দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে প্রশিক্ষন দিবে মনিপাল হাসপাতাল
০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম
তরুণ বয়স থেকেই স্বাস্থ্যকর জীবনযাত্রাকে উৎসাহিত করতে এবং প্রতিরোধে জোর দেওয়ার জন্য বাংলাদেশের চিকিৎসক, নার্সিং সংশ্লিষ্ট ব্যক্তি, মিডিয়া কর্মী, নারী সংগঠন এবং বিভিন্ন শিল্প সংস্থা কর্মীদের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন দিতে চায় ভারতের স্বনামধন্য প্রতিষ্ঠান মনিপাল হাসপাতাল। এই কোর্সগুলো সম্পূর্ন বিনামূল্যেই করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে 'ভারতের মনিপাল হাসপাতালের আয়োজনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মনিপাল হাসপাতাল কিছু শিক্ষামূলক প্রোগ্রাম চালু করার উদ্যোগ নিয়েছে। এই প্রোগ্রামগুলির লক্ষ্য হল সকলের জন্য একটি স্বাস্থ্যকর এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জনে সাহায্য করা।
মনিপাল হসপিটাল আয়োজিত প্রশিক্ষন কোর্সগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে: ডিজিটাল রোবোটিক্স প্রোগ্রাম, সার্জারিতে রোবোটের ব্যবহার, অঙ্গ প্রতিস্থাপনে অগ্রগতি, সংক্রমণ নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রোটোকল, এসিএলএস এবং বিএলস প্রশিক্ষণ, হাতের পরিচ্ছন্নতা সম্পর্কিত অভ্যাস, সুচের আঘাত থেকে প্রতিরোধ, বায়ো-মেডিকেল ওয়েস্ট ( বিএমডব্লিউ) প্রশিক্ষণ, ব্যারিয়ার নার্সিং টেকনিক, নিরাপদ ইনফিউশন সম্পর্কিত অনুশীলন, ডকুমেন্টেশনের ক্ষেত্রে সেরা অনুশীলন, চাপজনিত ঘা প্রতিরোধ
প্রতিষ্ঠানটি জানায়, এছাড়াও আরো সচেতনতামূলক আলোচনা এবং কর্মশালা এতে অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর জীবনযাপনের কৌশল, প্রবীণদের কার্ডিয়াক স্বাস্থ্যজনিত সমস্যার সমাধান, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, মাথাব্যথা এবং উচ্চ রক্তচাপে করণীয়, ব্যক্তিগত ফিটনেস লেভেল পর্যবেক্ষণ, স্তন ক্যান্সার সচেতনতা এবং মহিলাদের স্বাস্থ্যের বিষয়গুলি।
মনিপাল হাসপাতালের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার এভিপি মি. ভিকাস তায়েব বলেছেন, "গত কয়েক বছর ধরে, আমরা রোগীদের আরও ভাল সেবা প্রদানের জন্য আমাদের চিকিৎসা পদ্ধতি উন্নত করার এবং প্রতিরোধমূলক অনুশীলনের উপর জোর দেওয়ার প্রয়োজনীয়তা অনুধাবন করেছি। স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তির দ্রুত উন্নতি সাধন হচ্ছে, চিকিৎসকরা নিজেদেরকে সাম্প্রতিক অগ্রগতির সাথে নিজেদের ভালভাবে দক্ষ করে তুলছেন কিনা তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, এই উদ্যোগটি শুধুমাত্র আমাদের বিশেষজ্ঞদেরই নয়, সমগ্র বিশ্বের সকল চিকিৎসা কর্মীদের যে কোনও পরিস্থিতি নিখুঁতভাবে পরিচালনা করতে এবং রোগীদের প্রয়োজনগুলিকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত করার জন্য সতর্কতার সাথে ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামগুলি বাংলাদেশের মেডিকেল সদস্যদের তাদের দক্ষতা বৃদ্ধি করতে এবং হাসপাতালের প্রক্রিয়াগুলিকে আরও কার্যকর করতে সহায়তা করবে।"
মনিপাল হাসপাতালের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার এভিপি মি. ভিকাস তায়েব বলেন, ভালো কোন বিষয় প্রচারে মিডিয়ার অনেক বড় ভূমিকা থাকে। বাংলাদেশের মিডিয়ার সঙ্গে একহয়ে আমরা বাংলাদেশের স্বাস্থ্যসেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদের জন্য কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। যা বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে আরো সমৃদ্ধ করবে।
ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মায়নুল হাসান সোহেল বলেন, মনিপাল হাসপাতাল দীর্ঘ ৭০ বছর যাবত স্বাস্থ্য সেবা দিচ্ছে। ভারত ও বাংলাদেশ যখন এক ছিল তখন থেকে এই হাসপাতাল চিকিৎসা সেবা দিচ্ছে। মনিপাল হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির যারা সদস্য আছেন তাদেরকে হেলথ কার্ডের ব্যবস্থা করবেন। এজন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশের অনেক রোগী ইন্ডিয়ান ভিসা পেতে কিছু জটিলতায় পড়তে হয়। পাশাপাশি সম্প্রীতি অবহেলা জনিত কারণে ভারতে বাংলাদেশী একজন রোগী মারা গেছেন। এ বিষয়ে মনিপাল হসপিটাল কর্তৃপক্ষের বিশেষ নজর কামনা করছি। বাংলাদেশের থেকে ভারতে চিকিৎসা সেবা ভালো হবে এমন একটা আস্থার জায়গা আমাদের মাঝে তৈরি হয়েছে। তবে কমবেশ খারাপ অভিজ্ঞতাও আমাদের আছে। পাশাপাশি বাংলাদেশের রোগীদের ভারতের ভিসা সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষ যদি ইন্ডিয়ান এম্বাসি কে কোন নির্দেশনা দেয় তাহলে আমাদের রোগীদের জন্য উপকার হবে।
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি বলেন, আমরা যারা হেলথ সেক্টর নিয়ে কাজ করি তাদের অনেক বিষয় জানার এবং বোঝার থাকে। আজকে মনিপাল হাসপাতাল ঘোষণা করেছে তারা বাংলাদেশের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য সেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। এ প্রশিক্ষণটা আমাদের স্বাস্থ্য সেবায় যারা জড়িত আছেন তাদেরকে প্রসিদ্ধ করবে। আমি মনে করছি এই সাব কন্টিনেন্টে মনিপাল হাসপাতাল নেতৃত্বের অবস্থানে আছেন। আমি মনিপাল হাসপাতালকে একটা সুপারিশ করব, পাবলিকে হেলথ বিষয়ে একজন সাংবাদিকদের যা যা জানা দরকার এ সকল বিষয়ে যদি আপনাদের বিশেষজ্ঞরা প্রশিক্ষণের ব্যবস্থা করেন তাহলে আমরা সাংবাদিকরা উপকৃত হব। আমি আশা করব মনিপাল হাসপাতালের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মনিপাল হাসপাতালের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার আঞ্চলিক প্রধান রাম গোপাল বর্ধন, আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার চিফ ম্যানেজার ডা. অরুণ চক্রবর্তী, আন্তর্জাতিক কস্বাস্থ্যসেবা পরিষেবার এভিপি মি. ভিকাস তায়েব, ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মায়নুল হাসান সোহেল, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি প্রমূখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক