আমতলী হাসপাতালে ৪ দিন ধরে পানি সরবরাহ বন্ধ: রোগীরা চরম বিপাকে
২৬ আগস্ট ২০২৩, ০৫:৫৪ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৩, ০৫:৫৪ পিএম
বরগুনার আমতলীর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পানি সরবরাহের বৈদ্যুতিক মর্টার নষ্ট হওয়ায় ৪দিন ধরে পানি সরবরাহ বন্ধ বন্ধ থাকায় হাসপাতালে ভর্তি রোগী এবং তাদের সাথে আসা স্বজন ও আাবাসিক ভবনে বসবাসরত ডাক্তার এবং নার্সরা পরেছে চরম বিপাকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার ৫০ শয্যার হাসপাতাল এবং আবাসিক ভবনে পানি সরবরাহের জন্য ১ বছর আগে একটি নতুন মটার বাসানো হয়। মটারটি ২৩ আগস্ট বুধবার দুপুরে আকস্মিক ভাবে বন্ধ হয়ে যায়।
এর পর থেকে ২৬ আগস্ট শনিবার পর্যন্ত ৪ দিন ধরে আমতলী হাসপাতাল এবং আবাসিক ভবনে পানি সরবরাহ বন্ধ রয়েছে। আমতলী হাসপাতালে শনিবার দুপুর পর্যন্ত ৪৬ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ১৪ জন রয়েছে ডেঙ্গু রোগী। বিপুল পরিমান রোগী হাসপাতালে ভর্তি থাকলে ৪দিন ধরে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগী এবং তাদের সাথে আসা স্বজনরা পড়েছে মহা বিপাকে। পানির অভাবে হাসপাতালে ভর্তি হওয়রা রোগীদের গোসল করা এবং শৌচাগার সারা দুরহ হয়ে পড়েছে। পানির অভাবে শৌচাগারে ময়লার পাহার জমে এখন আর কউ যেতে পারছেন না। পানির অভাবে দুর্গন্ধের কারনে শৌচাগারের ধারে কাছেও যেতে পারছেন না কেউ। রোগী এবং তাদের সাথে আসা স্বজনরা আশপাশের বাসাবাড়ি কিংবা স্বজনদের বাসাবাড়িতে গিয়ে গোসল এবং শৌচাগার সারছেন।
শনিবার দুপুরে হাসপাতাল সরেজমিন ঘুরে দেখা গেছে, রোগী এবং স্বজনরা বালতি এবং পানির বোতল ভরে বাহিরের গভীরনলকুপ থেকে পানি নিয়ে আসছেন। আনেক রোগী আবার বাহিরে গিয়ে গোসল ও সৌচাগারের কাজ সেরে আসছেন। এসময় রোগীর সাথে আসা আলেয়া নামের এক স্বজন বলেন, গভীর নলকুপ থেকে পানি ভরে চার তলায় নিয়ে ওঠা খুব কষ্টকর। এভাবে আর পারা যায় না। ডেঙ্গু জরে আক্রন্ত মেহেদি হাসান বলেন, ভাই চার দিন ধরে গোসল করতে পারছি না, শৌচাগারে যেতে পারছি না। শহরের কোন এক দুরসম্পর্কের আত্মীয়রে বাসায় গিয়ে গোসল এবং শৌচাগার সেরে আসি। আব্দুল জব্বার নামে ষাটোর্ধ এক রোগী বলেন, ভাই বয়সের কারনে এমনিতেই ঠিকমত হাটতে পারি না তার উপর ডেঙ্গু জ্বর। হাসপাতালে ভর্তি হওয়ার পর এখানে পানি নাই। না পারছি গোসল করতে না পারছি শৌচাগারে যেতে। এখন আমাদের হয়েছে মরন দশা।
হাসপাতালের আবাসিক ভবনে চিকিৎসক, নার্সসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ বসবাসরত চাকুরি জীবিরা পরেছে মহাবিপদে। এখানে একটি স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তাতাদের জন্য রয়েছে ৪টি আবাসিক ভবন। এসকল ভবনে বসবাসরত চিকিৎসক, নার্স এবং কর্মচারীরা পানির অভাবে তারা ঠিকমত গোসলসহ সাংসারিককাজ করতে পারছে না। হাসপাতালের আবাসিক ভবনে বসবাসরত নার্সরা রেভা, সালমা, মোর্শেদা, আখি বলেন, হাসপাতালের পানি তোলার পাম্প মেশিনটি নষ্ট থাকায় এখন আমরা নিয়মিত পর্যাপ্ত পানি পাই না। বিকল্প ভআবে যে পানি সরবরাহ করা হয় তা দিয়ে আমাদের সাংসারিক কাজের জন্য রান্না বান্না এবং ধোয়া মোছাসহ বাসা ঠিক ভাবে পরিস্কার পরিচ্ছন্ন করা জায় না। বর্তমানে প্রচন্ড গরমে পানির অভাবে খুই কষ্টে আছি।
আসমতলী ৫০ শয্যা হাসপতালের পানি সরবরাহের জন্য ২০২২ সালের প্রথম দিকে ৮-৯ লক্ষ টাকা ব্যায়ে একটি বৈদ্যুতিক মটার বসানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, ঠিকাদার স্বাস্থ্য প্রকৌশলীর যোগসাজসে কম মূল্যের এবং নিম্ম মানের একটি বৈদ্যুতিক মটার বসানোর কারনে ১ বছরের মাথায় সেটি নষ্ট হয়ে যায়।
স্বাস্থ্য অধিদপ্তর পটুয়াখালীর উপসহকারী প্রকৌশলী দেবব্রত হালদার বলেন, কি কারনে মটারটি নষ্ট হয়েছে তা জানি না তবে দ্রæত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। তবে নি¤œমানের মটার বসানোর বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, ভালো মানের মটার বসানো হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, হাসপাতালে ৪দিন ধরে পানি তোলার বৈদ্যুতিক মটারটি নষ্ট হওয়া পানির সমস্যা প্রকট আকার ধারন করেছে। সমস্যা সমাধানের জন্য সিভিল সার্জন এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলীকে জানানো হয়েছে। আশা করি আজ কালের মধ্যে সমাধান হয়ে যাবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়