বঙ্গোপসাগর গিলে খাচ্ছে বরগুনার টেংরাগিরি বন - ভেসে গেছে শত শত কোটি টাকার সম্পদ
২৯ আগস্ট ২০২৩, ০২:০৪ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৩, ০২:০৪ পিএম
বঙ্গোপসাগরের উত্তাল হিংস্র ঢেউয়ের ছোবল আর ভাঙ্গনের ফলে সাগর উপকূলীয় বনাঞ্চল টেংরাগিরি এখন বিলীনের পথে। শত শত কোটি টাকা মূল্যের ২ হাজার একর জমিসহ লক্ষ লক্ষ নানান প্রজাতির গাছ সাগরগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সাগরের অব্যাহত ভাঙনরোধে কার্যকরী কোন পদক্ষেপ না নেওয়ায় অদূর ভবিষ্যতে বনটির অস্তিত্বহীনের আশংকা দেখা দিয়েছে।
স্থানীয় বন বিভাগ সূত্রে জানা গেছে, পাকিস্তান সরকার ১৯৬০ সালে বরগুনার টেংরাগিরি বনটিকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে।
কাগজে টেংরাগিরি বন হলেও স্থানীয়ভাবে বনটি ফাতরার বন হিসেবে খ্যাত। ১৩ হাজার ৬শ’ ৪৭.০৩ একর আয়তন বিশিষ্ট টেংরাগিরি বনটির পূর্বদিকে রয়েছে কুয়াকাটা, মহিপুর ও আন্দারমানিক নদী। পশ্চিমে লালদিয়া, কুমিরমারাচর, পায়রা ও বিষখালী নদীর মোহনা। উত্তরে সোনাকাটা, নিশানবাড়িয়া ও সখিনা খাল। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বনটির চতুর্দিকে সাগর-নদী বেষ্টিত এবং স্বাস মূলীয় হওয়ায় পর্যকটদের কাছে এর আকর্ষন অনেক বেশী।
প্রতিবছর বয়ে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ, অসাধু লোকজন কর্তৃক নির্বিচারে গাছ নিধন ও সাগরের ঢেউয়ের হিংস্র ছোবলে বনটি বিপর্যয়ের কারনে জৌলুস হারিয়ে ফেলায় টেংরাগিরিতে পর্যটক সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। ১১ কিলোমিটার প্রস্ত আর ১৭
কিলোমিটার দৈর্ঘ্যের বনের পুরোটাই রয়েছে সাগরের তীর ঘেঁষে। ১৯৬০ সালে ঘোষিত বনটি ২০২৩ সালে এসে মাত্র ৬২ বছরের ব্যবধানে বনের আয়তন কমে গেছে অনেক। ইতোমধ্যে প্রায় আড়াইশ' কোটি টাকা
মূল্যের ২ হাজার একর বন সাগর গর্ভে বিলীন হয়ে গেছে। ভেসে গেছে কোটি কোটি টাকা মূল্যের বনের গেওয়া, কেওড়া, ধুন্দল, হেতাল রেন্ট্রিসহ বহু প্রজাতির গাছ।
প্রতিবছরের বর্ষা মৌসুমে সাগরের হিংস্রতা বেড়ে যায়। পাহাড় সমান ঢেউ এসে বনের উপর আছরে পড়ে। এভাবে অনবরত ঢেউয়ের ছোবলে ধীরে ধীরে ক্ষয় হয়ে গাছের গোড়ার মাটি সরে গাছগুলো উপড়ে সাগরে ভেসে যায়। এভাবে বছরে অন্তত কোটি টাকা মূল্যের গাছ ভেসে যায় সাগরে। অন্যদিকে সাগরের ঢেউয়ে বনের ভিতরে বালু জমে শ্বাস মূল নষ্ট হওয়ায় অনেক গাছ মরে যাচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সাগরের তীর ঘেঁষে অবস্থিত ১৭ কিলোমিটার এলাকা জুড়ে বনের হাজার হাজার কেওড়া, গেওয়া, করমচা, হেতাল, রেন্ট্রি গাছ সাগরের ঢেউয়ের তোড়ে উপরে মাটিতে পড়ে আছে। ভাটার সময় গাছগুলো দেখা গেলেও জোয়ারের পরে এসে দেখা যায় গাছগুলো আর নেই। যা সাগরে ভাসিয়ে নিয়ে গেছে। এভাবেই দিনের পর দিন বছরের পর বছর ধরে গাছ যাচ্ছে সাগরের পেটে। সাগরের তীরের বালু পেড়িয়ে বনের ভিতরে ঢুকেই দেখা যায় ঢেউয়ের তোড়ে বনের ভিতরের প্রায় ৫শ মিটার পর্যন্ত গাছের গোড়ার মাটি সরে গেছে। এ সকল গাছ এখন মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে কোনমতে দাঁড়িয়ে আছে। যে কোনসময় বিলীন হয়ে সাগরের পেটে চলে যাবে।
স্থানীয়রা জানান, একশ্রেণির বনদস্যু প্রভাবশালীদের ছত্রছায়ায় বনের গাছ কেটে নিচ্ছে। বনদস্যুরা দিনের বেলায় গভীর জঙ্গলে গাছ কেটে ফেলে রাখে রাতের বেলায় কাটা গাছ ট্রলার ভর্তি করে নিয়ে যায়। এসকল গাছ ইটভাটা এবং লাকরী হিসেবে বিক্রি করে তারা। তারা আরও জানান, সাগরের তীর ঘেঁষে যে সকল গাছ রয়েছে তা ঢেউয়ের তোড়ে উপড়ে মাটিতে পরে আছে। বনদস্যরা এসকল গাছও নিয়ে যায়।
২০০৭ সালের ১৫ নভেম্বরের সুপার সাইক্লোন সিডরের আঘাতে বনটি প্রায় লন্ড ভন্ড হয়ে যায়। কয়েক লক্ষ গাছ দুমরে মুছরে যায়। এ রেশ কাটতে
না কাটতেই ২০০৯ সালে আবার আঘাত হানে সাইক্লোন আইলা। এতেও বনের অনেক ক্ষতি হয়। এর পর রয়েছে বনদস্যুদের উৎপাত। স্থানীয় বন কর্মকর্তাদের ম্যানেজ করে একদল বনদস্যু দিনে রাতে সমান তালে বনের গাছ কেটে নদী পথে পাচার করছে উপকূলীয় এলাকার বিভিন্ন ইট ভাটাসহ স্ব-মিলে।
পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, সাগরের ভাঙ্গনের হাত থেকে বনকে রক্ষার জন্য নতুন করে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। জাইকার ২ সদস্য বিশিষ্ট একটি টিম বন এলাকা পরিদর্শন করেছে। ঝাউ এবং অন্যান্য প্রজাতির গাছ ঘন করে লাগানো হয়েছে। যাতে সাগরের ঢেউ আছড়ে পরে মাটির ক্ষয় করতে না পারে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ