নারী কেলেংঙ্কারীর ঘটনায় ময়মনসিংহ খাদ্য বিভাগে তোলপাড়, নিরাপত্তাকর্মী বদলি
২৭ জুলাই ২০২৩, ০৫:২৯ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২৩, ০৫:২৯ পিএম
নারী কেলেঙ্কারীর ঘটনায় গত দুই মাস ধরে ময়মনসিংহ খাদ্য বিভাগের ভেতরে-বাইলে তোলপাড় চলছে। তবে এ ঘটনার জড়িতদের বিচার না হলেও প্রতিবাদকারি ফুলপুর খাদ্য গুমাদের নিরাপত্তাকর্মী লিটন ভৌমিককে গত ২০ জুন ধোবাউড়ায় বদলি করা হয়েছে। এনিয়ে ফের নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
নিরাপত্তাকর্মী বদলির বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী বলেন, স্বাভাবিক নিয়মেই ওই নিরাপত্তাকর্মীর বদলি হয়েছে। এর বাইরে অন্য কোন ঘটনা আছে কি-না আমার জানা নেই। তবে প্রায় দুই মাস আগে ফুলপুর খাদ্য গুমাদে কোন একটা সমস্যা হয়েছিল বলে শুনেছিলাম। কিন্তু সংশ্লিষ্ট কেউ আমাকে বিষয়টি জানায়নি। তাছাড়াও এ সংক্রান্ত কোন অভিযোগও আমি পাইনি।
উপজেলা খাদ্য গুদাম সূংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ মে ফুলপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানার সাথে অফিসের খন্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হাফসানা আফরিনের কেলেংঙ্কারীর ঘটনা ধরা পড়ে। এনিয়ে অফিসের নিরাপত্তাকর্মী লিটন ভৌমিকের স্ত্রী সুরভী বিচার দাবি করলে ঘটনাটি গড়ায় উপজেলা প্রশাসনে। পরে দুই পক্ষকে ডেকে বিষয়টি শান্ত করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাজ্জাদুল হাসান।
তবে বিষয়টি বিগত দুই মাস ধামাচাপায় থাকলেও ওই ঘটনার জের ধরে গত ২০ জুন হঠাৎ নিরাপত্তাকর্মী লিটন ভৌমিককে ফুলপুর থেকে বদলি করা হয় ধোবাউড়া খাদ্য গুদামে। এতে নারী কেলেংঙ্কারীর ঘটনাটি ফের চাউর হয়ে উঠেছে খাদ্য বিভাগের ভেতরে-বাইরে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাজ্জাদুল হাসান জানান, ঘটনাটি কয়েক মাস আগের, সঠিক ভাবে মনে নেই। তবে বিষয়টি শুনে দুই পক্ষকে নিয়ে আমি আলোচনায় বসে ছিলাম। এতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, ওসিসহ অন্যরাও উপস্থিত ছিলেন। তখন সুনির্দ্দিষ্ট কোন অভিযোগ না থাকায় ঘটনাটি সামাধান হয়ে যায়। তবে লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে খতিয়ে দেখা হবে।
জানতে চাইলে পরিচ্ছন্নতাকর্মী হাফসানা আফরিন বলেন, এটা (কেলেংঙ্কারী) অতীত হয়ে গেছে। এখন বলার মত কিছু নেই, সাধারণ বিষয়।
একই ধরনের মন্তব্য করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা। তিনি বলেন, ঘটনা কিছুই না, নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার কারণে ভুল বুঝাবুঝি হয়েছিল। এটা কিছুই না। আপনার (প্রতিবেদক) সাথে পরে দেখা করে কথা বলব।
তবে নিরাপত্তাকর্মী লিটন ভৌমিক বলেন, কেন আমাকে বদলি করা হয়েছে, তা জানা নেই। তবে রানা স্যার ও হাফসানার ঘটনায় আমার স্ত্রী প্রতিবাদ করেছিল, এটাই আমার একমাত্র দোষ।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিরাপত্তাকর্মী লিটন ভৌমিকের স্ত্রী সুরভী বলেন, প্রতিবাদ করায় আমরা দোষি হয়েছি। আমার স্বামীকে বদলি করা হয়েছে, একদিন বগবান বিচার করবেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ