ত সংসার ভাঙ্গবেন প্রকৌশলী মীর ইমাম!
০৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম
আর কত সংসার ভাঙ্গবেন মীর ইমাম হোসেন সোহাগ। যপবিস-২ (যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২) এর জুনিয়র প্রকৌশলী (আইটি) তিনি। ২০১০ সালে চাকরি জীবন শুরু। চাকরির সুবাদে যেখানেই গেছেন সেখানেই পরনারীতে আসক্ত হয়ে কারো না কারো সংসার ভেঙ্গেছেন তিনি। মীর ইমামের বিরুদ্ধে আরইবি’র চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে একাধিবার অভিযোগ করার পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ।
মীর ইমাম সর্বশেষ কর্মস্থল যপবিস-২। এখানে এসেই একাধিক পরনারীতে আসক্তের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার কারণে আনিশা আলম রাখি (১২) ও আরিফা আলম আঁখি (১০) নামের দুই বোন চোখের পানিতে দিনাতিপাত করছে। তাদের মা রহিমা’কে প্রেমের ফাঁদে ফেলে ভাগিয়ে নিয়েছেন ইমাম। মা’কে ফেরাতে পারিবারিক সালিশ-বৈঠক হলেও ফিরে আসেনি। মা জীবিত থাকতেও মা বলে ডাকতে মারছে না তারা। অন্যদিকে বাবা আলমগীর হোসেন চাকরির সুবাদে কুয়েতে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে কান্না বিজড়িত কন্ঠে গণমাধ্যম কর্মীদের সাথে কথাগুলো বলছিলেন আলমগীর।
আলমগীর জানান, ঘটনা জানতে পেরে দেশে ফিরে দুই শিশু মেয়ের মুখের দিকে চেয়ে স্ত্রীকে ফেরাতে সব চেষ্টা করেছি। বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। তবে তাতে কোন লাভ হয়নি। দুই মেয়ের কান্নাতে মন গলেনি মায়ের। বর্তমানে ইমামের সাথে ঘর-সংসার করছে রহিমা। এ যেন হঠাৎ ঝড়ে তচনছ হয়ে গেছে ১৫ বছরের গড়া সংসার। রাখি ও আঁখি’র দিন কাটছে দাদা ও চাচা-চাচী’র কাছে। আলমগীর আরইবি’র চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ইমাম হোসেনের বিরুদ্ধে।
মামলা ও অভিযোগ থেকে জানা যায়, মীর ইমাম হোসেন সোহাগ খুলনার রুপসা উপজেলার নৈহাটি-জয়পুর গ্রামের মীর এনায়েত হোসেনের ছেলে। মীর ইমাম ২০০৯ সালে নিজ গ্রামে আদুরী নামে এক নারীকে প্রথম বিয়ে করে। সেই সংসারে দু’সন্তান রয়েছে তার। সেই দু’ সন্তানের জননী আদুরীকে কয়েক বছর যেতে না যেতেই তাকে তালাক দেয় ইমাম। ২০২১ সালে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করাকালে নাজমা আক্তার নামে অপর এক নারীকে বিয়ে করে। অবশ্য, ওই নারী স্বামী ও দুই ছেলে সন্তান ছিলো।
নাজমা আক্তার জানান, সংসার করাকালে একাধিক নারীর সঙ্গে ইমামের অবৈধ সম্পর্ক ছিলো। বাধা দেয়ায় তাকে নির্যাতন করতো। এনিয়ে বিরোধ সৃষ্টি হলে ৯ মাসের মাথায় ডির্ভোস দেয় ইমাম। ইমামকে আসামী করে ২০২২ সালে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন নাজমা। যার পিটিশন নং-৫২৮/২২। এ মামলায় ইমাম ১৭ দিন হাজতবাস করেন। এছাড়া ওই সময় আরইবি’র চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছিলেন তিনি। বদলী হয়ে ইমাম চলে আসেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মনিরামপুর সদর দপ্তরে। যোগদান করেই অফিসের এক নারী সহকর্মীর সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তুলতেই চাপের মুখে পড়ে সরে আসতে বাধ্য হন তিনি। কথায় বলে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে।
সর্বশেষ মনিরামপুর পৌরশহরের মোহনপুরে একই ভবনে ভাড়া থাকার সুবাদে রহিমা’র সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। দুই মেয়ে ও স্বামী আলমগীরকে রেখে অবশেষে ইমামের ঘর করছেন এখন রহিমা। তবে, এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাপের মুখে পড়েন ইমাম। অবশ্য, বিশেষ একটি মহলকে ম্যানেজ করে বিষয়টি ধামাচাপা দেওয়া চেষ্টা অব্যহত রেখেছেন তিনি। প্রশ্ন দেখা দিয়েছে, রহিমা নতুন স্বামী পেল! দুই মেয়ে রাখি ও আঁখি’র চোখের জ¦ল মুছবে কে? ১৫ বছরের গড়া সাজানো সংসার তছনছ করা হলেও সে বিষয়টিও কেনই বা আমলী নেননি কেউ। এসব প্রশ্ন আলমগীরের। সঠিক ব্যবস্থা গ্রহন না করায় এহেন কর্মকান্ড থেকে নিবৃত হচ্ছেন না মীর ইমাম। পরনারীকে ভাগিয়ে নেওয়াটা যেন তার নেশায় পরিনত হয়েছে এমন প্রশ্ন সাধারন মানুষের।
অবশ্য রহিমা বলছেন, আলমগীর দেশে ফিরলে তার সাথে খারাপ আচারণ করতো। তাই বিচ্ছেদ ঘটেছে। রাখি ও আঁখির সাথে দেখা করতে গিয়ে শুনেছি তাদেরকে রংপুরে পাঠিয়ে দিয়েছে। দুই মেয়ের কাছে আনার চেষ্টা অব্যহত থাকবে বলেও তিনি জানান।
সার্বিক বিষয়ে মুঠোফোনে কথা হয় মীর ইমাম হোসেন সোহাগের সাথে তিনি জানান, প্রথম স্ত্রী (আদুরী) এর সাথে পারিবারিক বনিবনা সমস্যা থাকায় বিচ্ছেদ হয়। দ্বিতীয় স্ত্রী (নাজমা) চারিত্রিক ভাবে দুশ্চচরিত্রবান নারী ছিলো যে কারনে তাকে তালাক দিয়েছি। মামলা করেছিল নাজমা যা আদালতে চলমান। তবে ১৭ দিন হাজতবাস এর বিষয়টি মিথ্যা। তাছাড়া রহিমা সাথে যখন পরিচয় হয়েছে, তার আগেই তো আলমগীরের সাথে তার ডিভোর্স হয়েছে। যা কিছু হয়েছে তা শরীয়ত সম্মত ভাবে করেছি।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর (মনিরামপুর) জেনারেল ম্যানেজার আব্দুল লতিফের সাথে মুঠোফোনে মীর ইমাম বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। সম্প্রতি নড়াইল জোনাল অফিসে বদলী করা হয়েছে ইমামকে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর