৩০ দিনের মধ্যে বিয়ে করতে শিক্ষককে নির্দেশ, নোটিশ ভাইরাল
২৩ আগস্ট ২০২৩, ০৮:১৫ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১১:৪৪ পিএম
টাঙ্গাইলের গোপালপুরের এক শিক্ষককে ৩০ কর্মদিবসের মধ্যে বিয়ে করার নোটিশ দিয়েছেন প্রধান শিক্ষক। ওই শিক্ষকের নাম রনি প্রতাপ পাল। তিনি উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ওই শিক্ষককে প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিয়ের জন্য গত ২৬ জুলাই লিখিত নোটিশ দেন। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা ও সমালোচনা চলছে। রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই নোটিশ। ব্যতিক্রমী এমন নোটিশে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।
বিদ্যালয় সূত্র জানায়, রনি প্রতাপ পাল গোপালপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তিনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বাছাই তালিকার মেধানুক্রমে ২০১৬ সালের ৬ নভেম্বর ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ দেন। যোগ দেওয়ার পরেই তিনি এমপিওভুক্ত হন।
রনি প্রতাপকে দেওয়া নোটিশে বলা হয়, ‘আপনি ২০১৬ সালের ৬ নভেম্বর অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) পদে যোগ দেন। যোগ দেওয়ার পর অবগত হলাম আপনি অবিবাহিত। পরে আপনাকে বার বার মৌখিকভাবে তাগিদ দিয়েছি বিয়ে করার জন্য। কিন্তু অতীব দুঃখের বিষয়, কয়েক বছর অতিবাহিত হওয়ার পরেও আপনি বিয়ে করেননি। বিদ্যালয়টিতে সহশিক্ষা চালু রয়েছে। অভিভাবকরা অবিবাহিত শিক্ষক নিয়ে প্রশ্ন তুলতে পারেন।
সুতরাং বিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে নোটিশ প্রাপ্তির ৩০ কর্ম দিবসের মধ্যে বিবাহের কার্য সম্পন্ন করে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আপনাকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হলো।’
এদিকে প্রধান শিক্ষকের নোটিশ কাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে ফেসবুকে। রবি নামে একজন মন্তব্য করেছেন, ‘প্রধান শিক্ষক এর মনে হয় দুইটা দিক আছে প্রথম টা হল আগে হয়ত বা তার ঝামেলা ছিলো আর দ্বিতীয় টা হলো তার খোঁজে কোনো অবিবাহিত মেয়ে আছে যার জন্য তিনি চরম ভাবে শিক্ষককে চুরান্ত নোটিশের মাধ্যমে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। আরেক টা সম্ভাবনা হলো ঐ প্রধান শিক্ষক মনে হয় অনেক দিন ধরে বিয়ের দাওয়াত পায়না বা খেতে পারতেছে না যার কারনে তিনি এমন নোটিশ জারি করেছেন। আর আমার মন্তব্য হলো কোন স্কুলের প্রধান শিক্ষক যদি কারো ব্যাক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না এটা আইনতো অপরাধ।’
নোটিশের সমালোচনা করে মোঃ আব্দুর রহিম লিখেছেন, অবিবাহিত হলে বিদ্যালয়ে শিক্ষকতা করা যাবেনা এটি বাংলাদেশের প্রচলিত আইনের কোথাও নাই, প্রধান শিক্ষক যে নোটিশ করেছেন তা সংবিধান ও মৌলিক অধিকার বিরোধী, তাকে দ্রুত গ্রেফতারের অনুরোধ জানাচ্ছি...।
মোঃ খালেদ মাহমুদ সুজন নামে অপর একজন শিক্ষক একই ধরনের চাপের শিকার হচ্ছেন উল্লেখ করে ফেসবুকে লিখেছেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে কি একই অবস্থা নাকি, বিয়ের জন্য এত চাপাচাপি করলে আমরা তো যাব কোথায়, আমাদের প্রধান শিক্ষকও তো একইরকম চাপ দিচ্ছে দেখছি।
এদিকে, ওই নোটিশ পাওয়ার দু’দিন পর শিক্ষক রনি প্রতাপ প্রধান শিক্ষককে লিখিত জবাব দেন। লিখিত জবাবে তিনি বলেন, ‘আমার অভিভাবকরা আমার বিয়ের চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশের হিন্দুদের বিয়ের পাত্রপাত্রী বাছাইয়ে গোত্র বা বর্ণের বিষয় রয়েছে। তাছাড়া হিন্দু ধর্মাবলম্বীরা শ্রাবণ থেকে কার্ত্তিক পর্যন্ত বিয়ে করাটা শুভ মনে করেন না। সুতরাং- পারিবারিক ও ধর্মীয় রীতির কারণে আগামী অগ্রহায়ণ মাসে আমার অভিভাবকরা, আমাকে বিয়ে করাবেন বলে জানিয়েছেন।’
রনি প্রতাপ জানান, জবান দেওয়ার পরও প্রধান শিক্ষক তাকে নানাভাবে মানসিক যন্ত্রণা দিতে শুরু করেন। পরে বিষয়টি তার অন্য সহকর্মী এবং অন্যদের জানান।
এদিকে, হয়রানির ভয়ে রনি প্রতাপ গত ৩০ জুলাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে প্রধান শিক্ষকের নোটিশের বিষয়টি জানান।
স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, রনি প্রতাপের স্বভাব চরিত্র নিয়ে স্কুল সংশ্লিষ্ট কেউ কোনো অভিযোগ করেনি। তবে সহশিক্ষা চলমান রয়েছে- এমন প্রতিষ্ঠানে কোনো অবিবাহিত শিক্ষক থাকলে নানা অসুবিধা হতেই পারে। নানা অনৈতিক কিছু ঘটতেও পারে। এজন্য তাকে দ্রুত বিয়ে করার নোটিশ দেওয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
চাঁদপুরে জাহাজে খুন হওয়া ২ জনের বাড়ী লোহাগড়ায়
মাদারীপুরে যৌতুকের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ
মাদারীপুরে জুলাই বিপ্লবে আহতদের আর্থিক সহযোগিতা
ধামরাইয়ে কৃষি জমির মাটি কাটায় ৬ ভেকু ও ৩ ড্রেজার মেশিন জব্দ
পরাজিত শক্তির দোসররা এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত : মির্জা ফখরুল
ধামরাইয়ে উপজেলা আ' লীগের সাধারণ সম্পাদক কবির গ্রেফতার
আগামীকাল প্রকাশিত হচ্ছে নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল
২০২৫ সালে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজার 'রিকশা গার্ল' সিনেমা
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
‘পাঠ্যপুস্তক থেকে নোংরা শব্দ বাদ দিতে হবে, শিক্ষা ব্যবস্থাকে অধিকাংশ মানুষের চেতনার আলোকে সাজাতে হবে’
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিকদল নেতার ৬ দিন পর মৃত্যু
১০ মামলার আসামী সিলেট মহানগর আ‘লীগ নেতা বিজিত গ্রেপ্তার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি
হিমেলের দুচোখ হারানো মামলা মির্জাপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আল্লাহর একাত্ববাদ কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে
কুয়াকাটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬৭ হাজার জরিমানা
ভ্রমণকারীদের জন্য মেডিকেল ডেবিট কার্ড নিয়ে এল ভিসা ও ব্র্যাক ব্যাংক পিএলসি
সংস্কারবিহীন নির্বাচন দেশে নব্য ফ্যাসিবাদের জন্ম দেবে
নেত্রকোনার পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ