যশোরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধতা!
২৫ আগস্ট ২০২৩, ০২:৪৭ পিএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৩, ০২:৪৭ পিএম
যশোর পৌরসভার বাসিন্দারা বছরের পর বছর জলাবদ্ধতার দুর্বিষহ ভোগান্তিতে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে একবেলার বৃষ্টিতে শহরের অধিকাংশ সড়ক ও আবাসিক এলাকায় পানি ঢুকেছে। দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না হওয়ায় ড্রেনের ময়লা আবর্জনা পানিতে ভাসছে। বৃষ্টি হলেই জলাবদ্ধতার কবলে পড়তে হচ্ছে শহরবাসীকে। যা নিয়ে শহরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তলিয়ে যাচ্ছে রাস্তা, মার্কেট, অলিগলি। পৌরসভার তথ্যমতে, জলাবদ্ধতা নিরসনে বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৮০ কোটি টাকা ব্যয় করেছে তারা। কিন্তু তাতেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। প্রায় দেড় দশকে এত রাস্তাঘাট ও ড্রেনের উন্নয়নের পরও পানি নিষ্কাশন না হওয়াকে অপরিকল্পিত উন্নয়নকেই দায়ি করছেন সচেতন মহল। সড়কে যাতায়াত করতে পারছেন না বিভিন্ন এলাকার লোকজন। এমনকি শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘরে পানি ঢুকেছে। পৌরসভা বলছে পানি নিষ্কাশনের কাজ চলমান।
যশোর আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর আগে কয়েকদিন মাঝে মধ্যে হালকা ও ভারি বৃষ্টিপাত হলেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত ছিল ভারী বৃষ্টি। শুক্রবারও সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী থেমে থেমে বৃষ্টি হবে বলে জানায় আবহাওয়া অফিস।
শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে, রাস্তার পাশের বেশিরভাগ ড্রেন দিয়ে পানি নামছে না। এ কারণে উপচে সড়ক ডুবে যাচ্ছে। কিছু কিছু সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা জলাবদ্ধতার প্রধান কারণ। এতে জনদুর্ভোগ বাড়ছে। পাড়া, মহলার রাস্তাঘাট, বাসাবাড়ি পানিতে একাকার হয়ে যাচ্ছে। শাহ আবদুল করিম সড়কের সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের দক্ষিণ ফটক (গেট) থেকে খড়কি মোড় হয়ে পীরবাড়ি, কবরস্থান ও আপন মোড়ে বৃষ্টির পানি জমেছে। ওই এলাকা দিয়ে চলাচলের সময় মাইক্রোবাসের চাকা পানিতে তলিয়ে যাচ্ছে। পায়ের জুতা হাতে নিয়ে অনেককে হেঁটে চলাচল করতে দেখা যায়। বিশেষ করে পৌরসভার রেলবাজারের অবস্থা খুবই বাজে। পানি উঠে যাওয়ার কারণে সবজি ও মাছের বাজার বন্ধ হয়ে যায়।
এছাড়া, শহরের কারবালা, স্টেডিয়ামপাড়া, সার্কিট হাউজপাড়া, রায়পাড়া, শংকরপুর, ঘোপ কবরস্থানপাড়া, বেজপাড়া, তালতলা, নলডাঙ্গা রোড এলাকা, টিবি ক্লিনিকপাড়া, আশ্রম রোড এলাকা, বরফ কলের মোড়, লোন অফিসপাড়া, বড় বাজারের আবাসিক এলাকা, ষষ্ঠীতলা, ফায়ার সার্ভিস অফিস ও জেলা শিক্ষা অফিসের ভেতর পানিতে একাকার হয়ে যায়। বৃষ্টিতে শহরের অনেক রাস্তার ওপর পানির স্রোতে বইতে দেখা যায়। এ কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
বেজপাড়া এলাকার মনিরুজ্জামান কাকন বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়ক হাঁটু পানিতে ডুবে যায়। পিটিআই সড়কে ড্রেন নির্মাণের কাজ চলছে। মাসখানেক ধরেই সড়কটিতে পানি জমে থাকছে। টিবি ক্লিনিক মোড় পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টিবি ক্লিনিকপাড়ার অধিকাংশ সড়কের অপরিকল্পিত ড্রেন দিয়ে পানি সরছে না। ড্রেন ময়লা-আবর্জনায় ভর্তি হয়ে আছে।
নাগরিক অধিকার আন্দোলন যশোরের সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পৌরসভার উন্নয়নে সঠিক পরিকল্পনার অভাবে শহরে জলাবন্ধতা দূর হচ্ছে না। সঠিক পরিকল্পনার অভাবে উন্নয়নের নামে অপচয় করা হয়েছে। ড্রেনগুলো রাস্তার চেয়ে নিচু হয়ে গেছে। এই নাগরিক সমস্যা দূর করতে স্থানীয়দের মতামতের পেক্ষিতে হলে এসব সমস্যা দূর হতো।
পৌরসভার মেয়র হায়দার গনী খান পলাশ বলেন, বর্ষার সময় একটু পানিতো জমেই। তারই অংশ হিসেবে শহরের বেশকিছু স্থানে পানি জমেছে। ড্রেনে ময়লা জমার কারণে পানি নিষ্কাশন না হওয়ার ব্যাপারে তিনি বলেন, জনগণ যদি ড্রেনে ময়লা ফেলে তাহলেও তো বন্ধ হয়ে যাবেই। তিনি সকলের সহযোগিতা কামনা, করেছেন যাতে কেউ আর ড্রেনে ময়লা না ফেলে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার