত্রীদের গন্তব্যে পৌছে দিতে পারে’, এ মরন প্রতিযোগিতায় বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়ক ছাড়াও দক্ষিণাঞ্চলের সবগুলো আঞ্চলিক ও জাতীয় মহাসড়কেই দূর্ঘটনা এখন নিয়মিত ঘটনা। এমনকি বেশীরভাগ পরিবহন সংস্থাগুলো যে পরিমান গাড়ীর রুট পারমিট গ্রহন করেছে তার কয়েকগুন বেশী যানবাহন পরিচালনা করছে বলে অভিযোগ থাকলেও বিআরটিএ সহ আইন-শৃংখলা বাহিনী অজ্ঞাত কারণে বিষয়গুলো খতিয়ে দেখছে না বলেও অভিযোগ রয়েছে।
গত শণিবার পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালমুখি একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রনহীন হয়ে পাশ^বর্তি পুকুরে পড়ে গেলে ১৭ জনের মৃত্যু ছাড়াও আরো ১৮ যাত্রী আহত হয়। এর তিনদিন পরেই বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়কের গৌরনদীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি যাত্রীবাহী বাস পাশর্^বর্তি ডোবায় পড়ে গেলে অন্তত ১৮ জন আহত হয়। অপর বাসটি রাস্তার পাশের গাছে আটকে রক্ষা পায়।
এধরনের দূর্ঘটনা ছাড়াও ছোটখাটো অঘটন বরিশাল-ভাংগা-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়ক সহ দক্ষিণাঞ্চলের সবগুলো জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নিয়মিত ঘটনায় পরিনত হয়েছে। মহাসড়কগুলোতে চলাচলকারী যানবাহনের সক্ষমতা পরিক্ষা ছাড়াও চালকদের দক্ষতা ও আন্তরিকতার বিষয়টি এখন আর যাচাই করা হচ্ছে না। হাইওয়ে পুলিশ এবং বিআরটিএ’র কর্মকান্ড নিয়ে অনেক অভিযোগের পরেও পরিস্থিতির উন্নতি লক্ষণীয় নয়। ফরিদপুরের ভাংগা ও বরিশালের গৌরনদীর হাইওয়ে থানা পুলিশ প্রায়শই মহাসড়কের বিভিন্নস্থানে চৌকি বসালেও বেপরোয়া গতি নিয়ন্ত্রন সহ যানবাহন ও চালকদের সক্ষমতা নিশ্চিত করতে পারেনি এখনো। উপরন্তু বরিশালের দক্ষিণে কোন মহাসড়কেই হাইওয়ে পুলিশের কর্মকান্ড নেই।
ইতিহাসে সর্বাধীক ব্যায়বহুল পদ্মা সেতু সহ সাড়ে ১১ হাজার কোটি টাকার ৫৫ কিলোমিটার ভাংগা-মাওয়াÑঢাকা এক্সপ্রেসওয়ে ধরে রাজধানী থেকে দুটি সার্ভিস লেন সহ ভাঙ্গা পৌছার পরে বরিশাল অঞ্চলের মহাসড়কগুলোর অবস্থা এখনো মানসম্মত নয়। এমনকি পদ্মাসেতু চালু হবার পরে ১৯৬০ থেকে ’৬৫ সালে নির্মিত বরিশাল-ফরিদপুর মহাসড়ক বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে পারছেনা বলেই মনে করছেন পরিবহন বিশেষজ্ঞগন। অথচ ভাঙ্গা থেকে বরিশাল বিভাগের ৬টি জেলার গুরুত্বপূর্ণ জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোর উন্নয়ন গত প্রায় এক দশক ধরে নানা পরিকল্পনায় আবদ্ধ। এমনকি এসব মহাসড়কের উন্নয়নে সরকারের উচ্চ পর্যায়ে আন্তরিকতার কোন ঘাটতি নেই।
পরিবহন বিশেষজ্ঞদের মতে, ভাঙ্গা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে বরিশাল, ১৯০ কিলোমিটার দক্ষিণে পায়রা বন্দর ও ২০৩ কিলোমিটার দক্ষিণে কুয়াকাটার সাথে সংযুক্ত মহাসড়কগুলো বাড়তি যানবাহনের চাপ সামাল দেয়ার ক্ষমতা নেই। সড়ক অধিদপ্তরের প্রকৌশলীগনও এর সাথে দ্বিমত পোষন করছেন না। এসব মহাসড়ক এখনো মাত্র ১৮ফুট থেকে ২৪ ফুট প্রস্থ। এমনকি এরমধ্যে ফরিদপুরÑবরিশাল মহাসড়কটি নির্মিত হয় ১৯৬০ থেকে ‘৬৫ সালের মধ্যে। ১৯৭৮ থেকে ’৮২ সালের মধ্যে নির্মিত হয় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক। পরবর্তিতে তা কুয়াকাটা পর্যন্ত সম্প্রসারন ঘটলেও পদ্মাসেতু চালু পরবর্তি বাড়তি যানবাহন পরিবহনের সক্ষমতা নেই। বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর-খুলনা মহাসড়ক ছাড়াও ঐ মহাসড়কেরই ঝালকাঠীর রাজাপুর থেকে ভান্ডারিয়া হয়ে পাথরঘাটা, বাকেরগঞ্জ থেকে বরগুনার মহাসড়কগুলোরও একই অবস্থা। এসব মহাড়কের প্রায় সবটাই মাত্র ১৮ ফুট প্রস্থ।
অথচ পদ্মাসেতু চালু হবার পরে প্রতিটি জেলার সাথেই সংযুক্ত মহাসড়গুলোতে যানবাহনের সংখ্যা তিনগুনেরও বেশী বেড়েছে। এমনকি সড়ক পরিবহন বৃদ্ধির কারণে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী নৌযোগাযোগ ব্যাবস্থার ইতোমধ্যে জবনিকা কম্পমান। ফলে সড়কপথে যাত্রী ও যানবাহন ক্রমশ বড়লেও তা বহনের সক্ষমতা নেই বরিশাল অঞ্চলের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোর। সাথে নানা অনিয়ম ও বেপরোয়া গতি নিয়ন্ত্রনে উদাশিনাতায় প্রতিনিয়ত জানমালের ক্ষতির সংখ্যা ক্রমশ বাড়ছে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞগন।
বরিশাল থেকে ভাংগা পর্যন্ত মহাসড়কটির টেকেরহাট, মোস্তফাপুর, ভুরঘাটা, গৌরনদী,বাটাজোড় হয়ে সবশেষে বরিশাল মহানগরীর নথুল্লাবাদে কেন্দ্রীয় বাস টার্মিনাল, নবগ্রাম রোড-চৌমহনী, আমতলা মোড়, সাগরদী বাজার ও রূপাতলী বাস টার্মিনাল এলাকায় বিশৃংখলা আর যানযট এখন নিয়মিত ঘটনা। এসব স্থানের দুধারেই ক্যারেজওয়ে পর্যন্ত অবৈধ দোকানপাটের সাথে নানা অবৈধ অবকাঠামো মহাসড়কটির গলা টিপে ধরে আছে। ফলে সুষ্ঠু ও নির্বিঘœ পরিবহন ব্যাবস্থা এখন কল্পনারও অতীত। এসব অনিয়ম-অব্যবস্থার হাত ধরেই বাড়ছে দূর্ঘটনার সংখ্যাও।
ফরিদপুর-ভাংগা-বরিশাল-কুয়াকাটা/পায়রা মহাসড়কটি ৬ লেনে উন্নয়নের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ২০১৫ সাল থেকে সম্ভাব্যতা সমিক্ষা সহ বিস্তারিত নকশা প্রনয়ন সম্পন্ন হলেও প্রায় ২১ হাজার কোটি টাকা ব্যায় সাপেক্ষ প্রকল্পটি এখনো আলোর মুখ দেখেনি। মহাসড়কটি উন্নয়নে দেশীয় অর্থে ভ’মি অধিগ্রহনে ১৮শ কোটি টাকার প্রকল্পটি ২০১৮ সালের ফেব্রুয়ারীতে একনেক-এর অনুমোদন সহ অর্থ বরাদ্ব হলেও প্রকল্প মেয়াদ শেষ হবার এক বছর পরেও অর্ধেক জমিও অধিগ্রহন হয়নি। এমনকি অর্থের সংস্থান না হওয়ায় মহাসড়কটি প্রাথমিক পর্যায়ে ফরিদপুর থেকে বরিশাল পর্যন্ত ১২৪ কিলোমিটার ৬ লেনে উন্নীত করণের সিদ্ধান্ত হলেও এখন এশীয় উন্নয়ন ব্যাংক ২০১৫ সালে সম্ভাব্যতা সমিক্ষা সহ নকশার পরিবর্তে নতুন করে সব কিছু করতে বলেছে।
ফলে প্রকল্পটি নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে। এসীয় উন্নয়ন ব্যাংকের পরামর্শ অনুযায়ী পুনরায় সব কিছু তৈরী করতে চলতি অর্থ বছর শেষ হয়ে যাবারই সম্ভবনা রয়েছে। এ ব্যাপারে প্রকল্প পরিচালকের সাথে তার দাপ্তরিক সেল ফোনে গত এক সপ্তাহ ধরে যোগোযোগের বহু চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তবে বরিশাল সড়ক জোনের দায়িত্বশীল সূত্রের মতে, ‘আগামী ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী-এডিপি’তে বরিশাল-ফরিদপুর মহাসড়ক ৬ লেনে উন্নয়ন প্রকল্প’টি অন্তভর্’ক্তির চেষ্টা চলছে। তবে ডিপিপি একনেক-এর অনুমোদন লাভ করলেও দাতা সংগ্রহের বিষয়টি নিয়ে সূত্রটি কিছু বলতে পারেন নি। প্রকল্পের কাজ শুরু আরো বহু দুরে।
পাশাপাশি এ মহাসড়কটি পায়রা বন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত উন্নয়ন না হলে পদ্মা সেতুসহ এক্সপ্রেসওয়ের পরিপূর্ণ সুফল দক্ষিণাঞ্চলে পৌছবে না বলেই মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন বিশেজ্ঞগন। এমনকি বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোতে নিত্যকার দূর্ঘটনা প্রতিরোধও দূঃস্বাধ্য হয়ে পরতে পাড়ে বলেও মনে করছেন মহলটি। তাদের মতে প্রতিনিয়তই এ অঞ্চলের মহাসড়কে যাত্রী ও পণ্য পরিবহনের সাথে যানবাহনের সংখ্যা বাড়ছেই। কিন্তু সে তুলনায় মহাসড়কের সক্ষমতা বাড়ছে না।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

সালথায় বিএনপি নেতার ভাতিজাকে কোপাল শ্রমিকলীগ নেতার ভাতিজা: হামলা-ভাঙচুর

ঈশ্বরগঞ্জে আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

ব্যাখ্যা ছাড়াই ২০ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প

ইসলাম নিয়ে ব্যবসা করা কোন ইসলামী দল ক্ষমতায় আসতে পারবে না : এ এম এম বাহাউদ্দীন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল

নীলফামারী জেলা ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

রাঙামাটিতে কাপ্তাই হ্রদের কাট্টলি বিলে বাঁশের ভেলা

বান্দরবানে সেনাবাহিনীর সহয়তায় কুকি-চিনের অত্যচারে পালিয়ে যাওয়া পরিবার নিজ গৃহে ফিরছে

ফেনী নদীতে অনিয়ন্ত্রিত বালু উত্তোলন,বিলীন হচ্ছে আশ্রয়ন প্রকল্প,ঘরবাড়ি-কৃষিজমি

জুলাই আন্দোলনে বিতর্কিত পোস্ট, কলাপাড়ায় চিকিৎসকের শাস্তি ও অপসারণের দাবিতে গণস্বাক্ষর

শব্দ দূষণে নাকাল বরগুনা শহরবাসী: চরম হুমকির মুখে রয়েছে স্কুল শিক্ষার্থীরা

ফেঁসে যাচ্ছে হাসিনার দোসর মিডিয়াগুলো, প্রশংসায় ভাসছেন শফিকুল আলম

এবাদতকে বিমানবাহিনীর অনারারি কমিশন পদে বিবেচনা করা যেতে পারে – জুলকারনাইন

শেরপুরে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

লাখো ভক্ত মুরিদের অশ্রুভেজা মোনাজাতের মধ্য দিয়ে ফান্দাউক দরবারের মাহফিল সম্পন্ন

কিশোরগঞ্জে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

মতলবে নদী ভাঙনের কবলে তিনটি গ্রাম হুমকির মুখে মেঘনা-ধনাগোদা বেড়ীবাঁধ

হরিরামপুরে আমজাদ হত্যা মামলা : পরকীয়া প্রেমিকা সাজেদার দিকেই সন্দেহের তীর

মানুষের তৈরি আইন দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয় : মাওলানা আবুল কালাম আজাদ