পূর্ণিমার ভরা কোটালে ভর করে ফুসে ওঠা সাগরের জোয়ার ও বৃষ্টিতে বরিশাল অঞ্চলের সবগুলো নদীর পানি বিপদ সীমার ওপরে
০৩ আগস্ট ২০২৩, ০৫:১২ পিএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৩, ০৫:১২ পিএম
শ্রাবনের পূর্ণিমার ভরা কোটালে ভর করে ফুসে ওঠা সাগরের জোয়ারের সাথে গত কয়েক দিনের মাঝারী থেকে ক্ষনস্থায়ী ভারী বর্ষণে বরিশাল অঞ্চলের সবগুলো নদ-নদী দুকুল ছাপিয়ে বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে। খোদ বরিশাল মহানগরীর অনেক এলাকা গত দুদিন ধরে বৃষ্টি আর কির্তনখোলার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ভঙ্গুর পয়ঃনিস্কাশন ব্যাবস্থার সাথে কির্তনখোলা নদী পানি গ্রহন না করায় নগরীর অনেক রাস্তাঘাটই গত তিন ধরে প্লাবিত। বরিশাল কৃষি অঞ্চলের মাঠে থাকা প্রায় পৌনে ২ লাখ হেক্টরের উঠতি আউশ এবং অর্ধ লক্ষাধিক হেক্টরের আমন বীজতলা ছাড়াও গ্রীষ্মকালীন বিভিন্ন সবজী মারাত্মক হুমকির মুখে। এ দুটি দানাদার ফসল থেকে প্রায় ২৩ লাখ টন চাল পাবার লক্ষ্য রয়েছে এবার।
সমাপ্ত প্রায় খরিপ-১ মৌসুমে বরিশাল অঞ্চলে আউশ আবাদ লক্ষমাত্রার মাত্র ৭৭ ভাগ অর্জিত হওয়ায় প্রায় ৫.৮৮ লাখ টন আউশ চাল পাবার লক্ষ্য অর্জনে চরম অনিশ্চয়তাকে বিরূপ আবহাওয়া আরো তরান্বিত করছে। ইতোমধ্যে বিস্তির্ণ এলাকার উঠতি আউশ ও আমন বীজতলা জোয়ার এবং বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর-ডিএই তার মাঠ কর্মীদের ক্ষয়ক্ষতির বিবরন পেস ছাড়াও ফসল রক্ষায় এসময়ে করণীয় সম্পর্কে কৃষকদের পরামর্শ প্রদানের নির্দেশ দিয়েছে।
গত ৩ দিনে বরিশাল অঞ্চলের প্রায় সবগুলো নদ-নদীর পানি ১০-১৫ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজী বিভাগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলে তার ২৩টি গেজ স্টেশন থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করছে। বৃহস্পতিবার দুপুরে মির্জাগঞ্জে পায়রা ও বুড়িশ^র নদীর পানি ১২ সেন্টিমিটার, আমতলীতে ১০ সেন্টিমিটার, বরগুনার বিষখালী নদীর পানি ৩৭ সেন্টিমিটার, পাথরঘাটায় বিষখালী ৩৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল।
এছাড়া বুধবার রাতে বরিশালের কির্তনখোলা ১৫ সেন্টিমিটার, বেতাগীতে বিষখালী ২৯ সেন্টিমিটার, দৌতখানে মেঘনা ও সুরমা দশমিক ৬৪ সেন্টিমিটার, তজুমদ্দিনে ১.২ সেন্টিমিটার, হিজলায় ধর্মগঞ্জ নদী দশমিক ৩৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল।
সদ্য সমাপ্ত খরিপ-১ মৌশুমে বরিশাল কৃষি অঞ্চলে আবাদকৃত প্রায় ১ লাখ ৬৯ হাজার হেক্টরে আউশ ধান কর্তনের সময় ঘনিয়ে এলেও তা এখনো মাঠে। আর এসময়ে শ্রাবনের পূর্ণিমায় ভর করে ফুসে ওঠা সাগরের পানির সাথে গত ৩ দিনের মাঝারী বর্ষণ পরিস্থিতির অবনতি তড়ান্বিত করছে। চলতি বছর আউশ ধান থেকে বরিশাল কৃষি অঞ্চলে যে ৫ লাখ ৮৮ হাজার টন চাল পাবার লক্ষ্য স্থির করে রেখেছে কৃষি মন্ত্রনালয় তার পুরোটাই এখনো মাঠে।
কিন্তু জুলাই মাস যুড়ে বরিশালে স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৫৮% কম বষ্টি হলেও মঙ্গলবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশালে ৩৬ মিলিমিটার, বুধবার সকালে ২৪ মিলিমিটারের পরে বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশালে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে এসময়ে খেপুপাড়াতে ৩৬ মিলি বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এদিকে চলতি খরিপ-২ মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসল আমন আবাদ নিয়েও চরম অনিশ্চয়তা তৈরী করেছে নদ-নদীর পানি বৃদ্ধি সহ গত ৩ দিনের বর্ষণ। চলতি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ৭ লাখ হেক্টরে রোপা আমন আবাদের লক্ষে ইতোমধ্যে প্রায় ৫০ হাজার হেক্টরে বীজতলা তৈরী হলেও কৃষকরা বীজ রোপন করছে না বৈরী আবহাওয়ার আশংকায়। গত তিন বছর ধরেই ভাদ্র মাসের বড় অমাবশ্যার সময় প্রবল বর্ষণের সাথে উজানের ঢল ও ফুসে ওঠা সাগর ভয়াবহ পরিস্থিতি তৈরী করে আসছে। ফলে চলতি মৌসুমের প্রায় এক-তৃতীয়াংশ সময় পেরিয়ে গেলেও বরিশাল কৃষি অঞ্চলে লক্ষ্যমাত্রার মাত্র ১% জমিতে আমনের আবাদ হয়েছে বলে ডিএই জানিয়েছে। চলতি খরিপ-২ মৌসুমে বরিশাল অঞ্চলের আমন থেকে প্রায় ১৭ লাখ টন চাল পাবার লক্ষ স্থির করেছে কৃষি মন্ত্রনালয়।
কিন্তু সামনে ভাদ্রের অমাবশ্যার ভড়া কোটাল পর্যন্ত অপেক্ষা করেই বেশীরভাগ কৃষক আমন রোপনে সিদ্ধান্ত নিয়ে রাখলেও তার আগের পূর্ণিমার প্লাবনও এ অঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসলের জন্য ইতোমধ্যে হুমকি সৃষ্টি করেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল সূত্রের মতে, সাগর কিছুটা শান্ত হয়ে শুক্রবার থেকে বরিশাল অঞ্চলের ভাটি মুখি প্রবাহ বৃদ্ধির ফলে নদ-নদীর পানির উচ্চতা কিছুটা হ্রাস পেতে পারে।
এদিকে আবহাওয়া অফিস শুক্রবার সকালের পরবর্তি ৪৮ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধির পূর্বাভাষ দিয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহে বরিশাল অঞ্চলে মাঝারী থেকে অতি ভারি বর্ষণের কথাও বলেছে আওবহাওয়া বিভাগ। বরিশাল অঞ্চলের সবগুলো নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত ছাড়াও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান