সীতাকুণ্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে হামলায় ম্যাজিস্ট্রেট-ওসিসহ আহত ২০
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে সন্ত্রাসী দখলদারদের হামলার শিকার হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম।এসময় আহত হন সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদসহ অন্তত ২০ জন । আজ(১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযানকালে এ হামলার ঘটনাটি ঘটে।এদিকে সীতাকুণ্ড ইউএনও বেশি আহত হওয়ায় তাঁকে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ছাড়া আহত অন্যান্যরা চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন সকাল ৯টার থেকে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিলপুর এলাকায় অভিযান চালান চট্টগ্রাম জেলা প্রশাসন।অভিযানে ১০ একর খাস জায়গা উদ্ধার করা হয় এবং ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নু-এম মারমা, মোঃ রাজীব হোসেন, এস.এম.এন জামিউল হিকমা,রাকিবুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিনসহ ৫জন ।এবিষয়ে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন,অভিযানে একের পর এক অবৈধ স্থাপনা উচ্ছেদ করছিলেন উপস্থিত জেলা ম্যাজিষ্ট্রেটগন।কিন্তু বিকেল ৩টার দিকে হটাৎ ইট পাটকেল ও ককটেল নিয়ে হামলা চালায় অবৈধ দখলদাররা।তখন আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়।হামলায় আহত হন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওমর ফারুক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম ও আমিসহ আরো অনেকেই আহত হয়।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম বলেন, অভিযান শুরু হয়েছে আজ সকাল ৯ থেকেই।এসময় মোট ১০ একর জমি উদ্ধার করা হয়। দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট ছিলেন ৫ জন। ১২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।এসময় অভিযানে অংশ নেয় থানা পুলিশ সদস্য ২০ জন, জেলার পুলিশ ফোর্স ১০০, এ পি বি এন ৬০, র্যাব সদস্য ১০ জন ও আনসার ব্যাটেলিয়ান ৬০জন । আমরা নিয়ম অনুযায়ী দখলদারদের সরে যাবার জন্য বারবার নোটিশ দিয়েছি।কিন্তু তারা সরে যায়নি।এ অবস্থায় বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট এসব দখল উচ্ছেদের নির্দেশ দেয়ায় আমরা দখল করা স্থাপনা গুড়িয়ে দেয়ার পাশাপাশি জায়গাটি কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দিয়েছি। যাতে করে তারা আর দখল করতে না পারে।
পরে বিকেল ৩টার দিকে অভিযান প্রায় শেষ পর্যায়ে। তখন জঙ্গল সলিমপুরের স্থানীয় দখলদার ৩’শ থেকে ৪’শ সংঘবদ্ধ হয়ে চারো পাশথেকে আমাদের উপর এলোপাথারি হামলা চালায়। এতে ম্যাজিষ্ট্রেট ওমর ফারুক ও আমিসহ দুই ম্যাজিষ্ট্রেট আহত হই।এসময় আহত হয় সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ, তার বডি গার্ডসহ অন্তত ২০ জন। সকলের শরীরের নানাস্থানে কেটে গিয়ে আহত হন। এভাবে হামলা-পাল্টা গুলির এক পর্যায়ে বিকালে অভিযান শেষ হয়। এ ঘটনায় জড়িত ৩০০/৪০০’শ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক