বগুড়ার শাহ সুলতান কলেজে ভর্তি প্রতারণা চক্রের ৪ জনের বিরুদ্ধে মামলা
২০ আগস্ট ২০২৩, ০৪:৫১ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৩, ০৪:৫১ পিএম
বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের ভর্তি প্রতারনা চক্রের ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রতারিত এক শিক্ষার্থী। এর আগে শনিবার কলেজের তিন কর্মচারীকে প্রতারণার অভিযোগে আটক করে র্যাব ও পুলিশ। রোববার দুপুরে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এরা হলেো যথাক্রমে শাজাহানপুর উপজেলার লতিফপুর দক্ষিণপাড়ার হারুনুর রশিদ (৪০), বগুড়া সদর উপজেলার জিগাতলার আমিনুর রহমান (৪৫) ও ইসলামপুর হরিগাড়ীর আব্দুল হান্নান (৪৫)। এরা সবাই শাহ সুলতান কলেজের অফিস সহায়ক হিসেবে কর্মরত।
মামলায় অপর এজাহার নামীয় আসামি শাজাহানপুরের ওমরদীঘি চন্দ্রহাটা গ্রামের কাওছার আলী (২৪)। মামলায় আরও ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অভিযুক্ত কাওছার শাহ সুলতান কলেজের প্রাক্তন শিক্ষার্থী । সবার কাছে সে নিজেকে কলেজ ছাত্রলীগের কর্মী ও অফিস স্টাফ বলে পরিচয় দিয়ে বেড়াতো ।
মামলার বাদি শাজাহানপুরের শ্মশানকান্দী এলাকার রাশাদুল ইসলাম। তাকে এইচএসসিতে ভর্তির কথা বলে ৫০ হাজার টাকা ও মার্কশিট নিয়েছিল হারুন।
মামলার নথি সূত্রে আরও জানায়, ১ নম্বর আসামি হারুনের সহায়তায় অন্য আসামিরা রাশিদুল ইসলামের মতো একইভাবে হাবিবা আক্তার ও সাব্বির হোসেনের কাছে ২০ হাজার এবং মিলনের কাছে ১৮ হাজার টাকা নেয়। এ ছাড়া তাদের মার্কশিট, রেজিস্ট্রেশন, প্রশংসাপত্রও নিয়ে রাখে হারুন।
এই টাকা নেয়ার পর ভুক্তভোগীদের রোল নম্বর দেয়া হয়। সেই সুবাদে ওই শিক্ষার্থীরা ক্লাস ও কলেজে আভ্যন্তরীন পরীক্ষাগুলো দিয়েছে প্রতারিতরা। পরবর্তীতে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য প্রত্যেকের কাছে ৫ হাজার টাকা করে আদায় করে অভিযুক্তরা। কিন্তু পরীক্ষার প্রবেশপত্র তারা দিতে পারেনি। প্রবেশপত্র চাইলে বিভিন্ন অজুহাত দেখানো হতো ওই শিক্ষার্থীদের।
পরবর্তীতে গত ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষার দিনে শিক্ষার্থীরা কলেজে গিয়ে হারুন ও অন্যদের কাছে প্রবেশপত্রের জন্য চাপ দেয়। তখন কলেজের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানতে পারে তাদেরকে দেয়া রোল নম্বরগুলো ভুয়া। বাস্তবে তাদের ভর্তির কোনো নথি নেই।
ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পর কলেজ কর্তৃপক্ষ তৎপর হয়ে ওঠে । তারা একটি তদন্ত কমিটি গঠন করে। পাশপাশি রাজশাহী বোর্ড থেকেও চার সদস্যের একটি টিম শনিবার কলেজে আসে তদন্তের জন্য। তদন্ত কাকের এক পর্যায়ে বিকেলে আমিনুর রহমান ও হারুনকে র্যাব আটক করে নিয়ে যায়। আর আব্দুল হান্নানকে আটক করে শাজাহানপুর থানার পুলিশ। ওইদিন রাতেই মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
মামলার ৪ নম্বর আসামি কাওছারের বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, কাওছার আমার আপন ফুফাতো ভাই। সে নিজেকে ছাত্রলীগের কর্মী ও অফিস স্টাফ পরিচয় দিতো। আমার কাছে টাকা ও মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড কাওছারই নিয়েছিল। এরপর আর তার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারিনি। ফোন ধরে না, ফেসবুকেও আমার আইডি ব্লক করে রেখেছে।
শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান বলেন, কাওছার এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী । সে ছাত্রলীগের কেউ না। এখন তো কলেজের শিক্ষার্থীও না। ও পুরোই প্রতারক।
এপ্রসঙ্গে শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গতশনিবার রাতে মামলা হওয়ার পর গ্রেপ্তার তিন আসামিকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অপর আাসামি কাওছার নামে একজন পলাতক রয়েছেন। তাকেও গ্রেপ্তারের
চেষ্টা চলছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দৌলতদিয়া স্রোত ও নদী ভাঙনের কারণে লোকসানের মুখে ঘাট ইজারাদার
রাজশাহীতে সাদপন্থীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
খুলনাকে গুটিয়ে জয়ে ফিরল রাজশাহী
পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেফতারের দাবিতে উত্তরায় বিক্ষোভ
সেমি-সুয়ারেসের সঙ্গে নেইমারের জুটি নিয়ে যা বললেন মায়ামি কোচ মাসচেরানো
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন
পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান রিজওয়ানা হাসানের
মাগুরার মহম্মদপুরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম
ফাইনালে গ্রিনকে পাওয়ার আশায় আস্ট্রেলিয়া
উন্নত বিশ্বের মতো ফরিদপুরে চালু হলো 'হলিডে মার্কেট'
ঢাকার টঙ্গীতে সাদপন্থীদের হাতে তাবলীগের সাথীদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল
বিপদগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে যেতে হবে -অধ্যাপক মাহফুজুর রহমান
মানুষ জবাই করা আর হাত পা ভেঙ্গে দেয়ার নাম তাবলিগ না জুমার খুৎবা পূর্ব বয়ান
কুড়িগ্রামে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে সমাবেশ
পীরগনজে শীতের তীব্রতায় অসহায় শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণে মহোৎসব
কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ
কানাডা এবং গ্রিনল্যান্ডের বিষয়ে নজর রাখছে রাশিয়া
লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা জানালেন তাবিথ আউয়াল
জিনপিং নয়, চীনের পক্ষে কে যাচ্ছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে?
হাসিনার ফ্যাসিস্ট জামানার হিসাব ও বিচার চায় মানুষ - সিলেট বিএনপি নেতা মাহবুব চৌধুরী