জাবি ছাত্রলীগের বিরুদ্ধে লেগুনা আটকে চাঁদা দাবির অভিযোগ
২৭ জুলাই ২০২৩, ০৫:২৮ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২৩, ০৫:২৮ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে ২৪টি লেগুনা আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। দিনপ্রতি চাঁদা ২৫ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করতেই লেগুনাগুলো আটকানো হয়েছে বলে জানিয়েছেন চালক ও মালিকপক্ষের নেতারা। তবে ছাত্রলীগ নেতারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মোটরসাইকেলে ধাক্কা দেওয়ায় শিক্ষার্থীরা লেগুনাগুলো আটকিয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল ফারুক ইমরান, শাহ পরাণ ও হাসান মাহমুদ ফরিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও লেলিন মাহবুব এবং উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আল-রাজি সরকার প্রমুখ। ছাত্রত্ব শেষ হওয়ার পরেও তারা সবাই বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে থাকছেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার বিকালে ছাত্রলীগের নেতাদের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেইটের সামনে অবস্থান নিয়ে লেগুনাগুলো আটকানো শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লেগুনাগুলোর চাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলে যান।
এরপর রাতে লেগুনার মালিকপক্ষের নেতারা আসলে কয়েকটি লেগুনা ছেড়ে দেওয়া হয়। আর বাকি ১১টি লেগুনা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিয়ে আটকে রাখা হয়। এরপর বুধবার বিকালে আরও ১৩টি লেগুনা আটকিয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে আসা হয়। সে হিসেবে মোট ২৪টি লেগুনা বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশে রাখা হয়েছে। তবে মালিক পক্ষের সাথে আলোচনা না করে লেগুনাগুলো ছাড়বেন না বলে জানিয়েছেন ছাত্রলীগের নেতারা।
সরেজমিনে দেখা যায়, মীর মশাররফ হোসেন হলের পাশে সারি সারি ২৪ টি লেগুনা আটকে রাখা হয়েছে। লেগুনাগুলো যাতে চালকরা গোপনে নিয়ে চলে যেতে না পারে সেজন্য ওই হলের নিরাপত্তা প্রহরীকে দায়িত্ব দিয়েছেন ছাত্রলীগের নেতারা। হলের নিরাপত্তা প্রহরী দুলাল জানান, লেগুনাগুলো যাতে চালকরা না নিয়ে যেতে পারে তাই তাকে হলের নেতারা পাহারা দিতে বলেছেন।
এদিকে লেগুনার চালক ও মালিক পক্ষের সাথে কথা বলে জানা যায়, সাভার থেকে আশুলিয়া রুটে প্রায় দুই শতাধিক লেগুনা নিয়মিত চলাচল করে। সেগুলোকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাদের দিনপ্রতি ২৫ টাকা করে চাঁদা দিতে হতো। সে হিসেবে মাসিক দেড় লাখ টাকা চাঁদা দিতো তারা। তবে বিগত দুই মাস ধরে চাঁদা দেওয়া বন্ধ ছিলো। তার প্রেক্ষিতে আবারও লেগুনা থেকে চাঁদা আদায়ের চুক্তি করতে চায় ছাত্রলীগ নেতারা। এবার লেগুনা প্রতি ১০০ টাকা দাবি করেছেন ছাত্রলীগের নেতারা। তবে তা দিতে অস্বীকৃতি জানিয়েছে মালিক পক্ষ। তাই লেগুনা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করছেন চালক ও মালিক পক্ষের নেতারা।
লেগুনা চলাচল নিয়ন্ত্রণকারীদের মধ্যে আনারকলি গ্রুপের নেতা হাসান আলী বলেন, ‘প্রতি লেগুনা থেকে দিনপ্রতি ২৫ টাকা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাঁদা দেওয়া হতো। আর যিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে যোগাযোগ করতেন, তিনি ৫ টাকা করে নিতেন। তবে এখন তারা লেগুনা প্রতি ১০০ টাকা দাবি করছে, যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না।’
অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতারা জানান, সাভার থেকে আশুলিয়াগামী একটি লেগুনা সিএন্ডবি এলাকায়
বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬তম ব্যাচ) ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র তানভীর ও তারেকের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তাই তিনটি লেগুনা আটকে রাখা হয়। তবে চালকেরা নকল চাবি দিয়ে সেগুলো নিয়ে চলে যান। এরপর ক্ষোভে শিক্ষার্থীরা লেগুনাগুলো আটকিয়েছে। মালিক পক্ষের সাথে কথা বলার জন্য ডাকা হলেও তারা আসছেন না, তাহলে কাদের ভরসায় লেগুনাগুলো ছেড়ে দিবো?
এ বিষয়ে তানভীর বলেন, ‘আমাদের মোটরসাইকেলের পেছনে একটি লেগুনা ধাক্কা দেয়। পরে তিনটি লেগুনা আটকানো হয়, তবে তারা কিছু না বলেই নকল চাবি দিয়ে চলে যায়।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘হলের ছোট ভাইয়েরা লেগুনাগুলো আটকায়। তাই মালিক পক্ষের সাথে কথা বলার জন্য ডেকেছি, তবে তারা আসেনি। এভাবে ফিটনেসবিহীন গাড়ি তো সড়কে চলতে পারে না। মালিকপক্ষ না আসলে, কাদের কাছে গাড়ীগুলো দিবো?’
বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন বলেন, ‘লেগুনাগুলো আটকানোর ঘটনা শুনেছি, তবে সেটা ছাত্রলীগের নামে আটকানো হয়নি। বিশ^বিদ্যালয়ের একটি হলের শিক্ষার্থীরা আটকিয়েছে। কাগজপত্র না থাকায় ও ফিটনেসবিহীন হওয়ায় সেগুলো আটকানো হয়েছে। তবুও বিষয়টি সমাধানের জন্য সাভার হাইওয়ে থানা পুলিশকে জানিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘ছাত্ররা লেগুনাগুলো আটক করে বিশ^বিদ্যালয়ের ভেতরে নিয়ে আসতে চাইলে বাঁধা দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা আমাদের কথা শোনেননি। বিষয়টি যেহেতু ছাত্র সংশ্লিষ্ট, তাই প্রক্টর এবং রেজিস্ট্রারকে বিষয়টি অবগত করেছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘বিশ^বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার ঘটনায় লেগুনাগুলো আটকানো হয় বলে শুনেছি। তবে যতদূর জানি, ঘটনাটি সমাধান হওয়ার কথা। তবুও আমি আবার খোঁজ নিচ্ছি।’
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক বলেন, ‘লেগুনা আটকানোর বিষয়টি শুনেছি। তবে সমাধানের বিষয়ে কেউ আসেনি।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বান্দরবানে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, পুড়ে যাওয়া ঘরগুলো নির্মাণের নির্দেশ
অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরায়েলের
ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয়
সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা
চাঁদপুরে দুই উপজেলার মধ্যবর্তী সেতু ভেঙ্গে পড়েছে
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৩৩, দেড় হাজার বন্দির পলায়ন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ
পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলা, নারীসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ
ভারতে শঙ্করাচার্যের সাথে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইলেন একদল বাংলাদেশি হিন্দু
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে