সাঈদীর মৃত্যুতে স্ট্যাটাস দিয়ে বিপাকে ডিগ্রি কলেজের দুই প্রভাষক
১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৯ পিএম
জামায়াত ইসলামীর কেন্দ্রিয় নেতা, সাবেক এমপি, ব্শি^ বরন্য আলেম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন সিলেট কোম্পানীগঞ্জএম সাইফুর রহমান ডিগ্রি কলেজের দুই প্রভাষক। ফলশ্রুতিতে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। নোটিশের জবাবও দিয়েছেন তারা। তবে এ দুই প্রভাষকের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেয়া হবে কি না, তা নির্ভর করছে পরিচালনা পর্যদের সিদ্ধান্তের উপর। তবে জবাব পর্যালোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে পরিচালনা পরিষদের আগামী সভায় এমন তথ্য নিশ্চিত করেছে একটি সূত্র। এছাড়া সূত্র জানিয়েছে, দুই শিক্ষকের মধ্যে একজনের জবাব অনকেটা সন্তোষজনক। অপরজনের জবাবটি প্রশ্নবিদ্ধ। সেকারনে তার বিরুদ্ধে শাস্তির সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।
মাওলানা দেলাওয়ার হোসাঈন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়া দুই প্রভাষক হচ্ছেন অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক আব্দুর রশীদ ও ব্যবস্থাপনা বিভাগের উজ্জ্বল চৌধুরী।
অর্থনীতি বিভাগের প্রভাষক আব্দুর রশীদ তার দেয়া স্ট্যাটাসে সাঈদীর মৃত্যুর সাথে ভূমিকম্পের যুগসূত্র খুঁজেছেন। লিখেছেন, গতকাল যিনি হাসলেন, হেসে হেসে সালাম বিনিময় করলেন, আল্লাহু আকবার, আজ যখন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি তার মাওলার ডাকে সাড়া দিয়ে অনন্ত অসীম পরকালের জীবনে চলে গেলেন, ঠিক তখনই অর্ধ পৃথিবী (বাংলাদেশ, ভারত, চীন, মায়ানমার, শ্রীলংকা, পাকিস্তান) ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে। আল্লাহপাকই ভালো জানেন এই দুইয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে। তবে আল্লাহ পাকের এই প্রিয়পাত্রের চির বিদায় মুহুর্তে বিশ্ব মুসলিম উম্মাহের কোটি কোটি ভক্ত অনুরক্ত আজ ধুুকরে ধুকরে কাঁদছে। সবশেষে সাঈদীর মৃত্যুর সংবাদের সঙ্গে দুটি ছবি। একটি জীবিত অবস্থার, অন্যটি লাশের।
অপরদিকে, উজ্জ্বল চৌধুরী তার স্ট্যাটাসে লিখেছেন, জালিমের জুলুমের শিকার হয়ে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, মহান আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য সারাজীবন যিনি দেশে-বিদেশে ছুটে বেরিয়েছেন, সেই একজন মহান দাঈকে এইভাবে জেলে বন্দী করে বিনা চিকিৎসায় তিলে তিলে শহীদ করা হলো। উপসংহারে তিনি উল্লেখ করেছেন, হে রাজাধিরাজ মহান আল্লাহ! জালিমেরা যেনো প্রতিটা মুহুর্তে এই হাসিমাখা মুখ দেখে আঁতকে উঠে। এরপরই হেষট্যাগ দিয়ে ইংরেজীতে লেখা রয়েছে ‘উই আর আল্লামা সাঈদী’। সবশেষে সাঈদীর হাসিমাখা মুখের একটা ছবি যাতে দেখা যাচ্ছে লোকজন তাকে ঘিরে ধরেছেন। উজ্জ্বল চৌধুরী আবার সাঈদীর গায়েবানা জানাজার যৌক্তিকতা নিয়ে আশরাফ উদ্দিন সাদেক নামক এক ফেসবুক ব্যবহারকারীর স্ট্যাটাস শেয়ারও দিয়েছেন।
তাদের এমন স্ট্যাটাস দেখে বা পড়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দসহ সমাজের সব পর্যায়েই চলে আলোচনা সমালোচনা। বিশেষ করে শাসক দলের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে মাথা ঘামান। কলেজ ক্যাম্পাস সহ দুই প্রভাষকের সমসাময়িক অনেক প্রতিযোগী এই স্ট্যাটাসকে কাজে লাগিয়ে ঘায়েল করতে সুযোগ খোঁজেন। বিষয়টি তুলে ধরে বিভিন্নি পর্যায়ে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনে লবিং শুরু করেন এ দুই প্রভাষকের বিরুদ্ধে। এ অবস্থায় গত ২১ আগস্ট কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. আপ্তাব আলী কালা মিয়া এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে গভর্নিং বডির সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে গভর্নিং বডির গত ২৩ আগস্টের সভায় বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেন নেয়া হবে না- এ ব্যাপারে জানতে চেয়ে শো’কজ করার তিনদিনের সময় দিয়ে। বিভিন্ন সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তাদেরকে ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন গত ২৭ আগস্ট। তারাও নির্ধারিত সময়ের মধ্যে দিয়েছেন জবাবও।
এ ব্যাপারে জানতে চাইলে এম সাইফুর রহমান কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, তারা শো’কজের জবাব দিয়েছেন। তবে এখনই এ ব্যাপারে কিছু বলা যাবেনা বা সিদ্ধান্তও নেয়া যাচ্ছেনা। সেজন্য গভর্নিং বডির পরবর্তী সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, শো’কজের জবাব পেয়েছেন তারা। পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে গভর্নিং বডির সভায়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
২০বছরের অধিক সাজাখাটা বন্দিদের অবিলম্বে মুক্তি দিন প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নেতৃবৃন্দ
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৬ জন গ্রেফতার, ড্রেজার জব্দ
কলাপাড়ায় প্রধান উপদেস্টার কায্যালয়ের সচিব, প্রকল্প পরিচালকের গাড়ী বহর আটকে দিল বিক্ষোভকারীরা
সাজিদ-নোমানের ঘূর্ণিতে ১৩৭ রানেই শেষ উইন্ডিজ
কেন মেলোনির সামনে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী?
ট্রাম্পের অভিষেকে যোগ দিচ্ছেন মুকেশ ও নীতা আম্বানি
জাতীয় কবির নাতির চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন
সালথায় নিজ দোকানের মধ্যে ঝুলছিল ব্যবসায়ীর লাশ
বিএনপির ত্যাগি নেতা কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের স্থান দেওয়া হচ্ছে
কেরানীগঞ্জে অপহৃত কিশোর উদ্ধার: গ্রেপ্তার দুই
বিগত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি : উপদেষ্টা ফাওজুল
বৈষম্যবিরোধীরা সরকার পতনের আন্দোলন নয়, কোটা বিরোধী আন্দোলন করেছিল” :খায়রুল কবির খোকন
বিশ্ববিদ্যালয়গুলোর মেরুদণ্ড শক্তে আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে : ঢাবি ভিসি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার
আজকে পরীর মন ভালো নেই
খুড়িয়ে খুড়িয়ে চলছে গ্রাম আদলতের কার্যক্রম: কার্যকরী উদ্যাগে সুফল পেতে পারে গ্রাম বাংলার জনগণ
জামায়াতে ইসলামীই বাংলাদেশকে সাম্রাজ্যবাদের হাত থেকে রক্ষা করতে পারে: শাহজাহান
কোচ বরখাস্ত, জাতীয় দলের দুয়ার খুলল কোর্তোয়ার
মির্জাপুরে পাল্টাপাল্টি হামলায় আহত ৮
বান্দরবানে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত