নেপথ্যে অতিলোভী ব্যবসায়ী ও পরিকল্পিত অপপ্রচার
০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
নানা কারণে ক্রমান্বয়ে পর্যটক হারাচ্ছে দেশের পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার। এতে করে সরকার পর্যটন খাতে রাজস্ব হারানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কক্সবাজারবাসী। আর এজন্য দায়ী অতীলোভী কিছু ব্যবসায়ী, অপরিণামদর্শী কিছু সংবাদ কর্মী, কক্সবাজারের সুনাম চায় না এমন কিছু বহিরাগত ব্যবসায়ী ও অতি ভদ্রবেশী কিছু আমলা। অতিলোভী ব্যবসায়ীরা যেমন গলাকাটা ব্যবসা করে কক্সবাজারের সুনাম নষ্ট করছে। তেমনি কক্সবাজারের সুনাম চায় না এমন কিছু ব্যবসায়ী পর্যটকদের সাথে যাচ্ছেতাই ব্যবহার করে কক্সবাজারকে পর্যটক বিমূখ করছে। আর কিছু অবিবেচক সংবাদ কর্মী নেতিবাচক সংবাদ প্রকাশ করে কক্সবাজারের সুনাম নষ্ট করছে। পাশাপাশি ভদ্রবেশী কিছু আমলা এসব অপকর্ম রোধে কার্যকর কোন পদক্ষেপই নেয়না। এসুযোগে পর্যটকরা কক্সবাজারের আকর্ষণ হারিয়ে পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানে গড়ে উঠা পর্যটন কেন্দ্রের প্রতি আকৃষ্ট হচ্ছেন।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, দ্বীপ উপজেলা মহেশখালী-কুতুবদিয়া এবং নয়নাভিরাম বনবনানি ও সাগরের নীল জলরাশির পাশদিয়ে
কক্সবাজার-টেকনাফ
মেরিন ড্রাইভ সড়ক কক্সবাজারের অপরূপ সৌন্দর্য। মহান আল্লাহ প্রদত্ত এই অপার সৌন্দর্য্যে বিমুগ্ধ দেশবিদেশের পর্যটকরা। অতীতে কক্সবাজারের এই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কক্সবাজার ভ্রমণ করেছেন শত নয়, হাজার নয়, লাখ লাখ পর্যটক। কক্সবাজারের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে ইউরোপীয় পর্যটকরা সাগর পথে বিলাসবহুল জাহাজে ভ্রমণ করেছেন কক্সবাজার ও মহেশখালী।
ক্রমাগত পর্যটক চাপে সরকার কক্সবাজার বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণ ও সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক বিমান বন্দরে পরিণত করেছে। দেড়শত বছরের দাবী দোহাজারী-কক্সবাজার রেল লাইন সম্প্রাসরণ করা হয়েছে। চলতি সেপ্টেম্বরে কক্সবাজারে রেল চলাচল শুরু হওয়ার কথা ছিল। সম্প্রতি দক্ষিণ চট্টগ্রামের আকষ্মিক বন্যায় রেল লাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তা পিছিয়ে যায়। সংশ্লিষ্টদের মতে
খুব দ্রুতই কক্সবাজার দোহাজারী রেল যোগাযোগ চালু হবে। শতাধিক পরিবহণ সংস্থার শত শত বাসে হাজার হাজার পর্যটক আসেন কক্সবাজারে। এসব পরিবহণ সংস্থার সাথে যুক্ত হয়েছে বিলাসবহুল বাস-কোচ।
পর্যটনের সুবাদেই কক্সবাজারে গড়ে উঠেছে ডজন খানেক পাঁচ তারাকা হোটেল ছাড়াও চার শতাধিক হোটেল-মোটেল, গেষ্ট হাউজ-রেষ্ট হাউজ ও সমপরিমাণ খাবার হোটেল-রেষ্টুরেন্ট। পাশাপাশি কক্সবাজার, হিমছড়ি, ইনানী, টেকনাফ ও সেন্টমার্টিন সৈকতে চালু হয়েছে ছাতা চেয়ারসহ নানাবিধ পর্যটন কেন্দ্রীক ব্যবসা। এতে করে ঘুরে দাঁড়িয়েছে কক্সবাজারের সামগ্রিক অর্থনীতি। কক্সবাজার কেন্দ্রীক পর্যটন অর্থনীতি ভূমিকা রেখে চলেছে জাতীয় অর্থনীতিতেও।
উল্লেখ্য গতবছর 'চার শত টাকায় আলুভর্তা ডাল ভাত' বিক্রির বিষয়টি ছিল পরিকল্পিত কক্সবাজার বিরূপ একটি প্রচারণা। এটি ব্যাপকভাবে প্রচার হওয়ায় বড় ধরনের ধাক্কা লাগে কক্সবাজারের পর্যটন শিল্পে। তদন্তে এটি ধরা পড়ে বহিরাগত রাস্তার একটি অখ্যাত রেস্তোঁরার ঘটনা। মুলধারার কোন সংবাদ মাধ্যমে প্রচার না পেলেও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু অখ্যাত গণমাধ্যমে অপরিকল্পিতভাবে প্রাধান্য পায়।
একইভাবে শালিক, জামান
রেষ্টুরেন্টসহ কিছু কিছু রেষ্টুরেন্ট, হোটেল-মোটেল ও পরিবহণে গলাকাটা ব্যবসা করার অভিযোগ থাকলেও পর্যটন জোনে সীবিচ ম্যানেজমেন্ট নামে প্রশাসনিক যে কমিটি আছে তার কার্যকরি কোন পদক্ষেপ দেখা যায়নি। এছাড়াও হোটেল মোটেল গেষ্ট হাউজ রেষ্ট হাউজ ও রেষ্টুরেন্ট মালিক সমতির সংগঠন থাকলেও তারাও কোন পদক্ষেপ নিতে পারনি।
কক্সবাজারে পর্যটক কমে যাওয়ার বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাও এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক টুরিষ্ট পুলিশের একজন কর্মকর্তা বলেন, পর্যটন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থতি স্থিতিশীল থাকলেও জেলার অন্যান্য এলাকায় তা উদ্বেজনক।
এ প্রসঙ্গে কক্সবাজার হোটেল-মোটেল, গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সিকদার বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে পর্যটন স্পট সৃষ্টি হয়েছে। সম্ভবত ঐ সমস্ত এলাকার কিছু ব্যবসায়ী ও ডেভলপার পর্যটকদের
কক্সবাজার বিমুখ করার জন্য কক্সবাজার সম্পর্কে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন কৌশলে এই অপপ্রচারের আশ্রয় নিচ্ছেন। তিনি আরো বলেন, এই অপপ্রচার বন্ধ করার জন্য চলতি মাসের ২৭ তারিখ পর্যটন দিবসে কক্সবাজারকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য তারা নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন।
কক্সবাজার হোটেল মোটেল জোনে খবর নিয়ে জানা গেছে, আগামী সাপ্তাহিক ছুটিতে ৩০-৪০ ভাগের বেশি বুকিং নেই। এজন্য অবশ্য পর্যটক থাকলেও হোটেল সংখ্যা বেড়ে যাওয়ায় পর্যটক সংখ্যা কমেগেছে বলে মনে করেন আলহাজ্ব আবুল কাশেম
সিকদার।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
আনজার গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠকদের সংবর্ধনা
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে: পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই