ফেনীতে বন্যায় সড়ক, কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি আতঙ্কে নদী পাড়ের মানুষ
১৯ আগস্ট ২০২৩, ০৭:৩৬ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় চলতি মাসের প্রথম দিকে ফেনীর ফুলগাজী-পরশুরাম উপজেলায় এবারের বন্যা ভয়াবহ আকার ধারণ করেছিল। চলতি মৌসুমের এটি ছিল প্রথম দফা বন্যা। দুই উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়, ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এতে নদীর তীরবর্তী বসবাসরত মানুষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পানি উঠে গেলে শিক্ষার্থীরা কয়েকদিন স্কুলে যেতে পারেনি, রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় দুই উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও কৃষকের রোপা আমন ও বীজতলা পানির নিচে তলিয়ে যায়, শতশত পুকুরের মাছ ভেসে যায়,এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় ও মৎস্যচাষীরা লোকসানের মুখে পড়েন এবং সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সবমিলিয়ে বিপর্যস্ত ছিল বন্যা দুর্গত এলাকার মানুষ।
এক সপ্তাহ আগে বন্যার পানি নেমে যাওয়ায় এখন ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। গতকাল শুক্রবার সরেজমিনে গেলে দেখা যায় মুহুরী নদীতে পানি কিছুটা বেড়েছে। স্থানীয় লোকজন জানায় গত দুইদিন আগে উজানে বৃষ্টি হলে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর এলাকায় নদীর ভাঙাবাঁধ দিয়ে পানি ঢুকে যায়। পরে রাতে আবার নদীতে পানি কমে যায়। গত ৬ আগস্ট ভোরে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরইয়া ও উত্তর দৌলতপুর অবস্থিত মুহুরী নদীর দুই স্থানের বেড়িবাঁধ ভেঙে যায়। বন্যার পানি চলে যাওয়ার ১৩দিন অতিবাহিত হলেও নদীর বাঁধের ভাঙনস্থানগুলো এখনো জরুরী মেরামত করতে পারেনি ফেনী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। সেখানে দেখা যায় নদীর ভাঙনস্থানে কিছু মাটিবর্তী বস্তা,বাঁশ ও গাছ ফেলে রাখা হয়েছে। কিন্তু কোনো লেবার বা শ্রমিক দেখা যায়নি। কারণ নদীতে পানি বাড়লে ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে বির্স্তীর্ণ অঞ্চল পুনরায় প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে চরম দুর্শ্চিন্তায় রয়েছে স্থানীয় এলাকাবাসী ও নদী পাড়ের অসহায় মানুষজন।
উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা সিরাজ মিয়া বলেন, বন্যার পানি নেমে গেছে কয়েকদিন হয়ে গেছে কিন্তু নদীর ভাঙা বাঁধ মেরামতের কাজের কোনো অগ্রগতি নেই। বন্যায় ক্ষতিগ্রস্ত শেখ রাসেল সড়কটি এ গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা কিন্তু এখনো রাস্তাটি জরুরীভিত্তিতে মেরামত না করায় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
নদীর পাড়ের বাসিন্দা বেলাল হোসেন বলেন, আমরা যারা নদীরকূলে বসবাস করছি বর্ষাকালে আমাদেরকে আতঙ্কের মধ্যে থাকতে হয়। প্রতিবছর সর্বগ্রাসী মুহুরী নদীর একাধিক স্থানে বেড়িবাঁধ ভেঙে আমাদেরকে ধ্বংস করে দিয়ে যায়। আমরা কোনো ত্রাণ চাই না, সরকারের কাছে আমাদের একটাই দাবি মুহুরী-কহুয়া ও সিলোনীয়া নদী খনন এবং শাসন করে এ মহাদুর্যোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিন।
উত্তর বরইয়া এনামের বাড়ির পাশের বাসিন্দা বৃদ্ধ নুরশাদ আহাম্মদ বলেন, আমি তিনকানি জমিতে এবার আমনের চারা রোপন করেছি, বন্যায় সব নস্ট হয়ে গেছে। পুকুরে মাছ ছিল সব চলে গেছে। সবমিলিয়ে তার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন সরকার যেন এ নদীর শাসনের ব্যবস্থা করে এবং নদীর টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।
ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: সেলিম বলেন, বন্যায় আমাদের এলাকায় রাস্তাঘাট,পোল কালভার্ট,কৃষকের কৃষি জমি ও পুকুরের মাছ ভেসে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। নদী শাসন না করা এবং নদীর হতে অবৈধভাবে বালু উত্তোলনের কারনে মূলত নদীর বাঁধে ভাঙনের সৃষ্টি হয়েছে। যানবাহন ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে ক্ষতিগ্রস্ত রাস্তার ছোটখাট জরুরী মেরামত কাজগুলো এলাকাবাসীসহ আমরা করে দিয়েছি, বাকি কাজ এলজিইডি করবে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈয়দ আসিফ মুহাম্মদ ইনকিলাবকে বলেন, বন্যায় ফুলগাজীর দুটি ইউনিয়নে ৯টি গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুরে শেখ রাসেল সড়ক, গনিয়ামোড়া-জয়পুর সড়ক,পূর্ব ঘনিয়ামোড়া সড়ক,পূর্ব ঘনিয়ামোড়া সড়ক ( কামরুল মিয়া বাড়ি) ফুলগাজী বক্সমাহমুদ রোড, ঘনিয়ামোড়া প্রাথমিক বিদ্যালয় সড়ক, সমির বণিক হাউজ-এয়ার আহমেদ ডিলার হাউজ সড়ক, ফতেহপুর বসন্তপুর বরইয়া ফুলাগজী সড়ক। আমজাদ ইউনিয়নে উত্তর ধর্মপুর (আরএইচডি রোড) শনির হাট সড়ক ও জগতপুর-মনিপুর সড়ক। এসব সড়কের ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে আনুমানিক ৩ কোটি ১৮ লক্ষ টাকা। আমরা সড়কগুলো সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত সড়কগুলো মেরামতের জন্য প্রস্তাবনা পাঠানো হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক ইনকিলাবকে জানান,উপজেলা পর্যায়ে মৎস্যখাতে কোনো ধরনের ত্রাণ সহায়তা বা তহবিল পাওয়া যায় না। সে অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদেরকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়া যায় না। ফুলগাজী উপজেলায় এবারের বন্যায় ৪৫ হেক্টর আয়তনের ৩৫০টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে বন্যা পরবর্তী মৎস্যখাতে ক্ষতির পরিমাণ দাঁড়ায় আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা ইনকিলাবকে বলেন, উপজেলায় এবার মোট ৬ হাজার ২শ ১০ হেক্টর আবাদি জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবারের বন্যায় ১২০ হেক্টর আবাদি জমিতে রোপা আমনের ক্ষতি হয়েছে। ৫ হেক্টরের মতো সবজি আবাদের ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত কৃষকরা রোপা আমনের চারা সংগ্রহ করে পুনরায় রোপন করছেন। কারন এখন আর নতুন করে বীজতলা তৈরি করার সময় নেই, যে যেখান থেকে পারছেন আমনের চারা সংগ্রহ করে রোপনকার্যে ব্যস্ত সময় পার করছেন। আমরা কৃষকদেরকে প্রণোদনা দেওয়ার বিষয়ে বলেছিলাম কিন্তু তারা এ ব্যাপারে রাজি হয়নি।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো:আরিফুর রহমান ভূঁইয়া ইনকিলাবকে বলেন, ফেনী জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের চীপ ইঞ্জিনিয়ার ও এসি মহোদয়ের পরামর্শক্রমে জরুরী ভিত্তিতে নদীর বাঁধের ভাঙনস্থানের প্রাথমিক মেরামত কাজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। নদীর বাঁধের ৩টি ভাঙনস্থান এবং ঝুঁকিপূর্ণ স্পটগুলো চিহ্নিত করে মেরামতের জন্য ব্যয় ধরা হয়েছে ৭০ লক্ষ টাকা। পরবর্তীতে সংশ্লিষ্ট দফতরে অনুমোদনের জন্য পাঠানো হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড