ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

আ.লীগ-বিএনপি-জাতীয় পার্টির একাধিক প্রার্থী মাঠে নেমেছেন

Daily Inqilab রাজবাড়ী জেলা সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর- গোয়ালন্দ) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা আগে-ভাগেই সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড প্রচারণা, কর্মীসভায় ব্যস্ত ও নিজেদের যোগ্যতা তুলে ধরতে ভোটারদের কাছে যাচ্ছেন। অন্যদিকে বিএনপির নির্বাচনে ঘোষণা না আসায় পুরাতন কমিটি ঢেলে সাজানো ও দলের মধ্যে বিরোধ মেটাতে ব্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আন্দোলন জোরদার করতে কাজ করছেন। জাতীয় পার্টির প্রার্থীও ঘরে বসে নেই। কর্মীসভা, দলের অঙ্গসংগঠনকে ঢেলে সাজানোর কাজ জোরেশোরে শুরু করেছে। প্রার্থীরা ইতিমধ্যে ঈদের শুভেচ্ছা, ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মাণ করেছেন।
দলীয় সুত্রে জানাগেছে, রাজবাড়ী-১ আসন থেকে ১৯৭০ সালে কাজী হেদায়েত হোসেন (আ.লীগ), ১৯৭৩ সালে (আ.লীগ) ডা. এসএ মালেক, ১৯৭৯ সালে এ্যাড. বিএম গোলাম মোস্তফা (বিএনপি), ১৯৮৬ সালে আক্কাস আলী মিয়া (জাতীয় পার্টি), ১৯৮৮ সালে মুন্সি আব্দুল লতিফ (সম্মিলিত বিরোধী দল), ১৯৯১ সালে এ্যাড. ওয়াজেদ আলী চৌধুরী (আ.লীগ), ১৯৯২ সালে উপ-নির্বাচন কাজী কেরামত আলী (আ.লীগ), ফেব্রুয়ারী ১৯৯৬ সালে অধ্যাপিকা জাহানারা বেগম (বিএনপি), জুন ১৯৯৬ সালে কাজী কেরামত আলী (আ.লীগ), ২০০১ সালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (বিএনপি), ২০০৮ সালে কাজী কেরামত আলী (আ. লীগ), ২০১৪ সালে কাজী কেরামত আলী (আ. লীগ), ২০১৮ কাজী কেরামত আলী (আ.লীগ)।
বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ৪ বার অংশগ্রহণ করে একবার বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের কাজী কেরামত আলী ৬ বার অংশগ্রহণ করে ৫ বার বিজয়ী হয়েছেন। ১৯৯১ সালে আবদুল ওয়াজেদ চৌধুরী, আওয়ামী লীগ (নৌকা) ৩৩,১৮৭ ভোট পেয়ে (বিজয়ী) হন ও বিএনপি (ধানের শীষ) আবদুল খালেক ৩০,৪৮৯ (পরাজিত) ভোট পান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ (নৌকা) ৫১,৯৬৫ (বিজয়ী) ভোট পেয়ে বিজয়ী হন কাজী কেরামত আলী ও জাতীয় পার্টি (লাঙল) গোলাম মুস্তফা ৪২,৮৮১ (পরাজিত) ভোট পান। ২০০১ সালে বিএনপি (ধানের শীষ) ৯৫,২৬৬ (বিজয়ী) ভোট পেয়ে বিজয়ী হন ও আওয়ামী লীগ (নৌকা) ৮৫,০৫৭ (পরাজিত) ভোট পান কাজী কেরামত আলী। ২০০৮ সালে আওয়ামী লীগ (নৌকা) ১,৪১,৫৬১ (বিজয়ী) কাজী কেরামত আলী ও বিএনপি (ধানের শীষ) ৮৩,৯৩৩ (পরাজিত) আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ২০১৪ সালে আওয়ামী লীগ (নৌকা) কাজী কেরামত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। ২০১৮ সালে আওয়ামী লীগ (নৌকা) কাজী কেরামত আলী ২লক্ষ ৩৮ হাজার ৯১৪ ভোট পেয়ে বিজয়ী হন ও বিএনপির (ধানের শীষ) আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ৩৩ হাজার ভোট পান।
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে কথা বলে জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন রাজবাড়ী-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আকবর আলী মর্জি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, গোলাম মোস্তফা চৌধুরী রন্টু আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. আসলাম মিয়া। জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. হাবিবুর রহমান বাচ্চু, জাকের পার্টি কর্মী গ্রুপের আব্দুল মান্নান মুসল্লী।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা দলকে সুসংগঠিত করার পাশাপাশি আন্দোলনকে বেগবান করতে কাজ করছি। নেতাকর্মীদের গুম-খুন, মামলা, হামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। সকল বাধা উপেক্ষা করেই নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। দাবী আদায়ের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করবো এবং সুষ্টু নির্বাচন হলে শতভাগ বিজয়ী হবো ইনশা আল্লাহ।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. আসলাম মিয়া বলেন, বিএনপি একটি বড় দল। কোন কোন্দল নেই, তবে প্রতিযোগিতা রয়েছে। দলকে সুসংগঠিত করতে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন। এ কারণে মাঠে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। দলকে ঢেলে সাজানোর পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ কমিটি পূর্ণগঠন ও নিদলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে সকল বাধা উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে কাজ করছেন। হামলা, মামলা, ভয়ভীতি উপেক্ষা করে মাঠে আছেন এবং থাকবেন। তবে দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তাকেই মনোনয়ন দিবে এবং শতভাগ বিজয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. হাবিবুর রহমান বাচ্চু বলেন, রাজবাড়ীর উন্নয়নে পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের অবদান স্মরণীয়। এ কারণে বিগত নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হলেও জোটবদ্ধ নির্বাচন হওয়ায় আমি প্রত্যাহার করি। জাতীয় পার্টির ভালো অবস্থান থাকায় আশা করছি আমাকে মনোনয়ন দেওয়া হবে। ইতিমধ্যেই উপজেলা ও ইউনিয়ন সম্মেলন শেষ করেছি। এখন নির্বাচনী কর্মী সভা অব্যাহত রেখেছি। আমাকে মনোনয়ন দিলে বিজয়ী হবো।
জাকের পার্টি কর্মী গ্রুপের আব্দুল মান্নান মুসল্লী বলেন, আমি দীর্ঘদিন ধরেই প্রচারণার পাশাপাশি ব্যানার, পোস্টার, ফেস্টুন, তোরণ নির্মাণ করে মানুষের দৃষ্টি আকর্শন করেছি। সাধারণ মানুষের ভালো সারা পাচ্ছি। আমি নির্বাচনে অংশ নিবো।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেন, আমার বাবা সরকারী চাকুরী ছেড়ে আওয়ামী লীগের হাল ধরেছিলেন। তিনি রাজবাড়ী-১ আসনের এমপি ছিলেন। আমি ছোটবেলা থেকেই রাজনীতির সাথে ওৎপোত ভাবে জড়িত। সকল নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে মাঠে আছি এবং থাকবো। আমাকে মনোনয়ন দিলে আমি শতভাগ আশাবাদী বিজয়ী হবো।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ৫বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। দীর্ঘদিন ধরে রাজবাড়ী-১ আসনের মানুষের মানুষের আপদে-বিপদে পাশে থেকে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে আসছি। পাশাপাশি পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ। বিশেষ করে দৌলতদিয়া-পাটুরিয়া এ ঘাটটি বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত বিধায় এখানে ২য় পদ্মা সেতু বা ট্যানেল নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড প্রচারের পাশাপাশি দলকে সুসংগঠিত করতে প্রতিটি ইউনিয়নে কর্মী সভা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে প্রচারণা চালিয়ে আসছি।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল