মাদারীপুরে টাকা দিলে মেলে সেবা, না দিলেই হয়রানি!
০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১ পিএম
মাদারীপুরে ভূমি কার্যালয়গুলোতে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। টাকা না পেলেই সেবা গ্রহীতাদের হয়রানি করেন কিছু কর্মকর্তা-কর্মচারী। আর তাদের সহযোগিতা করে কিছু দালাল চক্র। এর প্রতিবাদ করেও সুফল মেলে না, উল্টো হয়রানি বাড়ে।
জানা যায়, জমির নামজারি, ডিসিআর, মিসকেসসহ জমির বিভিন্ন সমস্যা সমাধানে উপজেলা ও ইউনিয়ন ভূমি কার্যালয়ে যান স্থানীয়রা। কিন্তু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের চাহিদা মতো টাকা দিতে না চাইলেই বিড়ম্বনায় পড়তে হয় তাদের। বেশি হয়রানির শিকার হতে হয় নামজারি ও মিসকেস নিয়ে। অথচ ভোগন্তি কমাতে ই-নামজারি চালু করেছে সরকার। একজন নামজারি গ্রহীতাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হয়। তার হার্ড কপি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর কাছে জমা দিতে হয়। আবার জমির সব সেবার জন্য নিয়ম অনুয়ায়ী লিখিত অবেদনও জমা দিতে হয়। তারপর শুরু হওয়ার কথা ফাইলের কার্যক্রম।
নিয়ম অনুযায়ী, আবেদন মঞ্জুর হওয়ার পর ডিসিআরের জন্য ১ হাজার ১০০ টাকা জমা দিলে জমির নামজারি হওয়ার পর সব মিলিয়ে সর্বোচ্চ ২৮ দিন সময় লাগার কথা। কিন্তু উপজেলা ও ইউনিয়ন ভূমি কার্যালয়ের কিছু দালালসহ কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে প্রতি নামজারিতে ৮ থেকে ১০ হাজার টাকা করে দিতে হয় সেবা গ্রহীতাদের। চাহিদা অনুযায়ী টাকা না দিলে দিনের পর দিন ভূমি কার্যালয়ে ঘুরতে হয় অনেককে। আবার টাকা না দিলে শুনানির নির্দিষ্ট সময়ের আগেই আবেদন নামঞ্জুর করে দেওয়ার অভিযোগ রয়েছে।
খোয়াজপুর ইউনিয়নের রাজারচর গ্রামের ভুক্তভোগী হেমায়েত সরদার জানান, চরলক্ষ্মীপুর মৌজায় তাদের নামে প্রায় ৯৪ শতাংশের অধিক জমি আছে। গত বছর জানুয়ারি মাসে হেমায়েত আলিনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ে জমির নামজারি করতে যান। সেখানে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ওহাব আলী তার কাছে ৫০ হাজার টাকা চান। পরে অবশ্য ৩০ হাজার টাকায় চুক্তি হয়। হেমায়েত সেই টাকা জোগাড় করে দেন ভূমি কর্মকর্তাকে। পরে তাকে দুই মাস পরে যেতে বলেন। দুই মাস করতে করতে আজকে এক বছর পার হয়ে গেল। এখনো তার জমির কাজ সমাধান হয়নি।
এদিকে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ভূমি অফিসে আসেন জুয়েল নামের এক ব্যক্তি। তার কাছ থেকে এক ভূমি কর্মকর্তা ৭ হাজার টাকা নেন জমির নামজারি করতে। এরপর নামজারি আজকাল বলতে বলতে প্রায় তিন চার মাস গেছে এখনো কাজের সমাধান হয়নি।
এদিকে চরনচনা গ্রামের সবুর আলীর জানান, তার খারিজের শুনানির জন্য খুদে বার্তার মাধ্যমে তারিখ জানানো হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই খারিজটি নামঞ্জুর করা হয়েছে। তার সঙ্গে চারবার এমন হয়েছে। টাকা দিয়ে পাচ্ছে না সঠিক সেবা। এই ভোগান্তিরা শেষ কোথায়।
এছাড়া মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন ভূমি সেবা নেওয়ার জন্য যান কয়েকজন শিক্ষক। কিন্তু নাম প্রকাশ্যে অনিচ্ছুক তারা সংবাদকর্মীর কাছে লিখিত অভিযোগ করে বলেন, গত জুলাই মাসে ঝাউদি ইউনিয়ন ভূমি অফিসে গিয়েছিল জমির খতিয়ান নাম্বার জানার জন্য, সেখানে আবুল নামে এক কর্মচারী তাদেরকে একটা বই থেকে মোবাইলে ছবি তুলে একটা পৃষ্ঠা প্রিন্ট করে দেয়। যার বিনিময়ে একজনের কাছে ৬০০ টাকা দাবি করে ও আরেকজনের কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন। যার কাছে ছয়শ টাকা দাবি করেছিল সে তখন ২০০ টাকা দিতে চাইলে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন আবুল। তারপরে শিক্ষক এই কর্মচারীর কাছে বলে আমি ছয়শ টাকাই দেব কিন্তু আমাকে রিসিট কপি দিতে হবে। তখন তার কাছ থেকে জোর করে কাগজ রেখে দেন।
ওই কর্মচারী বলেন, এসি ল্যান্ড বা ডিসি কারো কথায় আমরা কাজ করি না। অন্য এক শিক্ষকের কাছে ২০ হাজার টাকা চেয়েছে। সে কোন কথা না বলেই চলে এসেছে।
সেবা নিতে এসে যদি আমাদের এরকম বিড়ম্বনার শিকার হতে হয় তাহলে আমরা কোথা থেকে সেবা নেব। সরকার এবং প্রশাসনের কাছে আমাদের জোর দাবি বিষয়গুলো একটি খতিয়ে দেখার জন্য। আমরা যাতে সঠিকভাবে সেবা নিতে পারি এই ব্যবস্থাটুকু করে দেওয়ার জন্য মাননীয় সরকার এবং প্রশাসনের কাছে আমাদের জোর দাবি। সেবা গ্রহীতাদের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন আলিনগর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ওহাব মিয়া। তিনি বলেন, নামজারি করা নিয়ে কারও সঙ্গে টাকার চুক্তি হয়নি তার। আমি একটু অসুস্থ আছি সুস্থ হয়ে আপনার সাথে দেখা করব।
কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তার ও ঝাউদি ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীর মোবাইল ফোনে কল করেও কোনো সারা মেলেনি।কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান জানান, ভূমি কার্যালয়গুলোতে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি জানা নেই তার। এ নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শুনানির আগেই আবেদন নামঞ্জুর করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুনানির জন্য সফটওয়্যারের নির্দেশ অনুযায়ী সেবা গ্রহীতাদের মোবাইল ফোনে খুদে বার্তা যায়। তার সঙ্গে অফিসের তারিখের অনেক সময় মিল থাকে না। তাই উভয় ক্ষেত্রে তারিখের ভিন্নতার কারণে সেবা গ্রহীতা অফিসে উপস্থিত না থাকলে এবং কাগজপত্রে ত্রুটি থাকলে তা নামঞ্জুর করা হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ