ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ
০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০১ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
দিনে শ্যামলী পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে বিরোধের জেরে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক গ্রুপ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার সকাল থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন। অনেক যাত্রী রাজবাড়ী শহরের মুরগি ফার্ম ও মালিক সমিতির বাস কাউন্টারে এসে ফিরে গেছেন। অনেক যাত্রী লোকাল বাস ও ব্যাটারিচালিত অটো-থ্রি-হুইলারে করে ভেঙে ভেঙে দৌলতদিয়া ঘাট পর্যন্ত গিয়ে ফেরি ও লঞ্চে নদী পার হয়ে ওপার থেকে লোকাল বাসে ঢাকা যাচ্ছেন।
ঢাকাগামী যাত্রী ফরিদ হোসেন বলেন, আগে বাস বন্ধের বিষয়টি জানা ছিল না। কাউন্টারে এসে জানতে পারি বাস চলাচল বন্ধ। জরুরী প্রয়োজনে ঢাকা যেতে হবে। এ কারণে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি বসে দ্রুত মিমাংসার দাবী জানাচ্ছি।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, শ্যামলী পরিবহন ঢাকা থেকে রাজবাড়ী রুটে রাতে দুটি বাস চলতো। এতে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু গত ৩ সেপ্টেম্বর শ্যামলী পরিবহন হঠাৎ করেই এ রুটে দিনের বেলায় একটি ট্রিপ নিয়ে আসে। এভাবে তারা বাস চালালে আমাদের ব্যবসায়ী ক্ষতি হয়। যে কারণে দিনের ওই বাসটি আটকে দিয়ে ঢাকায় ফেরত পাঠানো হয়।
তিনি বলেন, শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করুক। তাদের ট্রিপ নির্ধারণ করে দেব। এরপর তারা শান্তিপূর্ণভাবে বাস চালাক। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, সোমবার সকালে রাজবাড়ী থেকে ঢাকায় যাত্রীসহ বাস পাঠালে গাবতলী বাস টার্মিনালে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা বাস আটকে দেয়। এরপর তারা গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর বাসের সব কাউন্টার বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে সেখান থেকে কোনো বাস ছাড়তে দিচ্ছে না এবং রাজবাড়ী থেকে কোনো বাস পাঠালে তারা আটকে রাখছে। এ কারণে রাজবাড়ী-ঢাকা রুটে সব বাস চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, শ্যামলী পরিবহনের মালিক শ্রী রমেশ চন্দ্র ঘোষ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। যে কারণে প্রভাব খাটিয়ে তিনি বাস ও কাউন্টার বন্ধ করে দিয়েছেন। তিনি বাস ছেড়ে দিলে ও কাউন্টার খুলে দিলেই রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।
বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাদের বৈঠক করার কথা রয়েছে। এরপর সিদ্ধান্ত নিবো।
শ্যামলী পরিবহনের গাবতলী কাউন্টারের ম্যানেজার প্রভাত রায় বলেন, রাজবাড়ীর উপর দিয়ে গোল্ডেন লাইনের দু’টি, শ্যামলী পরিবহনের ৪টি বাসের রোড পারমিট রয়েছে। সোমবার একটি গাড়ী দিনে আসার সময় গাড়ীটি আটকে দেয় রাজবাড়ী বাস মালিক সমিতি। শ্যামলী পরিবহনের মালিক ভারতে থাকার কারণে আগামী ৭ সেপ্টেম্বর বসার কথা বললেও তারা গাড়ীটি আটকে রাখে। মুলত এ গাড়ী গুলো কুষ্টিয়া, মেহেরপুর থেকে চলে। বৈআইনী ভাবে আটক করার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। মিমাংসা না হওয়া পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবে না
বিপিএল মিউজিক ফেস্ট: যান চলাচলে যে নির্দেশনা ডিএমপির
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সোনারগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
আনজার গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠকদের সংবর্ধনা
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুর্ভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে: পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন