বরিশাল সেক্টরে বিমান-এর বার বার সময়সূচী পরিবর্তনে যাত্রী হ্রাস
২৮ আগস্ট ২০২৩, ০১:০০ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ০১:০০ পিএম
বরিশাল সেক্টরে আবার রাষ্ট্্রীয় বিমান ফ্লাইট বন্ধের আয়োজন শুরু করেছে কতৃপক্ষ। এ অভিযোগ সাধারন যাত্রী সহ ওয়াকিবাহল মহলের। যাত্রীদের চাহিদা অনুযায়ী গত ৯ মার্চ থেকে বৃহস্পতিবার বিকেল ৫.৪৫ টায় এবং শুক্র ও রোববার সকাল সাড়ে ৯টায় নতুন সময়সূচী কার্যকর করেছিল বিমান। কিন্তু কয়েক মাসের ব্যবধানেই যাত্রীবান্ধব এ সময়সূচীতে পুনরায় পরিবর্তন এনে যাত্রীদের অনিহা বৃদ্ধি করল বিমান কতৃপক্ষ। গত ৫ আগষ্ট থেকে কার্যকর নতুন সময়সূচীতে শুক্র ও রোববার ঢাকা থেকে সকাল সাড়ে ১০টা ও বরিশাল থেকে ১১.৪৫টা এবং বৃহস্পতিবার ঢাকা থেকে দুপুর সাড়ে ৩টা ও বরিশাল থেকে বিকেল সাড়ে ৪ টায় বিমান ফ্লাইট চলছে। নতুন এ সময়সূচী যাত্রীদের কাছে মোটেই গ্রহনযোগ্য হয়নি। ফলে ইতোমধ্যে বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমান-এ যাত্রী চলাচল অন্তত ২৫ ভাগ হ্রাস পেয়েছে। অথচ গত জানুয়ারী থেকে জুলাই পর্যন্ত বরিশাল সেক্টরে যাত্রী চলাচলের হার ছিল গড়ে ৭০%-এ ওপরে।
এমনকি বিমান-এর বরিশাল সেলস অফিসে অভ্যন্তরীন ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন রুটের টিকেট বিক্রী অতীতের যেকোন সময়ের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হলেও যাত্রীগন কাঙ্খিত সেবা পাচ্ছেন না। জুলাই মাসেও বরিশাল সেলস অফিসে বিক্রীর পরিমান ছিল প্রায় ৪৫ লাখ টাকা। কিন্তু এ সেলস অফিসের কাউন্টারের এসি বিকল গত এক বছরেরও বেশী সময় ধরে। কাউন্টারের টেলিফোনটিও প্রায়ই বিকল থাকছে। এমনকি একটি বিভাগীয় সদরে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থাটির সাইনবোর্ডের বাতিও জ¦লছে না দীর্ঘদিন ধরে। এসব অব্যবস্থার মধ্যেই গত ৬ মাসে বরিশাল বিমান অফিসে তিনজন জেলা ব্যাবস্থাপক বদলী হয়েছেন।
অপরদিকে গত বছর পদ্মা সেতু চালুর খোড়া যুক্তিতে বরিশাল সেক্টরের নিয়মিত ফ্লাইট সপ্তাহে ৩ দিনে হ্রাস করার পরে তা আর পূণর্বহাল করা হয়নি। অথচ খোদ প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশেই ২০২১-এর ২৬ মার্চ স্বানিতার সূবর্ণ জয়ন্তিতে বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইট চালু করেছিল বিমান। বিগত শীতকালীন সময়সূচীতে এ সেক্টরে সপ্তাহে ৬দিন ফ্লাইট চলাচলের সিডিউল দেয়া হলেও পরে তা বাতিল করা হয়। এমনকি চলতি গ্রীষ্মকালীন সময়সূচীতেও বরিশাল সেক্টরে শণিবারের বাড়তি ফ্লাইট-এর তফসিল ঘোষনা করেও তা প্রত্যাহার করে ৩ দিনেই সীমাবদ্ধ রাখা হয়েছে। ফলে এ সেক্টরে সরকারী এয়রলাইন্সে ভ্রমনে যাত্রীদের আগ্রহ বাড়ছে না। অথচ বেসরকারী একটি এয়ারলাইন্স প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। এমনকি বেসরকারী ঐ আকাশ পরিবহন সংস্থাটির উড়ানে নির্ধারিত ভাড়ার কয়েকগুনেও যাত্রী পরিবহন হলেও বিমান যাত্রী পায়না।
এভিয়েশন পর্যবেক্ষকদের মতে, বরিশাল সেক্টরে সপ্তাহে ৩টি ফ্লাইট থাকায় রাষ্ট্রীয় বিমান-এ ভ্রমনে যাত্রীদের নুন্যতম কোন আগ্রহ নেই। কারণ, ‘কেউই বিমান-এ ভ্রমনের জন্য ঢাকায় যাবার কথা নয়, ঢাকায় যাবার জন্যই বিমান’কে ব্যবহার করার কথা’। ‘পাশাপশি প্রতিদিন বেসরকারী এয়ারলাইন্স বরিশাল সেক্টরে নিয়মিত চলাচল করায় সেখানে ভ্রমনেই যাত্রীদের নির্ভরতা বেশী’। উপরন্তু বিমান বার বার সময়সূচী বদল করায় যাত্রীরা বিরক্ত।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে স্বাধিনতার সূবর্ণ জয়ন্তি ২০২১-এর ২৬ মার্চ থেকে বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইট চালু করা হলেও পদ্মা সেতু চালুর অজুহাত তুলে গত বছর ৫ আগষ্ট থেকে নিয়মিত ফ্লাইট সপ্তাহে ৩ দিনে হ্রাস করা হয়। তবে এজন্য প্রধানমন্ত্রীর দপ্তর বা মন্ত্রনালয়ের অনুমোদন দুরের কথা অবহিত পর্যন্ত করেননি বিমান-এর তৎকালীন ব্যাবস্থাপানা পরিচালক। অথচ গতবছর বরিশাল সেক্টরে বিমান ফ্লাইট প্রতি ৭০%-এরও বেশী যাত্রী বহন করলেও কতৃপক্ষ বানিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে এ সেক্টরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে না বলেও অভিযোগ সাধারন যাত্রীদের। উপরন্তু গত ৫ আগষ্ট থেকেই ফ্লাইট সময়সূচী পরিবর্তন করে বরিশাল সেক্টরে রাষ্ট্রীয় এ আকাশ পরিবহন সংস্থাটি পাততারি গোটানোর পদক্ষেপ গ্রহন করছে বলে অভিযোগ সুশীল সমাজ সহ সাধারন যাত্রীদের।
এব্যাপারে রোববার বিমান বাংলাদেশ এয়ার লাইন্স-এর পরিচালক বিক্রয় ও বিপনন-এর সাথে সেল ফোনে আলাপ করা হলে তিনি জানান, বরিশাল সেক্টরে যাত্রীবান্ধব সময়সূচী নির্ধারনের বিষয়টি তিনি দেখবেন। পাশাপাশি সেলস অফিসে যদি কোন সমস্যা থাকে তা দুরি করণেরও পদক্ষেপ নেবন বলেও জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান