জনগণ তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবেনা: বুলু
২৬ আগস্ট ২০২৩, ০৮:৩৪ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
জনগণ তত্বাবধায়ক ছাড়া আর কোন নির্বাচনে যাবেনা। কারণ এই সরকার জনগণ থেকে ছিটকে পড়েছে। বিনা ভোটে সরকার গঠন করে দেশকে তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে। দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। অথচ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সামান্য টাকার অজুহাত দেখিয়ে ফরমায়োিশ রায় দিয়ে কারাগারে রেখেছে। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবীতে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে কালো পতাকা গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এই কথাগুলো বলেন।
তিনি বলেন, এই সরকার প্রধান গত কয়েকদিন হলো ব্রিকস সম্মেলনে অংশগ্রহন করার জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে আফ্রিকা গেছেন। সেখানে বাংলাদেশকে সদস্য দেশ হিসেবে তিনি তালিকাভূক্তি করবেন। কিন্তু সেখানকার নেতারা বাংলাদেশকে পাত্তাই দেয়নি বলে উল্লেখ করেন তিনি। প্রধান অতিথি বলেন, এই সরকার কথায় কথায় বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান হতার বিাচরকার্য বাধাগ্রস্থ করেন ইন্ডিমেটিভ বিল পাস করেছিলেণ। এটা পুরোটাই মিথ্যা। কারন সে সময়ে যখন এই বিল পাস করা হয় তখন জিয়াউর রহমান রাজনীতিতে ছিলেন না। সে সময়ে তিনি আর্মিতে ছিলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশে প্রথম এই কালো বিলটি পাস করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি তাঁর তৈরী রক্ষীবাহিণীকে বাঁচাতে এই বিল পাস করেন। এ থেকেই বোঝা যায় আওয়ামী লীগ সর্বদা মিথ্যাচার করে। তারা দেশের জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় আছে। তিনি বলেন কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা এই সরকার লোপাট করেছে। অথচ জনগণ যাতে বিদ্যুৎ নিয়ে কোন কথা ভলতে না পাওে তারজন্য বর্তমান সরকার প্রধান বাবার মত তিনিও এই কালো আইন পাস করে বিদ্যুৎ সেক্টরকে দুর্নীতির আখড়াতে পরিণত করেছেন। সামনে নির্বাচন। এই নির্বাচনকে বাধাগ্রস্থ করতে দরবেশ বাবাকে এই সরকার বাইশ হাজার কোটি টাকা ঋন হিসেবে দিয়েছে। অথচ জনগণ ও সাধারণ ব্যবসায়ী অর্থের অভাবে ব্যবসা করতে পারছে না।
প্রধান অতিথি বলেন, দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে। এর ফলে জনগণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে হিমশিম খাচ্ছে। প্রতিদিন নিত্যপন্যেল মূল্য বৃদ্ধি পাচ্ছে। এই সরকারে খাদ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী যোগসাজস করে বাজারে নিত্যপন্যের মূল্য বৃদ্ধি করছে। সেখান থেকে তারা অবৈধ অর্থ গ্রহন করছে। কিন্তু এভাবে আর চলতে দেয়া হবেনা। সরকার পতনওে এক দফা আন্দোলন চলছে। এই আন্দোলনের মধ্যে দিয়েই এই অবৈধ সরকারকে বিতারতি কওে জনগণেল সরকার প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করে সরকারের পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে ভুবন মোহন পার্কেও সামনে থেকে কালো পাতাকা গণমিছিল বের করা হয় মিছিল নিয়ে নেতাকর্মীরা সোনাদিঘী, সাহেবা বাজার জিরো পয়েন্ট হয়ে নিউমার্কেট এর সামনে যেয়ে শেষ করেন।
সমাবেশ ও গণমিছিলে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও এ.এইচ.এম ওবাইদুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন। এছাড়াও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভবিষ্যতে পুতিনের সাথে সরাসরি কথা বলতে চান শলৎজ
বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর ২২০০ সহিংসতা নিয়ে ভারতের তথ্য বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছিনতাইকারীর হাতে খুন হন হাফেজ কামরুল
ধামরাইয়ে ২টি ড্রেজার মেশিন জব্দ
রাবিতে অপরাধে জড়িত ৬ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার, শাস্তি পেল মোট ৩৩ জন
রাণীশংকৈলে ফিল্মি স্টাইলে দোকান চুরি, ১৮ ঘন্টা অতিবাহিত হলেও চোর ধরতে ব্যর্থ পুলিশ
মাগুরার শালিখায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের
ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত
মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন